নারায়ণগঞ্জ  সোমবার | ২০শে মে, ২০২৪ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ গ্রীষ্মকাল | ১১ই জিলকদ, ১৪৪৫

শিরোনাম
  |   রূপগঞ্জে  নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন  চেয়ারম্যান প্রার্থী হাবিব   |   মিথ্যা সংবাদের প্রতিবাদে নাসিক প্যানেল মেয়র বাবুর সংবাদ সম্মেলন   |   রূপগঞ্জে হত্যাসহ ১৮ মামলার আসামির তান্ডবে অতিষ্ঠ এলাকাবাসী   |   বন্দরে জাপা নেতা সুমন প্রধানের বিরোদ্ধে জমি দখলের অভিযোগ   |   জমিদারতন্ত্র কায়েম করতে আ’লীগ আমি-ডামির নির্বাচন করেছে – জোনায়েদ সাকি   |   বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৮ম কমিটি গঠন   |   ফিলিস্তিনের মুক্তির লড়াইয়ে সংহতি জানিয়ে ছাত্র ফেডারেশন উদ্বোধন   |   বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৮ম সম্মেলন ১৭ মে   |   ১৭ মে এন পি সি’র যুগপূর্তিতে আলোকচিত্রের ক্রমবিকাশ নিয়ে আলোচনা   |   উপজেলা পরিষদ নির্বাচনআদালতকে হয়রানী করায় সেলিম প্রধানকে জরিমানা   |   বাবুরাইল খেলার মাঠ দখলে তদন্ত করে ব্যাবস্থাগ্রহনের নির্দেশ দিলেন পুলিশ সুপার   |   ১৭ মে গুলশান সিনেপ্লেক্সে মুক্তি পাবে পটু সিনেমা | সারা ফেলার প্রত্যাশা   |   প্রতারকদের কাছ থেকে বাবুরাইল খেলার মাঠের জমি যারা কিনছেন, ভুল করেছেন   |   পাগলায় ট্রেনে কাটা পড়ে বন্দরের টেলু’র মৃত্যু   |   বন্দরে ৪টি স্কুলের শিক্ষার মান নিয়ে নানা প্রশ্ন   |   রূপগঞ্জে নকল মশার কয়েলে সয়লাব | স্বাস্থ্য ঝুঁকিতে জনজীবন   |   গিয়াস উদ্দিনের জামিন না-মঞ্জুরে ফতুল্লা থানা বিএনপির তীব্র নিন্দা   |   করোনার রিপোর্ট করায় চীনা সাংবাদিক ৪ বছর জেল খেটে মুক্তি পাচ্ছেন   |   নারী কাউন্সিলরকে মারধরের অবিযোগে  কাউন্সিলর সামসুজ্জোহা বরখাস্ত    |   ভেজালবিরোধী অভিযানে চার প্রতিষ্ঠানকে ৩২ হাজার ৫শ টাকা জরিমানা
 প্রচ্ছদ   বিশেষ সংবাদ   পরদা নামল বাণিজ্য মেলার | পণ্য বিক্রি ১০০ কোটি ও রপ্তানী আদেশ ৩০০ কোটি টাকার
 70
পরদা নামল বাণিজ্য মেলার | পণ্য বিক্রি ১০০ কোটি ও রপ্তানী আদেশ ৩০০ কোটি টাকার
  বিশেষ সংবাদ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩

নিজাম উদ্দিন আহমেদ – রূপগঞ্জ প্রতিবেদকঃ  ৩১ জানুয়ারী মঙ্গলবার শেষ হয়েছে ঢাকা আন্তরজাতিক বাণিজ্য মেলার ২৭তম আসর। নারায়নগঞ্জের রূপগঞ্জের পূরবাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশীপ এক্সিবিশন সেন্টারে বসেছিল এবারের আসর। মেলার শেষ দিনেও ছিল ক্রেতা দরশনারথীদের উপচে পড়া ভীড়। শেষ মুহুরতে ষ্টল ও প্যাভিলিয়নগুলোতে বিশেষ ছাড় দেয়ায় বেচাকেনাও ছিল জমজমাট। এ দিন বিকালে মেলার সমাপনি অনুষ্ঠানের আয়োজন করে রপ্তানি উন্নয়ন ব্যুরো। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব¯্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। বিশেষ অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনসি ও এফবিসিসিআই এর সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আহমেদ বাবু। সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রনালয়ের জ্যৈষ্ঠ অতিরিক্ত সচিব মোঃ হাফিজুর রহমান। রপ্তানি উন্নয়ন ব্যুরো জানায়, এবারের বাণিজ্য মেলায় বিভিন্ন ক্যাটাগরির মোট ৩৩১ টি প্যাভিলিয়ন, ষ্টল ও রেষ্টুরেন্ট রয়েছে যা গত বছরের তুলনায় শতকরা ৪০% বেশী। মেলায় ভারত, হংকং, তুরস্ক, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কোরিয়া, পাকিস্থান, থাইল্যান্ড ও নেপাল এর মোট ১৭টি প্রতিষ্ঠান অংশ নেয়। বিভিন্ন ধরনের ব¯্র, মেশিনারিজ, কারপেট, কসমেটিক্স এ্যান্ড বিউটি এইডস, ইলেকট্রিক্যাল ্এ্যান্ড ইলেকট্রনিক্স, পাট ও পাটজাত পণ্য, গৃহ সামগ্রী, চামড়া ও জুতাসহ চামড়াজাত পণ্য স্পোরটস গুডস, স্যানিটারিওয়ার, খেলনা, স্টেশনারী, ক্রোকারিজ, প্লাষ্টিক, মেলামাইন পলিমার, হারবাল ও টয়লেট্রিজ, ইমিটেশন জুয়েলারী, প্রক্রিয়াজাত খাদ্য, ফাস্টফুড, হস্তশিল্পজাত পণ্য, হোম ডেকর, ফারনিচার ইত্যাদি পণ্য মেলায় প্রদরশিত হয়েছে। এবারও মেলায় নিরমাণ করা হয় বঙ্গবন্ধু প্যাভিলিয়ন। এ প্যাভিলিয়নের মাধ্যমে বঙ্গবন্ধুর জীবন, স্বাধীনতা সংগ্রাম, উন্নত শিল্প সমৃদ্ধ-সোনার বাংলা বিণিরমাণে তারঁ অবদান ও ভাবনা ইত্যাদিকে সকলের নিকট বিশেষকওে নতুন প্রজন্মেও নিকট তুলে ধরার প্রয়াস নেয়া হয়েছে। প্যাভিলিয়নে বঙ্গবন্ধুর জীবন ও করমভিত্তিক বিভিন্ন আলোকচিত্র প্রদরশন ছাড়াও বঙ্গবন্ধু সম্পরকিত পুস্তকাদি এবং তার জীবন ও করমভিত্তিক ডকুমেন্টারী প্রদরশনের ব্যবস্থা করা হয়েছিল।রপ্তানি উন্নয়ন ব্যুরো আরও জানায়, এবারের বাণিজ্য মেলায় আনুমানিক প্রায় ৩০.৩৮ মিলিয়ন মারকিন ডলার (৩০০ কোটি টাকা) এর রপ্তানি আদেশ পাওয়া গেছে, যা গতবার ছিল ১৬০ কোটি টাকা। এছাড়া মেলায় প্রায় ১০০ কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে, যা গত বার ছিল ৪০ কোটি টাকা।এ ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয়ের রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব ও বাণিজ্য মেলার পরিচালক মোঃ ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, মেলাতে ক্রেতা-দরশনারথীদের উপস্থিতি অনুসারে মেলা আয়োজন সফল হয়েছে। বাণিজ্য মেলার স্থায়ী ভেন্যু হিসাবে এ সেন্টারটি ক্রেতা দরশনারথীপ্রিয় হয়েছে, ব্যবসাও ভাল হয়েছে। আগামিতে এ মেলা আরও আকষনীয় করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় হবে। #

নার্সারীতে সফলতা পেয়ে নার্সারী নুরুল ইসলাম সাত বার অর্জন করেছেন জেলা প্রশাসনের সম্মাননা পদক

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...