নারায়ণগঞ্জ  সোমবার | ২০শে মে, ২০২৪ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ গ্রীষ্মকাল | ১১ই জিলকদ, ১৪৪৫

শিরোনাম
  |   রূপগঞ্জে  নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন  চেয়ারম্যান প্রার্থী হাবিব   |   মিথ্যা সংবাদের প্রতিবাদে নাসিক প্যানেল মেয়র বাবুর সংবাদ সম্মেলন   |   রূপগঞ্জে হত্যাসহ ১৮ মামলার আসামির তান্ডবে অতিষ্ঠ এলাকাবাসী   |   বন্দরে জাপা নেতা সুমন প্রধানের বিরোদ্ধে জমি দখলের অভিযোগ   |   জমিদারতন্ত্র কায়েম করতে আ’লীগ আমি-ডামির নির্বাচন করেছে – জোনায়েদ সাকি   |   বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৮ম কমিটি গঠন   |   ফিলিস্তিনের মুক্তির লড়াইয়ে সংহতি জানিয়ে ছাত্র ফেডারেশন উদ্বোধন   |   বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৮ম সম্মেলন ১৭ মে   |   ১৭ মে এন পি সি’র যুগপূর্তিতে আলোকচিত্রের ক্রমবিকাশ নিয়ে আলোচনা   |   উপজেলা পরিষদ নির্বাচনআদালতকে হয়রানী করায় সেলিম প্রধানকে জরিমানা   |   বাবুরাইল খেলার মাঠ দখলে তদন্ত করে ব্যাবস্থাগ্রহনের নির্দেশ দিলেন পুলিশ সুপার   |   ১৭ মে গুলশান সিনেপ্লেক্সে মুক্তি পাবে পটু সিনেমা | সারা ফেলার প্রত্যাশা   |   প্রতারকদের কাছ থেকে বাবুরাইল খেলার মাঠের জমি যারা কিনছেন, ভুল করেছেন   |   পাগলায় ট্রেনে কাটা পড়ে বন্দরের টেলু’র মৃত্যু   |   বন্দরে ৪টি স্কুলের শিক্ষার মান নিয়ে নানা প্রশ্ন   |   রূপগঞ্জে নকল মশার কয়েলে সয়লাব | স্বাস্থ্য ঝুঁকিতে জনজীবন   |   গিয়াস উদ্দিনের জামিন না-মঞ্জুরে ফতুল্লা থানা বিএনপির তীব্র নিন্দা   |   করোনার রিপোর্ট করায় চীনা সাংবাদিক ৪ বছর জেল খেটে মুক্তি পাচ্ছেন   |   নারী কাউন্সিলরকে মারধরের অবিযোগে  কাউন্সিলর সামসুজ্জোহা বরখাস্ত    |   ভেজালবিরোধী অভিযানে চার প্রতিষ্ঠানকে ৩২ হাজার ৫শ টাকা জরিমানা
 প্রচ্ছদ   জেলার খবর   ফতুল্লার সবুজ-শান্তা দম্পতি আত্মগোপনে নাকি গুম; নেপথ্যে কারা?
 103
ফতুল্লার সবুজ-শান্তা দম্পতি আত্মগোপনে নাকি গুম; নেপথ্যে কারা?
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ ফতুল্লার দক্ষিন শিয়াচরে নিজ জমির উপর বিল্ডিংসহ সকল স্থাপনা বন্ধক রেখে মামুন সরদারের কাছ থেকে ছত্রিশ লাখ পন্চাশ হাজার (৩৬,৫০,০০০) টাকা নিয়ে তা ফেরত না দিয়ে, ঐ জমি স্থানীয় আলী গংদের কাছে বিক্রি করার পর থেকে নিখোঁজ রয়েছে সবুজ-শান্তা দম্পতি। সবুজ- শান্তা দম্পতির হঠাৎ লাপাত্তা হওয়ার ঘটনায় এলাকায় ধুম্রজালের সৃষ্টি হয়েছে। বৃহত্তর তক্কা-শিয়াচরবাসীর মুখে মুখে এখন একটাই প্রশ্ন সবুজ-শান্তা দম্পতি কি নিজেরাই আত্মগোপনে আছে নাকি তাদেরকে কেউ গুম করে রেখেছে!জানা যায়,  সবুজ হার্ডওয়্যার ব্যবসায়ী, ঢাকার ফকিরাপুলে তার হার্ডওয়্যারের দোকান আছে, তিনি ও তার স্ত্রী শান্তা ব্যবসায়ীক কাজে গত ৭ মে নিজ জমিতে ( যা ঢাকা কমার্স ব্যাংকে বন্ধকিকৃত) থাকা স্থাপনা এনআরবিসি ব্যাংকের ৩ টি চেক ও ৬০০ টাকার স্ট্যাম্পের মাধ্যমে বন্ধক রেখে মামুন সরদারের কাছ থেকে এক মাসের জন্য ৩৬ লাখ টাকা ধার নেয়।

 

মামুন সরদারের দায়দেনা পরিশোধ না করে ২৫ মে কমার্স ব্যাংকের দেনা শোধ করে ফকিরাপুল ব্যাংকে বসেই রাতারাতি সবুজের কাছ থেকে জমিটি লিখে নেয় আলী গং। ২৬ মে থেকেই হঠাৎ সবুজের বাড়ীটি স্থানীয় আলী আসলাম (দিন দশেক আগে সড়ক দুর্ঘটনায় নিহত) ও সোহাগ দখল করে এবং আলী তার পরিবার নিয়ে বসবাস শুরু করে ঐবাড়ীতে।

ভুক্তভোগী মামুন সরদার জানায় যে,  স্থানীয় হোসিয়ারী ব্যবসায়ী আলী, সুদ ব্যবসায়ী আসলাম ও সোহাগ জানতো যে সবুজ বাড়ীর স্থাপনা বন্ধক রেখে আমার কাছ থেকে ৩৬ লাখ ৫০ হাজার টাকা নিয়েছে, কিন্তু আমার সাথে কোনোরকম যোগাযোগ বা আলোচনা না করেই সবুজের জমিটি ব্যাংকের দেনা শোধ করে নামমাত্র মুল্যে কিনে জমিতে থাকা বাড়ীঘর ও অন্যান্য স্থাপনা দখল করে আলী গং এবং আমার টাকা পরিশোধ না করার পরামর্শ দিয়ে লুকিয়ে রেখেছে সবুজ-শান্তা দম্পতিকে। আমি, আমার সহকর্মী রাজীব, মাহবুব ২৬ জুন থেকে এপর্যন্ত দক্ষিন শিয়াচরের ঐ বাড়ীতে গিয়ে সবুজ শান্তার খোজ করলে বাড়ীতে থাকা আলী তাদের খোজ জানে না বলে জানিয়ে আমাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। মারধরের হুমকি দেয় এবং সেই প্রভাবশালীদের ভয় দেখায়। হুমকি ধামকির এপর্যায়ে তাদের সাথে যোগ দেয় হোসিয়ারী ব্যবসায়ী মিজান। আলী ও সোহাগের এহেন আচরণে আমার সন্দেহ হয় ওরাই সবুজ শান্তাকে কোথাও লুকিয়ে রেখেছে।
পুরো বিষয়টি অবগত করে মামুন সরদার আলী, আসলাম ও সোহাগের নামোল্লেখ করে ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগ দায়েরের পরপর ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিযুক্তদের থানায় ডাকলে তারা মামুন সরদারের কাছ থেকে সবুজ-শান্তার ৩৬ লাখ ৫০ হাজার টাকা ধার নেয়ার বিষয়টি জানেন বলে জানান। অভিযুক্তরা স্বল্প সময়ের সময়ের মধ্যে সবুজ-শান্তা দম্পতিকে থানায় হাজির করবে বলে আশ্বাস দিলেও কয়েকমাসেও তা পারেনি।
এদিকে গত ১৯ সেপ্টেম্বর সবুজ-শান্তার খোজ জানতে আবারো আলী ও সোহাগকে থানায় ডাকলে সোহাগ পুলিশকে জানিয়েছিলো যে, গত ২৬ মে থেকে ১০ জুন পর্যন্ত আলী সবুজ-শান্তা দম্পতিকে নিজেদের সাথে ঐবাড়ীতে রেখেিেছলো, সবুজ-শান্তা দম্পতির খোজ আলীই জানে।
এলাকাবাসী জানায়, মামুন সরদারের কাছ থেকে সবুজ শান্তা দম্পতি মোটা অংকের টাকা ধার নিয়েছে একথা সকলেই জানে। সব জেনে বুঝেই এই বন্ধকী জায়গাটি কিনেছে আলী গংরা। জমিটি কেনার পর ১৫ দিন সবুজ শান্তাকে ঐ বাড়ীতে রেখেছিলো আলী, ১০ তারিখের পর থেকে ঐ দম্পতিকে আজকে পর্যন্ত আর এলাকায় দেখা যায়নি। হঠাৎ করে গত জুলাই মাসে জমিটি কেনার পরও সেখানে কমার্স ব্যাংকের সাইনবোর্ড লাগায় আলী যা কয়েক দিন পরেই আবার সরিয়ে দেয় তারা।
তাছাড়া জমিটি কেনার পুর্বে প্রায়ই বাড়ীতে ঢুকে সবুজ শান্তাকে মারধর করতো আলী গংরা বলে জানায় এলাকাবাসী।
জেনেশুনে বন্ধকী জায়গা কেনা, রাতারাতি রেজিস্ট্রি করা, হঠাৎ ব্যাংকের সাইনবোর্ড লাগিয়ে আবার সরিয়ে ফেলা, মামুন সরদার ও পুলিশের কাছে অসামঞ্জস্য তথ্য দেয়া সর্বশেষ জমির বিক্রির পরপর কয়েকদিন বাড়ীতে রাখার পর সবুজ শান্তা দম্পতির লাপাত্তা হওয়া- সবই যেন আজব লাগছে। মনে হয় নেপথ্যে যেন কাজ করছে?

নার্সারীতে সফলতা পেয়ে নার্সারী নুরুল ইসলাম সাত বার অর্জন করেছেন জেলা প্রশাসনের সম্মাননা পদক

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...