নারায়ণগঞ্জ  সোমবার | ২০শে মে, ২০২৪ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ গ্রীষ্মকাল | ১১ই জিলকদ, ১৪৪৫

শিরোনাম
  |   রূপগঞ্জে  নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন  চেয়ারম্যান প্রার্থী হাবিব   |   মিথ্যা সংবাদের প্রতিবাদে নাসিক প্যানেল মেয়র বাবুর সংবাদ সম্মেলন   |   রূপগঞ্জে হত্যাসহ ১৮ মামলার আসামির তান্ডবে অতিষ্ঠ এলাকাবাসী   |   বন্দরে জাপা নেতা সুমন প্রধানের বিরোদ্ধে জমি দখলের অভিযোগ   |   জমিদারতন্ত্র কায়েম করতে আ’লীগ আমি-ডামির নির্বাচন করেছে – জোনায়েদ সাকি   |   বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৮ম কমিটি গঠন   |   ফিলিস্তিনের মুক্তির লড়াইয়ে সংহতি জানিয়ে ছাত্র ফেডারেশন উদ্বোধন   |   বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৮ম সম্মেলন ১৭ মে   |   ১৭ মে এন পি সি’র যুগপূর্তিতে আলোকচিত্রের ক্রমবিকাশ নিয়ে আলোচনা   |   উপজেলা পরিষদ নির্বাচনআদালতকে হয়রানী করায় সেলিম প্রধানকে জরিমানা   |   বাবুরাইল খেলার মাঠ দখলে তদন্ত করে ব্যাবস্থাগ্রহনের নির্দেশ দিলেন পুলিশ সুপার   |   ১৭ মে গুলশান সিনেপ্লেক্সে মুক্তি পাবে পটু সিনেমা | সারা ফেলার প্রত্যাশা   |   প্রতারকদের কাছ থেকে বাবুরাইল খেলার মাঠের জমি যারা কিনছেন, ভুল করেছেন   |   পাগলায় ট্রেনে কাটা পড়ে বন্দরের টেলু’র মৃত্যু   |   বন্দরে ৪টি স্কুলের শিক্ষার মান নিয়ে নানা প্রশ্ন   |   রূপগঞ্জে নকল মশার কয়েলে সয়লাব | স্বাস্থ্য ঝুঁকিতে জনজীবন   |   গিয়াস উদ্দিনের জামিন না-মঞ্জুরে ফতুল্লা থানা বিএনপির তীব্র নিন্দা   |   করোনার রিপোর্ট করায় চীনা সাংবাদিক ৪ বছর জেল খেটে মুক্তি পাচ্ছেন   |   নারী কাউন্সিলরকে মারধরের অবিযোগে  কাউন্সিলর সামসুজ্জোহা বরখাস্ত    |   ভেজালবিরোধী অভিযানে চার প্রতিষ্ঠানকে ৩২ হাজার ৫শ টাকা জরিমানা
 প্রচ্ছদ   জেলার খবর   লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদের বিশাল অংশ দখল করছে প্রভাবশালীরা
 86
লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদের বিশাল অংশ দখল করছে প্রভাবশালীরা
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
বন্দর প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জ বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের ৩নং ওয়ার্ডে লাঙ্গলবন্দ ব্রিজের কাছে প্রভাবশালী একটি সিন্ডিকেট ব্রহ্মপুত্র নদের তীরবর্তী এলাকায় বালু ভরাট করে নদের ও সরকারী খাস জায়গা অবৈধভাবে দখল করছে বলে অভিযোগ উঠেছে। একটি শিল্পপ্রতিষ্ঠানের পক্ষে ব্রক্ষপুত্র নদের বিশাল একটি অংশ বালু ভরাট করে দখলে নেওয়ার কর্মযজ্ঞ প্রকাশ্যে চালানো হলেও প্রশাসন নির্বিকার বলে অনেকেই মন্তব্য করেন।
এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের সাবেক কর্মকতা সাইফুল ইসলামের নেতৃত্বে লাঙ্গলবন্দ এলাকায় নদের তীরঘেঁষে নদের ও সরকারী খাস জায়গায় অবৈধ ভাবে বালু ভরাটের কাজ পরিচালনা করছে একটি বিশাল সিন্ডিকেট। গত এক সপ্তাহ ধরে অবৈধভাবে এ বালু ভরাট করে ব্রহ্মপুত্র নদের বিশাল একটি অংশ দখল করা হলেও প্রভাবশালী এ সিন্ডিকেটের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়নি। প্রতিদিন অর্ধশত সন্ত্রাসী নিয়ে লাঠিসোটা ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মহড়া দিয়ে চালানো হচ্ছে নদী দখলের কাজ । সংশ্লিষ্ঠ সূত্রে জানা যায়, উপজেলার ধামগড় ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে লাঙ্গলবন্দ ব্রিজের সন্নিকটে প্রশাসনের সাবেক কর্মকর্তা সাইফুল ইসলাম নদ দখল করে এ বালু ভরাট করছে। দিনেরাতে সন্ত্রাসীবাহিনী নিয়ে মহড়া দিয়ে উপজেলা প্রশাসনের নির্দেশনা তোয়াক্কা না করে এ বালু ভরাটের কাজ চালিয়ে যাচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ।
নাম প্রকাশে অনিচ্ছুক লাঙ্গলবন্দ এলাকার একাধিক ব্যক্তি জানান, একটি সিন্ডিকেটের সদস্যরা লাঙ্গলবন্দ এলাকায় বিভিন্ন কোম্পানির পক্ষে সরকারি খাস জমি ও নদের জমি দখল করে দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস করে না প্রতিবাদ করলেই নেমে আসে নির্মম অত্যাচার।
বালু ভরাটের দায়িত্বরত পাম্পের ম্যানেজার শাহীনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি তো কম্পানির ম্যানাজার আমাদের ল্যান্ড ম্যানাজার আছে আপনি ওনার সাথে কথা বলেন।
জানতে চেয়ে ল্যান্ড ম্যানাজার আসাদুলের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি ৪/৫ দিন হয়েছে কাজে জয়েন করছি, আমার চেয়ে ভাল আমাদের সিনিয়র ম্যানাজার আব্দুল ওহাব স্যার ওনি ভাল বলতে পারবেন বলে ফোন ধরিয়ে দেন। তিনি জানান এই জায়গা আমাদের ক্রয়কৃত সম্পত্তি, দলিল, পর্চা সবই আছে। আপনি সময় করে একদিন আইসেন সব কিছু দেখিয়ে দিবো এবং চা খেয়ে যাবেন। এ ব্যাপারে ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি এই বিষয়ে অবগত নই।
অভিযুক্ত সাইফুল ইসলাম জানান, এটি আমার নিজের জায়গা, রাস্তার কিভাবে আপনি বুঝেন না। আমি আমার জায়গা ভরাট করছি, নদের জায়গা না। এ বিষয় জানতে চেয়ে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা বি.এম কুদরত-এ খুদা’র মুঠোফোনে একাধিকবার কল করলেও ফোন রিসিপ করেন না। #

নার্সারীতে সফলতা পেয়ে নার্সারী নুরুল ইসলাম সাত বার অর্জন করেছেন জেলা প্রশাসনের সম্মাননা পদক

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...