নারায়ণগঞ্জ  সোমবার | ২০শে মে, ২০২৪ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ গ্রীষ্মকাল | ১১ই জিলকদ, ১৪৪৫

শিরোনাম
  |   রূপগঞ্জে  নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন  চেয়ারম্যান প্রার্থী হাবিব   |   মিথ্যা সংবাদের প্রতিবাদে নাসিক প্যানেল মেয়র বাবুর সংবাদ সম্মেলন   |   রূপগঞ্জে হত্যাসহ ১৮ মামলার আসামির তান্ডবে অতিষ্ঠ এলাকাবাসী   |   বন্দরে জাপা নেতা সুমন প্রধানের বিরোদ্ধে জমি দখলের অভিযোগ   |   জমিদারতন্ত্র কায়েম করতে আ’লীগ আমি-ডামির নির্বাচন করেছে – জোনায়েদ সাকি   |   বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৮ম কমিটি গঠন   |   ফিলিস্তিনের মুক্তির লড়াইয়ে সংহতি জানিয়ে ছাত্র ফেডারেশন উদ্বোধন   |   বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৮ম সম্মেলন ১৭ মে   |   ১৭ মে এন পি সি’র যুগপূর্তিতে আলোকচিত্রের ক্রমবিকাশ নিয়ে আলোচনা   |   উপজেলা পরিষদ নির্বাচনআদালতকে হয়রানী করায় সেলিম প্রধানকে জরিমানা   |   বাবুরাইল খেলার মাঠ দখলে তদন্ত করে ব্যাবস্থাগ্রহনের নির্দেশ দিলেন পুলিশ সুপার   |   ১৭ মে গুলশান সিনেপ্লেক্সে মুক্তি পাবে পটু সিনেমা | সারা ফেলার প্রত্যাশা   |   প্রতারকদের কাছ থেকে বাবুরাইল খেলার মাঠের জমি যারা কিনছেন, ভুল করেছেন   |   পাগলায় ট্রেনে কাটা পড়ে বন্দরের টেলু’র মৃত্যু   |   বন্দরে ৪টি স্কুলের শিক্ষার মান নিয়ে নানা প্রশ্ন   |   রূপগঞ্জে নকল মশার কয়েলে সয়লাব | স্বাস্থ্য ঝুঁকিতে জনজীবন   |   গিয়াস উদ্দিনের জামিন না-মঞ্জুরে ফতুল্লা থানা বিএনপির তীব্র নিন্দা   |   করোনার রিপোর্ট করায় চীনা সাংবাদিক ৪ বছর জেল খেটে মুক্তি পাচ্ছেন   |   নারী কাউন্সিলরকে মারধরের অবিযোগে  কাউন্সিলর সামসুজ্জোহা বরখাস্ত    |   ভেজালবিরোধী অভিযানে চার প্রতিষ্ঠানকে ৩২ হাজার ৫শ টাকা জরিমানা
 প্রচ্ছদ   বিশেষ সংবাদ   জমি দখলের ঘটনা বাড়ছে | সুবিচারের আশায় ভূক্তভোগীরা আদালতে শরাপন্ন
 31
জমি দখলের ঘটনা বাড়ছে | সুবিচারের আশায় ভূক্তভোগীরা আদালতে শরাপন্ন
  বিশেষ সংবাদ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩

বন্দর প্রতিবেদকঃ বন্দরে  জমি দখলের ঘটনা ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। জমি দখল নিয়ে বন্দরে বিভিন্ন স্থানে মারামারি ঘটনা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। স্থানীয় পঞ্চায়েতের কাছে বিচার না পেয়ে সুবিচারের আশায় ভ’ক্তভোগীরা থানা বা আদালতের শরাপন্ন হতে দেখা যাচ্ছে। ভূমিদৎসুতার কারনে বন্দরে আইন শৃঙ্খলা চরম অবনতি ঘটছে। প্রতি নিয়ত জায়গা জমি নিয়ে  মারামারি ও হানাহানির মত ঘটনা ঘটছে। এর ধারাবাহিকতায় গত (২৮ অক্টোবর) বন্দর স্বল্পের চর হালে ছোট বারইখালী মৌজাস্থিত আমেনা ইসরাত মনোয়ার ওরফে ছন্দা বেগমের পৈত্রিক সম্পত্তী   দখল করার উদ্দেশ্যে সাইবোর্ড লাগানোর চেষ্টার অভিযোগ উঠেছে ভূমিদৎসু দীন ইসলাম ও রিয়াজ উদ্দিন আহাম্মেদগং এর বিরুদ্ধে।

এ ঘটনায় ভ’ক্তভোগী আমেনা ইসরাত মনোয়ার ওরফে ছন্দা বেগমের পক্ষে কাজিম আহাম্মেদ বাদী হয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ৯২৯/২৩ নং পিটিশন মামলা দায়ের করেন। জানাগেছে, বন্দর থানার নবীগঞ্জস্থ কদম রসুল এলাকার কাজী তাইজদ্দিন আহম্মদ মিয়ার মেয়ে আমেনা ইসরাত মনোয়ার ওরফে ছন্দা ওয়ারিশ সূত্রে মালিক হইয়া ভোগ দখল থাকা অবস্থায় শারীরিক ভাবে অসুস্থ্য ও চলাফেরা অক্ষম হওয়ায় তার সমস্ত স্তাবর ও অস্থাবর সম্পত্তি দেখাশনা ও রক্ষনাবেক্ষনের জন্য গত ৮-৩-২০২০ইং তারিখে বিজ্ঞ নোটারী পাবলিকের মাধ্যমে আম মোক্তার নিয়োগ করে।  আমেনা ইসরাত আম মোক্তার নিয়োগ করার পর হইতে তাহার সমস্ত স্থাবর সম্পত্তি ভাল ভাবে দেখাশনা করিতেছিল।

আমেনা ইসরাতের ভাই বোনরা নালিশা তফছিল বির্ণিত ভূমির মালিক দখলকার হয়েছে। আমেনা ইশরাত ঢাকায় বসবাস করেন এবং তার অন্যান্য ওয়ারিশগনরা দেশ বিদেশে থাকেন। নালিশা ভুমিতে ১ম পক্ষ মাছ চাষসহ মৌসুমী ফসলাদী সৃজন ও অর্জনে ভোগ দখল করে আসছে। গত ২৮ অক্টোবর ভূমিদৎসু  বন্দর থানার এইচ এম সেন রোড এলাকার সাহাবুদ্দিন মিয়ার ছেলে দীন ইসলাম ১৭২নং উইলসন রোড এলাকার শরিফ হাসান চিস্তি বন্দর কুমারপাড়া এলাকার জহির উদ্দিন আহম্মদ এর ছেলে রিয়াজ উদ্দিন আহাম্মেদ ও বন্দর জামাইপাড়া এলাকার সাহাবুদ্দিন মিয়ার ছেলে তাজুল ইসলামসহ অজ্ঞাতনামা উল্লেখিত তফসিলভ’ক্ত সম্পত্তীতে অনাধিকার ভাবে প্রবেশ করে বাশ দিয়ে সাইর্বোড লাগানোর চেষ্টায় চালায়। #

নার্সারীতে সফলতা পেয়ে নার্সারী নুরুল ইসলাম সাত বার অর্জন করেছেন জেলা প্রশাসনের সম্মাননা পদক

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...