নারায়ণগঞ্জ  সোমবার | ২০শে মে, ২০২৪ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ গ্রীষ্মকাল | ১১ই জিলকদ, ১৪৪৫

শিরোনাম
  |   রূপগঞ্জে  নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন  চেয়ারম্যান প্রার্থী হাবিব   |   মিথ্যা সংবাদের প্রতিবাদে নাসিক প্যানেল মেয়র বাবুর সংবাদ সম্মেলন   |   রূপগঞ্জে হত্যাসহ ১৮ মামলার আসামির তান্ডবে অতিষ্ঠ এলাকাবাসী   |   বন্দরে জাপা নেতা সুমন প্রধানের বিরোদ্ধে জমি দখলের অভিযোগ   |   জমিদারতন্ত্র কায়েম করতে আ’লীগ আমি-ডামির নির্বাচন করেছে – জোনায়েদ সাকি   |   বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৮ম কমিটি গঠন   |   ফিলিস্তিনের মুক্তির লড়াইয়ে সংহতি জানিয়ে ছাত্র ফেডারেশন উদ্বোধন   |   বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৮ম সম্মেলন ১৭ মে   |   ১৭ মে এন পি সি’র যুগপূর্তিতে আলোকচিত্রের ক্রমবিকাশ নিয়ে আলোচনা   |   উপজেলা পরিষদ নির্বাচনআদালতকে হয়রানী করায় সেলিম প্রধানকে জরিমানা   |   বাবুরাইল খেলার মাঠ দখলে তদন্ত করে ব্যাবস্থাগ্রহনের নির্দেশ দিলেন পুলিশ সুপার   |   ১৭ মে গুলশান সিনেপ্লেক্সে মুক্তি পাবে পটু সিনেমা | সারা ফেলার প্রত্যাশা   |   প্রতারকদের কাছ থেকে বাবুরাইল খেলার মাঠের জমি যারা কিনছেন, ভুল করেছেন   |   পাগলায় ট্রেনে কাটা পড়ে বন্দরের টেলু’র মৃত্যু   |   বন্দরে ৪টি স্কুলের শিক্ষার মান নিয়ে নানা প্রশ্ন   |   রূপগঞ্জে নকল মশার কয়েলে সয়লাব | স্বাস্থ্য ঝুঁকিতে জনজীবন   |   গিয়াস উদ্দিনের জামিন না-মঞ্জুরে ফতুল্লা থানা বিএনপির তীব্র নিন্দা   |   করোনার রিপোর্ট করায় চীনা সাংবাদিক ৪ বছর জেল খেটে মুক্তি পাচ্ছেন   |   নারী কাউন্সিলরকে মারধরের অবিযোগে  কাউন্সিলর সামসুজ্জোহা বরখাস্ত    |   ভেজালবিরোধী অভিযানে চার প্রতিষ্ঠানকে ৩২ হাজার ৫শ টাকা জরিমানা
 প্রচ্ছদ   জেলার খবর   ইউপি সদস্যের অফিসে হামলা |  ইউপি সদস্যসহ  ৫ জনকে কুপিয়ে জখম 
 174
ইউপি সদস্যের অফিসে হামলা |  ইউপি সদস্যসহ  ৫ জনকে কুপিয়ে জখম 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৪ মার্চ, ২০২৩
নিজাম উদ্দিন আহমেদ – রূপগঞ্জ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ধারালো অস্ত্র নিয়ে এক সাবেক ইউপি সদস্যর অফিসে হামলা চালিয়েছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। এসময় মহিলাসহ একই পরিবারের ৫ জন কুপিয়ে গুরুতর জখম করা হয়।  এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। শুক্রবার (০৩ মার্চ) রাত সাড়ে ১০ টায় উপজেলার ভুলতা ইউনিয়নের মুইরাব এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ভুলতা ইউনিয়ন সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম ভুইয়া, ও তার বড় ভাই মুকবুল হোসেন, বোন পারভীন বেগম, বোন পারভীন বেগমের ছেলে কালাম, প্রতিবেশি বাদল মিয়া।
এ ঘটনায় আহত ইউপি সদস্য সাইফুল ইসলাম ভুইয়ার ভাতিজা মুরাদ হোসেন ভুইয়া রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
মুরাদ হোসেন ভুইয়া জানান, তার চাচা সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম ভুইয়ার সাথে ১৬ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল একই এলাকার শামীম ওসমান রাজুর সাথে। এরই জের শামীম ওসমান রাজুর নেতৃত্বে রামদা, চাপাতি সহ ধারালো নিয়ে  কিশোর গ্যাংয়ের সদস্য মেহেদী, বায়েজিদ, ওমর ফারুক, রবিউল, আ: রব, শান্ত, নাইমুর, পানা উল্ল্যা,আলাউদ্দিন, বাবু, ফাহিম, শুভ, নাদিম, নাহিদ, কাওসার, মাছুম, রানা, সোহাগ, দিপু, রাসেল, আম্বর আলীসহ অজ্ঞাত আরো ১০/১৫ জনের একদল তার চাচার বাড়ির সামনের অফিসে অতর্কিত হামলা চালায় ।
 এসময় তারা তার চাচা সাইফুল ইসলামকে কুপাতে থাকে। তার বড় চাচা মুকবুল হোসেন এগিয়ে আসলে তাকেও কুপিয়ে গুরুতর জখম করে । তাদের চিৎকারে তার ফুফু পারভীন বেগম এগিয়ে আসলে তাকেও কুপিয়ে গুরুতর জখম করে।  হামলাকারীরা তার ফুফাতো ভাই কালাম এগিয়ে আসলে তাকেও কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাদের চিৎকারে পার্শ্ববর্তী বাদল মিয়া এগিয়ে আসলে তাকেও কুপিয়ে গুরুতর জখম করে। এসময় তাদের আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে দায়িত্বরত চিকিৎসকরা তাদেরকে উন্নত চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। এদের মধ্যে আবুল কালামকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।
তবে, এ ব্যাপারে শামীম ওসমান রাজুসহ অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করে হলে তারা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এ ধরণের ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। #

নার্সারীতে সফলতা পেয়ে নার্সারী নুরুল ইসলাম সাত বার অর্জন করেছেন জেলা প্রশাসনের সম্মাননা পদক

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...