নারায়ণগঞ্জ  সোমবার | ২০শে মে, ২০২৪ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ গ্রীষ্মকাল | ১১ই জিলকদ, ১৪৪৫

শিরোনাম
  |   রূপগঞ্জে  নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন  চেয়ারম্যান প্রার্থী হাবিব   |   মিথ্যা সংবাদের প্রতিবাদে নাসিক প্যানেল মেয়র বাবুর সংবাদ সম্মেলন   |   রূপগঞ্জে হত্যাসহ ১৮ মামলার আসামির তান্ডবে অতিষ্ঠ এলাকাবাসী   |   বন্দরে জাপা নেতা সুমন প্রধানের বিরোদ্ধে জমি দখলের অভিযোগ   |   জমিদারতন্ত্র কায়েম করতে আ’লীগ আমি-ডামির নির্বাচন করেছে – জোনায়েদ সাকি   |   বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৮ম কমিটি গঠন   |   ফিলিস্তিনের মুক্তির লড়াইয়ে সংহতি জানিয়ে ছাত্র ফেডারেশন উদ্বোধন   |   বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৮ম সম্মেলন ১৭ মে   |   ১৭ মে এন পি সি’র যুগপূর্তিতে আলোকচিত্রের ক্রমবিকাশ নিয়ে আলোচনা   |   উপজেলা পরিষদ নির্বাচনআদালতকে হয়রানী করায় সেলিম প্রধানকে জরিমানা   |   বাবুরাইল খেলার মাঠ দখলে তদন্ত করে ব্যাবস্থাগ্রহনের নির্দেশ দিলেন পুলিশ সুপার   |   ১৭ মে গুলশান সিনেপ্লেক্সে মুক্তি পাবে পটু সিনেমা | সারা ফেলার প্রত্যাশা   |   প্রতারকদের কাছ থেকে বাবুরাইল খেলার মাঠের জমি যারা কিনছেন, ভুল করেছেন   |   পাগলায় ট্রেনে কাটা পড়ে বন্দরের টেলু’র মৃত্যু   |   বন্দরে ৪টি স্কুলের শিক্ষার মান নিয়ে নানা প্রশ্ন   |   রূপগঞ্জে নকল মশার কয়েলে সয়লাব | স্বাস্থ্য ঝুঁকিতে জনজীবন   |   গিয়াস উদ্দিনের জামিন না-মঞ্জুরে ফতুল্লা থানা বিএনপির তীব্র নিন্দা   |   করোনার রিপোর্ট করায় চীনা সাংবাদিক ৪ বছর জেল খেটে মুক্তি পাচ্ছেন   |   নারী কাউন্সিলরকে মারধরের অবিযোগে  কাউন্সিলর সামসুজ্জোহা বরখাস্ত    |   ভেজালবিরোধী অভিযানে চার প্রতিষ্ঠানকে ৩২ হাজার ৫শ টাকা জরিমানা
 প্রচ্ছদ   বিশেষ সংবাদ   সারা রূপগঞ্জে অবৈধ গ্যাস | গ্যাস নিয়ে বিড়ম্বনায় বাড়িওয়ালা ও ভাড়াটিয়ারা
 72
সারা রূপগঞ্জে অবৈধ গ্যাস | গ্যাস নিয়ে বিড়ম্বনায় বাড়িওয়ালা ও ভাড়াটিয়ারা
  বিশেষ সংবাদ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩
নিজাম উদ্দিন আহমেদ – রূপগঞ্জ প্রতিবেদকঃ রূপগঞ্জে গ্যাস নিয়ে বিপাকে পড়েছে এলাকার বাড়িওয়ালা ও ভাড়াটিয়ারা। গ্যাস উচ্ছেদ করার সাথে সাথে ভাড়াটিয়া চলে যায় যে এলাকায় গ্যাস আছে সেই এলাকায়। ফলে সেই এলাকার বাড়িওয়ারা পড়ে বিপাকে। ওদিকে ভাড়াটিয়ারাও মালছামানা নিয়ে বিপাকে পড়ার অভিযোগ পাওয়া যায় বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের কাছ থেকে। মোটকথা রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে মহা বিপদে ঐ এলাকার বাড়িওয়ালা ও ভাড়াটিয়া। তাই সচেতন মহল মনে করেন অবৈধভাবে সংযোগ একেবারেই উচ্ছেদ করে দেয়াই ভালো।
এলাকাবাসীর অভিযোগ উপজেলাজুড়ে অবৈধ সংযোগ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে নামধারী নেতারা। আর এর সাথে জড়িত রয়েছে তিতাস গ্যাসের কথিত ঠিকাদার ও দালাল চক্র।
খোঁজ নিয়ে জানা যায় সারা রূপগঞ্জ জুড়ে চলছে অবৈধ গ্যাসের ছড়াছড়ি। গাউছিয়া এলাকায় এখনো অনেক অবৈধ সংযোগ রয়েছে। এমনকি ডাইং কারখানা চালানো হচ্ছে এসকল গ্যাস দিয়ে।
সাধারণ মানুষ মনে করেন আবাসিক সকল গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে বোতলজাত করে কম মূল্যে বাজারজাত করলে আমাদের জাতীয় সম্পদ তিতাস গ্যাসের অপচয় রোধ করা সম্ভব হবে।  এতে করে সরকার কোটি কোটি টাকা রাজস্বও পাবে অন্যদিকে মানুষও গ্যাস ব্যবহারে সাচ্ছন্দ্য বোধ করবে।
তারা বলেন একেতো রূপগঞ্জে গ্যাস সংকটের কারণে বন্ধের পথে শিল্প কারখানাগুলো, অন্যদিকে অবৈধ গ্যাস সংযোগের ছড়াছড়ি। জানা যায় বার বার তিতাস অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলেও রাতের আধারে সংযোগ করে নিচ্ছে একটি চক্র। এ ভাবেই কথিত কিছু নামধারি নেতারা রাতারাতি অঢেল সম্পদের মালিকও বনে গেছেন।
সচেতন মহল বলেন এই চক্রটি দেশের মূল্যবান জাতীয় খনিজ সম্পদ প্রাকৃতিক গ্যাস লুট করে প্রতি মাসে সরকারকে বিপুল অংকের রাজস্ব থেকে বঞ্চিত করছে। গত ২০১০ সালের ১৩ জুলাই থেকে আবাসিক গ্যাস সংযোগ বন্ধ করা হলেও তিতাস গ্যাস কোম্পানির কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে সরকার দলীয় নামধারী নেতাদের মাধ্যমে মোটা অংকের নগদ নারায়ণের বিনিময়ে অবৈধ সংযোগ দিয়ে যাচ্ছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায় ২০ হাজার থেকে ৫০ হাজার টাকার বিনিময়ে রাতের আঁধারেই এসব অবৈধ গ্যাস সংযোগ দেয়া হচ্ছে। এতে একদিকে যেমন দেশের মূল্যবান খনিজ সম্পদের অপচয় হচ্ছে, তেমনি সরকারও প্রতিমাসে বিপুল পরিমাণের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। তিতাস গ্যাস কতৃপক্ষ মাঝেমধ্যে অভিযান চালিয়ে এসব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলেও তা আবার গোপনে পুনঃসংযোগ দেওয়া হয়। নিম্নমানের পাইপ দিয়ে এসকল অবৈধ সংযোগ নেয়ায় অধিকাংশ রাইজারের গোড়া দিয়ে ফিস ফিস শব্দে গ্যাস নির্গত হতেও দেখা যাচ্ছে। এতে অনেক  এলাকায় গ্যাস লিকেজ হয়েও অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটছে অহরহ।
এ ব্যাপারে সোনারগাঁও আঞ্চলিক বিপণন বিভাগের প্রকৌশলী সুরুজ আলম ও মেসবাহ উর রহমান বলেন, অবৈধ গ্যাস সংযোগের ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি অবলম্বন করছি। কোনো ছাড় নয়। এলাকায় একটিও অবৈধ গ্যাস সংযোগ থাকবে না। #

নার্সারীতে সফলতা পেয়ে নার্সারী নুরুল ইসলাম সাত বার অর্জন করেছেন জেলা প্রশাসনের সম্মাননা পদক

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...