নারায়ণগঞ্জ  সোমবার | ২০শে মে, ২০২৪ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ গ্রীষ্মকাল | ১১ই জিলকদ, ১৪৪৫

শিরোনাম
  |   রূপগঞ্জে  নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন  চেয়ারম্যান প্রার্থী হাবিব   |   মিথ্যা সংবাদের প্রতিবাদে নাসিক প্যানেল মেয়র বাবুর সংবাদ সম্মেলন   |   রূপগঞ্জে হত্যাসহ ১৮ মামলার আসামির তান্ডবে অতিষ্ঠ এলাকাবাসী   |   বন্দরে জাপা নেতা সুমন প্রধানের বিরোদ্ধে জমি দখলের অভিযোগ   |   জমিদারতন্ত্র কায়েম করতে আ’লীগ আমি-ডামির নির্বাচন করেছে – জোনায়েদ সাকি   |   বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৮ম কমিটি গঠন   |   ফিলিস্তিনের মুক্তির লড়াইয়ে সংহতি জানিয়ে ছাত্র ফেডারেশন উদ্বোধন   |   বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৮ম সম্মেলন ১৭ মে   |   ১৭ মে এন পি সি’র যুগপূর্তিতে আলোকচিত্রের ক্রমবিকাশ নিয়ে আলোচনা   |   উপজেলা পরিষদ নির্বাচনআদালতকে হয়রানী করায় সেলিম প্রধানকে জরিমানা   |   বাবুরাইল খেলার মাঠ দখলে তদন্ত করে ব্যাবস্থাগ্রহনের নির্দেশ দিলেন পুলিশ সুপার   |   ১৭ মে গুলশান সিনেপ্লেক্সে মুক্তি পাবে পটু সিনেমা | সারা ফেলার প্রত্যাশা   |   প্রতারকদের কাছ থেকে বাবুরাইল খেলার মাঠের জমি যারা কিনছেন, ভুল করেছেন   |   পাগলায় ট্রেনে কাটা পড়ে বন্দরের টেলু’র মৃত্যু   |   বন্দরে ৪টি স্কুলের শিক্ষার মান নিয়ে নানা প্রশ্ন   |   রূপগঞ্জে নকল মশার কয়েলে সয়লাব | স্বাস্থ্য ঝুঁকিতে জনজীবন   |   গিয়াস উদ্দিনের জামিন না-মঞ্জুরে ফতুল্লা থানা বিএনপির তীব্র নিন্দা   |   করোনার রিপোর্ট করায় চীনা সাংবাদিক ৪ বছর জেল খেটে মুক্তি পাচ্ছেন   |   নারী কাউন্সিলরকে মারধরের অবিযোগে  কাউন্সিলর সামসুজ্জোহা বরখাস্ত    |   ভেজালবিরোধী অভিযানে চার প্রতিষ্ঠানকে ৩২ হাজার ৫শ টাকা জরিমানা
 প্রচ্ছদ   বিশেষ সংবাদ   কৃষিজমি সুরক্ষা আইন অমান্য করে অবৈধ ড্রেজারে হুমকির মুখে ফসলি জমি 
 82
কৃষিজমি সুরক্ষা আইন অমান্য করে অবৈধ ড্রেজারে হুমকির মুখে ফসলি জমি 
  বিশেষ সংবাদ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ বন্দর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো: বাচ্চু মিয়ার ছেলে শাওনের বিরুদ্ধে কৃষিজমি সুরক্ষা আইনের তোয়াক্কা না করে অবৈধ ড্রেজার দিয়ে ফসলি জমি নষ্ট করার অভিযোগ উঠেছে। এতে একদিকে যেমন ফসলি জমির পরিমাণ হ্রাস পাচ্ছে, অন্যদিকে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়েছে। বালুখেকোরা সরকারি দলের ছত্রচ্ছায়ায় থাকায় কেউ তাদের এই অপকর্মে বাধা দিতে সাহস পাচ্ছে না। ভুক্তভোগীরা এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট বিভাগের জরুরি হস্থক্ষেপ কামনা করেছেন।
ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, জমি থেকে গভীরভাবে খনন করে মাটি বিক্রি করে সেখানে বালু দিয়ে ভরাট করা হলে সেই বালু আসপাসের ফসলি জমিতে গিয়ে সেখানে ফসল অবাদে ব্যগাত ঘটাচ্ছে। এছাড়াও কৃষকরা সব সময় আতঙ্কে থাকেন কখন কার জমি ভেঙে পাশের গর্তে পড়ে।
খোঁজ নিয়ে দেখা যায়, প্রভাবশালী ব্যবসায়ীরা উপজেলার ফেরাজিকান্দা এলাকার একাধিক স্থানে ভেকু দিয়ে মাটি কেটে তা ড্রেজার দিয়ে বালু ভরাট করছে। শুধু তাই নয়, মাটি কেটে ট্রাকে ও ট্রলারে করে ইটভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রি করছেন।
বালু ব্যবসায়ী ড্রেজার মালিকদের তালিকা করে উপজেলা প্রশাসনের কাছে জমা দিলেও কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ। জমি থেকে ভেকু মেশিন দিয়ে পুকুর খনন করলেও কৃষি কর্মকর্তার নজরদারি নেই।
সরেজমিনে দেখা গেছে, কৃষি জমি গভীরভাবে খনন করে বিক্রি করা হচ্ছে মাটি এবং বালু দিয়ে তা আবার ভরাট করা হচ্ছে। ড্রেজার দিয়ে বালু ভরাট করার সময় আসপাসের ফসলি জমিতে সেই বালু গিয়ে তা ফসল আবাদের অযো¹ হয়ে পরছে। এ কাজে জড়িত রয়েছেন বন্দর উপজেলা জাতিয় পাটির সভাপতি মো: বাচ্চু মিয়ার ছেলে শাওন, রানা ও খোকন ।
তারা বলেন, ব্যক্তিমালিকানার জমি থেকে এ মাটি কাটা হচ্ছে এবং ভরাট করা হচ্ছে।
দড়ি সোনাকান্দা এলাকার ভুক্তভোগী বল্লা মিয়া, এমতাজ মিয়া, আজিমুল্লাহসহ একাধিক কৃষক বলেন, ভেকু মেশিন দিয়ে ফসলি জমির মাটি কেটে ট্রাক দিয়ে নিয়ে যাচ্ছে স্থানীয় শাওন গং। এ বিষয়ে অভিযোগ করলে প্রশাসনের লোকজন হাতেনাতে সরঞ্জামসহ আটক করলেও অদৃশ্য ক্ষমতাবলে ছাড়া পেয়ে আবারও শুরু করেছে অবৈধ ব্যবসা।
উপজেলা নির্বাহী অফিসার এ বি এম কুদরত এ খোদা বলেন, এখানে অভিযান চালিয়ে মাটি কাটা বন্ধ করে দেওয়া হয়েছিলো। তারা আবার কাজ দরেছে আমার জানা নেই আমি দেখে ব্যবস্থা নেব।#

নার্সারীতে সফলতা পেয়ে নার্সারী নুরুল ইসলাম সাত বার অর্জন করেছেন জেলা প্রশাসনের সম্মাননা পদক

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...