নারায়ণগঞ্জ  শনিবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৪ | ৬ই আশ্বিন, ১৪৩১ শরৎকাল | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

শিরোনাম
  |   জশনে জুলুসের মিছিল ও ধর্মীয় স্থাপনায় হামলায় হতাহতে ধর্ম উপদেস্টার পদত্যাগ দাবি   |   চেয়ারম্যান ঘি জাকিরের অপসারণ দাবীতে বিএনপি নেতাকর্মীদের মানববন্ধন   |   রক্ত প্লাবন — মাসুদ রানা লাল    |   মেয়াদোত্তীর্ণ হওয়ায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা   |   স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিনকে জবাই করে হত্যা চেষ্টা প্রতিবাদে বিক্ষোভ মানববন্ধন   |   আজমেরী ওসমানের টর্চার সেল ও ত্বকীর লাশ পাওয়ার স্থান পরিদর্শন করল র‌্যাব   |   খেলার মাঠ রক্ষায় পাশে থাকার আশ্বাস দিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক   |   আকিজ এগ্রো ফিড কোম্পানিতে হামলায় ৭ জন আহত, ব্যাপক  ক্ষতিসাধন   |   পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) পালনে নিতাইগঞ্জে মিলাদ, দোয়া ও রান্না খাবার বিতরণ   |   নারায়ণগঞ্জে নব্য কোনো শীর্ষ সন্ত্রাসীর জন্ম হতে দেয়া হবে না – পুলিশ সুপার   |   গাজীপুর থেকে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত পলাতক কয়েদি গ্রেফতার   |   ত্বকী হত্যা মামলায়  পারভেজ নামে এক যুবক গ্রেপ্তার   |   নারায়ণগঞ্জে বিএনপি’র বিরোধে লাভ ক্ষতি কার ?    |   ভালো হয়ে যান, অন্যথায় পালানোর পথ খোঁজে পাবেন না – সেলিম    |   মাজার ও খানকা শরীফে হামলা বন্ধ করে জঙ্গীবাদ নির্মূল করার আহবান জানালেন – সৈয়দ বাহাদুর শাহ   |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে না’গঞ্জে জশনে জুলুস র‍্যালী নানা কর্মসূচি পালিত   |   চিকিৎসকদের উপর হামলাকারীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ    |   ধর্মীয় স্থান, মাজার রক্ষা ও হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিল অন্তর্বর্তী সরকার   |   আড়াইহাজার থানার নুতন ওসি এনায়েত হোসেনের যোগদান   |   অবিলম্বে মাজারে হামলাকারিদের গ্রেফতার করা না হলে দায়ভার সরকারকেই নিতে হবে – তরিকুল সুজন  
 প্রচ্ছদ   আইন-অপরাধ   সংবাদ প্রকাশে নদীপথে মালয়েশিয়া পাচারকারী দালাল গ্রেফতার
সংবাদ প্রকাশে নদীপথে মালয়েশিয়া পাচারকারী দালাল গ্রেফতার
  আইন-অপরাধ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
আড়াইহাজার প্রতিনিধিঃ  নারায়ণগঞ্জের আড়াইহাজারে নদীপথে মালয়েশিয়াতে মানবপাচারের সংবাদ বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশের পর পুলিশের যেমন টনক নড়েছে, তেমনি জনগণের মাঝেও সচেতনতা প্রকাশ পেয়েছে।
শনিবার সকালে নদী পথে মানবপাচার করে মায়ানমার ও বার্মায় জিম্মি করে মুক্তিপণ আদায় করতে এসে জনতার হাতে আটক হয়ে পুলিশে সোপর্দ হয়েছে আবুল হোসেন (৩৭) নামে এক মানবপাচারকারী। সে উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা উত্তর আগারবাড়ী গ্রামের মোঃ এলাহীর ছেলে।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সম্প্রতি নদীপথে মালয়েশিয়ায় মানব পাচার, পাচারকৃত লোকদেরকে মায়ানমার, থাইলেন্ড এবং মালয়েশিয়াতে জিম্মি করে মুক্তিপণ দাবী ও মুক্তিপণ আদায়ের বিষয়ে সম্প্রতি বিভিন্ন জাতীয় পত্রিকায় ফলাও করে সংবাদ প্রকাশিত হয়। এর পর থেকেই পুলিশ এবং ভুক্তভোগি পরিবার গুলোর মধ্যে এ নিয়ে নানা জল্পনা কল্পনা চলছিল। ইতি মধ্যেই নতুন করে আরো কয়েকজন যুবককে পাচার করে দেয় পাচারকারী চক্র। এর মধ্যে বিশনন্দী গ্রামের বিল্লাল মিয়ার ছেলে জহিরুল (৩৯) ও নিখোঁজ হয়। এর পর বার্মা থেকে জহিরুলের বড় ভাই আবুল কালাম আজাদের কাছে ফোন আসে যে, তার ছোট ভাই জহিরুল মায়ানমারের রিসিভ ঘরে দালালদের হাতে জিম্মি আছে। তাকে জীবিত পেতে হলে ৬ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। আবুল কালাম আজাদ কৌশলে মুক্তিপণ চাওয়া ব্যাক্তির কাছ থেকে এলাকায় তাদের এজন্টে হিসেবে চৈতনকান্দা উত্তর আগারবাড়ী গ্রামের এলাহীর ছেলে আবুল হোসেন এর নাম এবং মোবাইল নম্বর সংগ্রহ করে। আবুল হোসেনের সঙ্গে আলাপ করলে সে জহিরুল, আনিস ও হৃদয় নামে তিন জন পাচার ও জিম্মি হওয়া লোকের মুক্তিপণ বাবদ ১৮ লাখ টাকা নিতে ১৫ এপ্রিল শনিবার সকাল সাড়ে ১১টায় আবুল কালামের কর্মস্থল মানিকপুর বাজারের মা সাইন প্রিন্টিং প্রেস এর দোকানে আসে। পরে কৌশলে জনগন তাকে আাটক করে পুলিশে সোপর্দ করে।
আটককৃত পাচারকারী চক্রের সদস্য আবুল হোসেনকে জিজ্ঞাসাবাদে এলাকার আরো ১৫/১৬ জন পাচারকারী চক্র সদস্যের নাম প্রকাশিত হয়েছে। এ ব্যাপারে আবুল কালাম আজাদ বাদী হয়ে আবুল হোসেন সহ ৫ জনের নাম উল্লেখ করে এবং ১৫/১৬ জনকে অজ্ঞাতনামা আসামী করে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেছেন। এলাকার আরো ১৫/২০ যুবক ইতিমধ্যে নিখোঁজ রয়েছে বলে ভুক্তভোগিদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা আড়াইহাজার থানার এস আই নূর এ আলম জানান, অভিযুক্ত বাকী আসামীদেরকে গ্রেফতারে পুলিশ আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। #

নার্সারীতে সফলতা পেয়ে নার্সারী নুরুল ইসলাম সাত বার অর্জন করেছেন জেলা প্রশাসনের সম্মাননা পদক

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!
error: Content is protected !!