নারায়ণগঞ্জ  সোমবার | ২০শে মে, ২০২৪ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ গ্রীষ্মকাল | ১১ই জিলকদ, ১৪৪৫

শিরোনাম
  |   রূপগঞ্জে  নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন  চেয়ারম্যান প্রার্থী হাবিব   |   মিথ্যা সংবাদের প্রতিবাদে নাসিক প্যানেল মেয়র বাবুর সংবাদ সম্মেলন   |   রূপগঞ্জে হত্যাসহ ১৮ মামলার আসামির তান্ডবে অতিষ্ঠ এলাকাবাসী   |   বন্দরে জাপা নেতা সুমন প্রধানের বিরোদ্ধে জমি দখলের অভিযোগ   |   জমিদারতন্ত্র কায়েম করতে আ’লীগ আমি-ডামির নির্বাচন করেছে – জোনায়েদ সাকি   |   বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৮ম কমিটি গঠন   |   ফিলিস্তিনের মুক্তির লড়াইয়ে সংহতি জানিয়ে ছাত্র ফেডারেশন উদ্বোধন   |   বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৮ম সম্মেলন ১৭ মে   |   ১৭ মে এন পি সি’র যুগপূর্তিতে আলোকচিত্রের ক্রমবিকাশ নিয়ে আলোচনা   |   উপজেলা পরিষদ নির্বাচনআদালতকে হয়রানী করায় সেলিম প্রধানকে জরিমানা   |   বাবুরাইল খেলার মাঠ দখলে তদন্ত করে ব্যাবস্থাগ্রহনের নির্দেশ দিলেন পুলিশ সুপার   |   ১৭ মে গুলশান সিনেপ্লেক্সে মুক্তি পাবে পটু সিনেমা | সারা ফেলার প্রত্যাশা   |   প্রতারকদের কাছ থেকে বাবুরাইল খেলার মাঠের জমি যারা কিনছেন, ভুল করেছেন   |   পাগলায় ট্রেনে কাটা পড়ে বন্দরের টেলু’র মৃত্যু   |   বন্দরে ৪টি স্কুলের শিক্ষার মান নিয়ে নানা প্রশ্ন   |   রূপগঞ্জে নকল মশার কয়েলে সয়লাব | স্বাস্থ্য ঝুঁকিতে জনজীবন   |   গিয়াস উদ্দিনের জামিন না-মঞ্জুরে ফতুল্লা থানা বিএনপির তীব্র নিন্দা   |   করোনার রিপোর্ট করায় চীনা সাংবাদিক ৪ বছর জেল খেটে মুক্তি পাচ্ছেন   |   নারী কাউন্সিলরকে মারধরের অবিযোগে  কাউন্সিলর সামসুজ্জোহা বরখাস্ত    |   ভেজালবিরোধী অভিযানে চার প্রতিষ্ঠানকে ৩২ হাজার ৫শ টাকা জরিমানা
 প্রচ্ছদ   মহানগর   অভিযান চালিয়ে ভেঙ্গে দেওয়া অবৈধ ইটভাটা ডিসি ও এসপিকে জানিয়েই চালানো হচ্ছে-মালিক মাসুম
 28
অভিযান চালিয়ে ভেঙ্গে দেওয়া অবৈধ ইটভাটা ডিসি ও এসপিকে জানিয়েই চালানো হচ্ছে-মালিক মাসুম
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩

বন্দর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় ধামঘড় ইউনিয়নের কামতাল এলাকায় এইচ বি আর ব্রিকস’ নামে দুইটি অবৈধ ইটভাটা ফসলি জমিতে গড়ে উঠেছে। আশপাশের জমি থেকে মাটি কেটে ওই ভাটায় নেওয়া হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ ইটভাটার কোন কাগজপত্র না থাকায় ভাটার মালিক ধামঘড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: মাসুম আহম্মেদকে ১০ লক্ষ টাকা জরিমানা ও অবৈধ এই ইটভাটা ভেঙ্গে দেওয়া হয়। তারপরও এই অবৈধ ভাটায় ইট তৈরির কার্যক্রম চলছে।ভাটার মালিক মাসুম আহম্মেদ বলছেন পরিবেশ অধিদপ্তর, ডিসি ও এসপিকে জানিয়েই চালানো হচ্ছে এই ভাটা গুলো।স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েক বছর আগে কামতাল এলাকায় প্রায় ৫০ একর ফসলি জমিতে ইটভাটাটি স্থাপন করা হয়। ইটভাটার কারণে আশপাশের জমির ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। গত বছর ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ভাটার মালিককে ১০ লাখ টাকা জরিমানা করেন এবং ভাটা ভেঙ্গে দেন। কিন্তু চলতি বছরও ভাটায় পুরোদমে ইট তৈরি হচ্ছে।২ জানুয়ারি সরেজমিনে দেখা যায়, ইটভাটার পাশে ফসলি জমি। এসব জমিতে চাষ করা হয়েছে শরিষা, আলু, মরিচ, ডালসহ বিভিন্ন ফসল। খননযন্ত্র (এক্সকাভেটর) দিয়ে কাটা হচ্ছে ফসলি জমির ওপরের অংশের মাটি। ইটভাটার দখলে চলে গেছে কামতাল এলাকার ফসলি জমির বেশিঅংশ। ধুলাবালুতে আচ্ছন্ন হয়ে আছে এলাকা। যানবাহনের চালক, যাত্রী ও পথচারীরা দুর্ভোগ পোহাচ্ছেন।এলাকার একাধিক কৃষক ক্ষোভের সঙ্গে বলেন, ইটভাটার ধুলা আর ধোঁয়ায় মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি কৃষি ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। এই ইটভাটার জন্য আমরাদের অনেক ক্ষতি হচ্ছে। আমরা চাই এটি বন্ধ হোক। কিন্তু ভাটার মালিক প্রভাবশালী তার লাঠিয়াল বাহিনির কাছে আমরা অসহায়। আমরা কিছু বললে আমাদের এলাকায় থাকা কষ্ঠ হয়ে যাবে। মালিকপক্ষ প্রভাবশালী হওয়ায় এর কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। আপনারা সাংবাদিক আপনারা এমন কিছু কইরেন না যার কারনে আমাদের এলাকা ছাড়া হতে হয়।ইটভাটার মালিক ধামঘড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: মাসুম আহম্মেদ বলেন, আমার ইটভাটা পরিবেশ অধিদপ্তর, ডিসি ও এসপিকে জানিয়েই চালাচ্ছি। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: মঞ্জুরুল হাফিজ বলেন, এই ইটভাটার বিরুদ্ধে যত দ্রæত সম্বপ ব্যবস্থা নেওয়া হবে।#

 

 

নার্সারীতে সফলতা পেয়ে নার্সারী নুরুল ইসলাম সাত বার অর্জন করেছেন জেলা প্রশাসনের সম্মাননা পদক

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...