নারায়ণগঞ্জ  সোমবার | ২০শে মে, ২০২৪ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ গ্রীষ্মকাল | ১১ই জিলকদ, ১৪৪৫

শিরোনাম
  |   রূপগঞ্জে  নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন  চেয়ারম্যান প্রার্থী হাবিব   |   মিথ্যা সংবাদের প্রতিবাদে নাসিক প্যানেল মেয়র বাবুর সংবাদ সম্মেলন   |   রূপগঞ্জে হত্যাসহ ১৮ মামলার আসামির তান্ডবে অতিষ্ঠ এলাকাবাসী   |   বন্দরে জাপা নেতা সুমন প্রধানের বিরোদ্ধে জমি দখলের অভিযোগ   |   জমিদারতন্ত্র কায়েম করতে আ’লীগ আমি-ডামির নির্বাচন করেছে – জোনায়েদ সাকি   |   বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৮ম কমিটি গঠন   |   ফিলিস্তিনের মুক্তির লড়াইয়ে সংহতি জানিয়ে ছাত্র ফেডারেশন উদ্বোধন   |   বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৮ম সম্মেলন ১৭ মে   |   ১৭ মে এন পি সি’র যুগপূর্তিতে আলোকচিত্রের ক্রমবিকাশ নিয়ে আলোচনা   |   উপজেলা পরিষদ নির্বাচনআদালতকে হয়রানী করায় সেলিম প্রধানকে জরিমানা   |   বাবুরাইল খেলার মাঠ দখলে তদন্ত করে ব্যাবস্থাগ্রহনের নির্দেশ দিলেন পুলিশ সুপার   |   ১৭ মে গুলশান সিনেপ্লেক্সে মুক্তি পাবে পটু সিনেমা | সারা ফেলার প্রত্যাশা   |   প্রতারকদের কাছ থেকে বাবুরাইল খেলার মাঠের জমি যারা কিনছেন, ভুল করেছেন   |   পাগলায় ট্রেনে কাটা পড়ে বন্দরের টেলু’র মৃত্যু   |   বন্দরে ৪টি স্কুলের শিক্ষার মান নিয়ে নানা প্রশ্ন   |   রূপগঞ্জে নকল মশার কয়েলে সয়লাব | স্বাস্থ্য ঝুঁকিতে জনজীবন   |   গিয়াস উদ্দিনের জামিন না-মঞ্জুরে ফতুল্লা থানা বিএনপির তীব্র নিন্দা   |   করোনার রিপোর্ট করায় চীনা সাংবাদিক ৪ বছর জেল খেটে মুক্তি পাচ্ছেন   |   নারী কাউন্সিলরকে মারধরের অবিযোগে  কাউন্সিলর সামসুজ্জোহা বরখাস্ত    |   ভেজালবিরোধী অভিযানে চার প্রতিষ্ঠানকে ৩২ হাজার ৫শ টাকা জরিমানা
 প্রচ্ছদ   জেলার খবর   মদনপুরে নতুন গডফাদারের আবির্ভাব | আবারো উত্তপ্ত হচ্ছে বন্দরের উত্তরাঞ্চল
 139
মদনপুরে নতুন গডফাদারের আবির্ভাব | আবারো উত্তপ্ত হচ্ছে বন্দরের উত্তরাঞ্চল
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের এক সময়কার মৃত্যুপুরী খ্যাত বন্দরের উত্তরাঞ্চল আবারো অপরাধীদের অভয়ারন্যে পরিণত হয়ে উঠেছে। প্রশাসনের অদক্ষতার সুযোগে ওই অ লের বিতর্কিত জনপ্রতিনিধিদের নেতৃত্বেই এসব অপকর্ম পরিচালিত হচ্ছে। বিশেষ করে বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত হয়ে উঠৈছে মদনপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার অস্ত্র ও মাদক মামলাসহ একাধিক মামলার আসামী সোহেল ওরফে ক্যাডার সোহেল বাহিনী। সোহেল তার নিজ ওয়ার্ডের আন্দিরপাড় এলাকায় ত্রাসের রাম রাজত্ব কায়েম করে চলেছে। ক্রমান্বয়ে তারা চানপুর,ছোটবাগ,শাহ সাহেব বাড়ী,দেওয়ানবাগসহ গোটা ইউনিয়নের সর্বত্রই আধিপত্য বিস্তার করে চলেছে। প্রাপ্ত তথ্যে জানা যায়,সোহেল মেম্বার মদনপুর ইউনিয়নের আন্দিরপাড় এলাকার আনোয়ার হোসেনের ছেলে। সোহেলেরর বিরুদ্ধে একাধিক হত্যা ও অস্ত্রসহ প্রায় ডজনখানেক মামলা রয়েছে।
যারা মধ্যে মামলা নং ২৪(০১)২১ ১৪৩/ ৩২৩/ ৩২৪/ ৩২৬/ ৩০৭/ ৩৭৯/ ৫০৬,মামলা নং ৪১/৩০৪২০২১ সালের ১০ মার্চ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে,মামলা নং ০৪(০৬)২১ইং ধারা ১৪৩/ ১৪৮/ ৩২৩/ ৩০৭/ ৩৫৪/ ৩৭৯/ ৪৩৬/  ৫০৬,মামলা নং-৭০ ২৭মে ২০১৮ ধারা ১৪৩/ ৩২৩/ ৩২৪/ ৩২৬/ ৩০৭/ ৫০৬,মামলা নং ২৪, ২০২১ সালের ২৬ জানুয়ারী, ১৪৩/ ৩২৩/ ৩০৭/ ৩৫৪/ ৩৭৯/ ৪৩৬/ ৫০৬,ধারা  মামলা নং ২৯ ২২ ফেব্রæয়ারী ২০২৩ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে,মামলা নং ৪২,৩০ আগষ্ট ২০২২ ধারা ১৮৭৮ সালের অস্ত্র আইনে। এছাড়া সোহেলের সঙ্গে যে সকল চেলা চামুন্ডা বিভিন্ন অপকর্মের নেতৃত্ব দিয়ে থাকে তাদের মধ্যে চানপুর এলাকার সামছুল হকের ছেলে নূরনবী ওরফে জামাই নূরনবী, একই এলাকার কালাম ওরফে মুইচ্ছা কালামের ছেলে অপু,দিপু ও মুন্না এবং জামাল উদ্দিনের ছেলে মাইনুদ্দিনের উল্লেখযোগ্য। সোহেলের অপকর্মের সহযোগীদের প্রত্যেকের বিরুদ্ধেই অস্ত্র,খুন,ধর্ষণ,রাহাজানি ও মাদকসহ বন্দর থানায় প্রায় অর্ধডজন করে মামলা রয়েছে। এরা সাধারণতঃ সংঘবদ্ধ হয়েই এসব অপকর্ম করে বেড়ায়। উত্তরা লের এক সময়কার দোর্দন্ড প্রতাপশালী শীর্ষ সন্ত্রাসী সুরত আলী ও কামু বাহিনীর আদলেই এরা এদের বাহিনী গড়ে তুলেছে মদনপুর ইউনিয়নের কেওঢালা থেকে শুরু করে বাসস্ট্যান্ড,জাঙ্গাল,ইস্ট টাউন,কামতাল,মদনপুর (উত্তর) ,মদনপুর (দক্ষিণ) কলাবাড়ী, ছোটবাগ, দেওয়ানবাগ, চাঁনপুর, পূর্ব ফুলহর, লাউসার, নেহালসরদারেরবাগ, পূর্ব কেওঢালা,পশ্চিম কেওঢালা, বাগদোবাড়ীয়া, যাত্রাভিটা, পুকুনিয়াবাড়ী, দোবাড়ীয়া,কাইনলিভীটা গ্রামেও তাদের অবাদ বিচরণ ও অপকর্ম অবধারিত রয়েছে।
চুরি,ছিনতাই,চাঁদাবাজী ও মাদক ব্যবসা ২৪ ঘন্টা ননস্টপ সার্ভিসে চালিয়ে আসছে তারা। তাদের বিশাল সন্ত্রাসী সিন্ডিকেটের ভয়ে কেউ টুশব্দ করার সাহস পায়না। মূলতঃ বাহিনী করে সোহেল নিজেকে গডফাদার হিসেবে আবির্ভূত করে চলেছেন। সোহেলের হুকুম পালণ করতে গিয়েই তার বাহিনীর সদস্যরা গোটা ইউনিয়বাসীর ঘুম হারাম করে দিয়েছে। একটি সূত্র জানায়,সোহেল বাহিনীর সদস্য নামী দামী ব্র্যান্ডে মোটরবাইকে চড়েই চলাফেরা করে। প্রশাসনের স্থানীয় পর্যায়ের কতিপয় অসাধু সদস্যের সঙ্গে এদের গভীর সখ্যতা থাকায় সোহেল বাহিনীর অপকর্ম বিনা বাধায় পরিচালিত হচ্ছে। দীর্ঘ দিন ধরে তাদের কুকর্মের ফলে ইউনিয়নবাসী স্বাভাবিক জীবন যাপানে চরমভাবে বাধাগ্রস্থ হচ্ছে। ভয়ংকর সোহেল বাহিনীর ভয়াল পরিস্থিতি হতে পরিত্রাণ পেতে ভুক্তভোগী ইউনিয়নবাসী প্রশাসনের উর্দ্ধতন মহলসহ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব এর আশু হস্তক্ষেপ কামনা করছে। একই সাথে তারা উল্লেভিত সন্ত্রাসীদের ব্যবহৃত সকল অবৈধ অস্ত্র-সস্ত্র উদ্ধারের অনুরোধ জানিয়েছেন। #

নার্সারীতে সফলতা পেয়ে নার্সারী নুরুল ইসলাম সাত বার অর্জন করেছেন জেলা প্রশাসনের সম্মাননা পদক

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...