নারায়ণগঞ্জ  সোমবার | ২০শে মে, ২০২৪ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ গ্রীষ্মকাল | ১১ই জিলকদ, ১৪৪৫

শিরোনাম
  |   রূপগঞ্জে  নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন  চেয়ারম্যান প্রার্থী হাবিব   |   মিথ্যা সংবাদের প্রতিবাদে নাসিক প্যানেল মেয়র বাবুর সংবাদ সম্মেলন   |   রূপগঞ্জে হত্যাসহ ১৮ মামলার আসামির তান্ডবে অতিষ্ঠ এলাকাবাসী   |   বন্দরে জাপা নেতা সুমন প্রধানের বিরোদ্ধে জমি দখলের অভিযোগ   |   জমিদারতন্ত্র কায়েম করতে আ’লীগ আমি-ডামির নির্বাচন করেছে – জোনায়েদ সাকি   |   বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৮ম কমিটি গঠন   |   ফিলিস্তিনের মুক্তির লড়াইয়ে সংহতি জানিয়ে ছাত্র ফেডারেশন উদ্বোধন   |   বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৮ম সম্মেলন ১৭ মে   |   ১৭ মে এন পি সি’র যুগপূর্তিতে আলোকচিত্রের ক্রমবিকাশ নিয়ে আলোচনা   |   উপজেলা পরিষদ নির্বাচনআদালতকে হয়রানী করায় সেলিম প্রধানকে জরিমানা   |   বাবুরাইল খেলার মাঠ দখলে তদন্ত করে ব্যাবস্থাগ্রহনের নির্দেশ দিলেন পুলিশ সুপার   |   ১৭ মে গুলশান সিনেপ্লেক্সে মুক্তি পাবে পটু সিনেমা | সারা ফেলার প্রত্যাশা   |   প্রতারকদের কাছ থেকে বাবুরাইল খেলার মাঠের জমি যারা কিনছেন, ভুল করেছেন   |   পাগলায় ট্রেনে কাটা পড়ে বন্দরের টেলু’র মৃত্যু   |   বন্দরে ৪টি স্কুলের শিক্ষার মান নিয়ে নানা প্রশ্ন   |   রূপগঞ্জে নকল মশার কয়েলে সয়লাব | স্বাস্থ্য ঝুঁকিতে জনজীবন   |   গিয়াস উদ্দিনের জামিন না-মঞ্জুরে ফতুল্লা থানা বিএনপির তীব্র নিন্দা   |   করোনার রিপোর্ট করায় চীনা সাংবাদিক ৪ বছর জেল খেটে মুক্তি পাচ্ছেন   |   নারী কাউন্সিলরকে মারধরের অবিযোগে  কাউন্সিলর সামসুজ্জোহা বরখাস্ত    |   ভেজালবিরোধী অভিযানে চার প্রতিষ্ঠানকে ৩২ হাজার ৫শ টাকা জরিমানা
 প্রচ্ছদ   বিশেষ সংবাদ   রূপগঞ্জে ব্যঙের ছাতার মত গড়ে উঠা হাসপাতাল ক্লিনিকে সিজার ও টেস্ট বাণিজ্য
 90
রূপগঞ্জে ব্যঙের ছাতার মত গড়ে উঠা হাসপাতাল ক্লিনিকে সিজার ও টেস্ট বাণিজ্য
  বিশেষ সংবাদ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩
নিজাম উদ্দিন আহমেদ – রূপগঞ্জ প্রতিবেদকঃ রূপগঞ্জের ভুলতা এলাকায় ব্যঙের ছাতার মত গড়ে উঠা হাতপাতালের কতৃপক্ষ ও ডাক্তারদের যোগসাজশে সেবার নামে সিজার ও টেস্টের রমরমা বাণিজ্য চালিয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। এসকল হাসপাতালে ভুল চিকিৎসায় অনেকে প্রাণ হারানোর ঘটনা ঘটছে অহরহ। এদের বিরুদ্ধে উঠছে নানা অভিযোগ।
এলাকাবাসী ও ভুক্তভোগীরা জানান, এখানকার বেশিরভাগ হাসপাতালে অদক্ষ চিকিৎসক দিয়ে ভুল চিকিৎসায় প্রাণহানির ঘটনা ঘটছে অহরহ। হাসপাতালগুলোতে রুগিদের প্রাণহানির ঘটনায় ফুঁসে উঠতে শুরু করেছে এলাকাবাসী। জানা যায় রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া একটি জনবহুল এলাকা। এখানে ছোট-বড় মিলে ইতোমধ্যে ডজন খানেক হাসপাতাল গড়ে উঠছে। এলাকাটি একে তো রাজধানী ঢাকার অতি নিকটে তার পর আবার জনবহুল এলাকা। এখানে যোগাযোগের সুব্যবস্থা রয়েছে অনেক। গাজিপুর চট্রগ্রাম এশিয়া হাইওয়ে সড়ক ও ঢাকা সিলেট মহাসড়কের সংযোগ থাকায় এখানে যোগাযোগের সুযোগ সুবিধা বেশি হওয়ায় হাসপাতালে রুগির মাত্রা ঢাকার তুলনায়  অনেক বেশি। ফলে ভুলতা গাউছিয়া এলাকায় হাসপাতাল ব্যবসায়ীরা একের পর হাসপাতালগুলো গড়ে তুলছে। এলাকাবাসীর অভিযোগ বিভিন্ন এলাকা থেকে আসা সেবা প্রত্যাশীরা রুগী নিয়ে এসকল  হাসপাতালে আসলে হাসপাতাল কতৃপক্ষ ও ডাক্তারদের যোগসাজশে, ডাক্তাররা রুগি দেখে প্রথমে ফি আদায় করে নেয় ৭ /৮ শত টাকা। তারপর ৬/৭ টা টেস্টের নাম লিখে প্রেসক্রিপশন হাতে ধরিয়ে দেয়। টেস্টগুলো করতে বিল করা হয় ১২/১৫ হাজার টাকা। তারপর টেস্টের রিপোর্ট দেখতে  আবারও ৬/৭ শত টাকা ফি দিতে হয়। ভুক্তভোগীদের অভিযোগ, ডাক্তারের ফি, টেস্ট  ফি, আবার টেস্টের রিপোর্ট দেখাতে ফি।
এটা চিকিৎসা তো না, এটা একেবারে শাঁখের করাত। এসকল হাসপাতালে কোন রুগি একবার ঢুকলে তাদের সর্ব শান্ত হয়ে বের হওয়া ছাড়া কোন উপায় থাকে না। ঔষধের টাকা দিতে সর্বশান্ত হয়ে পড়ে রুগীর পরিবার।
খোঁজ নিয়ে জানা যায়, হাসপাতালগুলোর মধ্যে কিছু কিছু হাসপাতালে ডেলিভারির রুগি আসলেই বলা হয় রুগির অবস্থা তেমন ভালো না, ২ /৩ ঘন্টার মধ্যে সিজার না করলে সমস্যা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ডাক্তার ও হাসপাতাল কতৃপক্ষ রুগিদের এভাবেই ভয় দেখিয়ে সিজার করাতেও বাধ্য করা হচ্ছে।
রুগীদের অভিযোগ হাসপাতাল কতৃপক্ষ ও ডাক্তাররা রোগিদের মানসম্পন্ন সেবা না দিয়ে এসকল রুগিদের কাছ থেকে বিভিন্ন টেস্ট ও সিজারের নামে রমরমা বাণিজ্য চালিয়ে আসছে। এ ব্যাপার কতৃপক্ষের হস্তক্ষেপ করা উচিত।
সেবা নিতে আসা অন্য এক রুগি অভিযোগ করে বলেন এখানকার হাসপাতালে জরুরি বিভাগগুলোতে একজন করে ডাক্তার থাকলেও বাকি ডাক্তারের কাজ চালানো হয় নার্স দিয়ে। আবার এখানে নার্স হিসেবে যারা কাজ করেন তারা কেউ কোন অভিজ্ঞ বা প্রশিক্ষনপ্রাপ্ত নয়। এ হাসপাতালগুলোর প্রধান বাণিজ্য হলো সিজার টেস্টের। কারণ সিজার করেই ২০/২৫ হাজার টাকা হাতিয়ে নেয়া যায়।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডাঃ মশিউর রহমানকে মোবাইলে ফোনে সাংবাদিক পরিচয় পেয়ে বলেন তিনি ডাঃ মশিউর রহমান না। ভুল নাম্বার বলে  তিনি ফোন কেটে দেন। #

নার্সারীতে সফলতা পেয়ে নার্সারী নুরুল ইসলাম সাত বার অর্জন করেছেন জেলা প্রশাসনের সম্মাননা পদক

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...