নারায়ণগঞ্জ  সোমবার | ২০শে মে, ২০২৪ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ গ্রীষ্মকাল | ১১ই জিলকদ, ১৪৪৫

শিরোনাম
  |   রূপগঞ্জে  নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন  চেয়ারম্যান প্রার্থী হাবিব   |   মিথ্যা সংবাদের প্রতিবাদে নাসিক প্যানেল মেয়র বাবুর সংবাদ সম্মেলন   |   রূপগঞ্জে হত্যাসহ ১৮ মামলার আসামির তান্ডবে অতিষ্ঠ এলাকাবাসী   |   বন্দরে জাপা নেতা সুমন প্রধানের বিরোদ্ধে জমি দখলের অভিযোগ   |   জমিদারতন্ত্র কায়েম করতে আ’লীগ আমি-ডামির নির্বাচন করেছে – জোনায়েদ সাকি   |   বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৮ম কমিটি গঠন   |   ফিলিস্তিনের মুক্তির লড়াইয়ে সংহতি জানিয়ে ছাত্র ফেডারেশন উদ্বোধন   |   বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৮ম সম্মেলন ১৭ মে   |   ১৭ মে এন পি সি’র যুগপূর্তিতে আলোকচিত্রের ক্রমবিকাশ নিয়ে আলোচনা   |   উপজেলা পরিষদ নির্বাচনআদালতকে হয়রানী করায় সেলিম প্রধানকে জরিমানা   |   বাবুরাইল খেলার মাঠ দখলে তদন্ত করে ব্যাবস্থাগ্রহনের নির্দেশ দিলেন পুলিশ সুপার   |   ১৭ মে গুলশান সিনেপ্লেক্সে মুক্তি পাবে পটু সিনেমা | সারা ফেলার প্রত্যাশা   |   প্রতারকদের কাছ থেকে বাবুরাইল খেলার মাঠের জমি যারা কিনছেন, ভুল করেছেন   |   পাগলায় ট্রেনে কাটা পড়ে বন্দরের টেলু’র মৃত্যু   |   বন্দরে ৪টি স্কুলের শিক্ষার মান নিয়ে নানা প্রশ্ন   |   রূপগঞ্জে নকল মশার কয়েলে সয়লাব | স্বাস্থ্য ঝুঁকিতে জনজীবন   |   গিয়াস উদ্দিনের জামিন না-মঞ্জুরে ফতুল্লা থানা বিএনপির তীব্র নিন্দা   |   করোনার রিপোর্ট করায় চীনা সাংবাদিক ৪ বছর জেল খেটে মুক্তি পাচ্ছেন   |   নারী কাউন্সিলরকে মারধরের অবিযোগে  কাউন্সিলর সামসুজ্জোহা বরখাস্ত    |   ভেজালবিরোধী অভিযানে চার প্রতিষ্ঠানকে ৩২ হাজার ৫শ টাকা জরিমানা
 প্রচ্ছদ   মহানগর   আজমীর ওসমানের নাম ভাঙ্গিয়ে হত্যা মামলার আসামী অনিক বাহিনী বেপরোয়া
 135
আজমীর ওসমানের নাম ভাঙ্গিয়ে হত্যা মামলার আসামী অনিক বাহিনী বেপরোয়া
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩

বন্দর প্রতিবেদকঃ  বন্দরে আজমীর ওসমানের নাম ভাঙ্গিয়ে  আলোচিত ক্যাপ রোমান হত্যা মামলার আসামি দুর্ধর্ষ সন্ত্রাসী অনিক বাহিনীগং আবারও বেপরোয়া হয়ে উঠেছে বলে  অভিযোগ পাওয়া গেছে। অনিক বাহিনী প্রধান সন্ত্রাসী অনিক ক্যাপ রোমান হত্যা মামলায় বর্তমানে জেলে হাজতে থাকলেও  তার অনুপস্থিতে তার অনুগতরা এলাকায় আধিপত্য বিস্তারের জন্য মরিয়া হয়ে উঠেছে। এলাকাবাসী জানিয়েছে,  সন্ত্রাসী অনিক বাহিনী অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছে ঘারমোড়া, চর-ঘারমোড়াসহ বিভিন্ন এলাকার সাধারন জনগন। সন্ত্রাসী অনিক জেল হাজতে থাকার কারনে তার অপরাধ সম্রাজ্য নিয়ন্ত্রণ করছে তার পিতা মহিদ ও তারেই সন্ত্রাসী ছোট ভাই সিফাত গং।

উল্লেখিত সন্ত্রাসীরা এলাকায় চাঁদাবাজি, চোরাই তেলের ব্যবসা, সন্ত্রাসী কর্মকান্ড  চালিয়ে আসছে দীর্ঘদিন ধরে। এর ধারাবাহিকতায় গত শনিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া এলাকায় এক ওরশ মোবারক অনুষ্টানে চেয়ারে বসাকে কেন্দ্র করে অনিক বাহিনী সন্ত্রাসী হামলা ২ যুবক আহত হওয়ার খবর পাওয়া গেছে।  আহতরা হলো সজিব (২৮) ও রিফাত (২৫)। ওই সময় হামলাকারিরা আহতদের কাছ থেকে নগদ ১১ হাজার টাকা লুট করে নিয়ে যায়।  স্থানীয়রা আহতদের জখম অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেছে। এ ঘটনায় সন্ত্রাসী হামলায় আহত যুবক সজিবের বড় ভাই ওমর ফারুক বাদী হয়ে রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে অনিক বাহিনী সেকেন্ড ইনকমান্ড সিফাত, মাহাবুব, রহিম বাদশা, জাহাঙ্গীর, মামুন, মিনান ও নাটেরগুড় মহিদের নাম উল্লেখ্য করে আরো, ৮/১০ জনকে আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।

নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসী গনমাধ্যমকে জানিয়েছে, নারায়নগঞ্জ ৫ আসনের সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা একেএম নাসিম ওসমানের ছেলে আজমীর ওসমানের নাম ভাঙ্গিয়ে ঘারমোড়া এলাকাসহ এর আশেপাশে এলাকায় একের পর এক সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে সন্ত্রাসী অনিক বাহিনী। উল্লেখিত সন্ত্রাসীরা  ঘারমোড়া এলাকায় আজমীর ওসমানের বিশাল ছবি সাটিয়ে অফিস  হিসেবে ব্যবহার করে সেখানে টর্চার সেইল গড়ে তোলে  দীর্ঘ দিন ধরে অনৈতিক কান্ড চালিয়ে আসছে। উল্লেখিত সন্ত্রাসীদের অবৈধ অস্ত্রের ঝনঝনানি  শব্দে প্রতিনিয়ত আতংকিত হচ্ছে সাধারন মানুষ। অভিযোগের বাদী ওমর ফারুক জানায়, সন্ত্রাসী অনিক জেলে বসে অপরাধ কর্মকান্ড পরিচালনা করছে।  অনিক বাহিনী কবল থেকে রেহাই পাওয়াসহ অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য জেলা পুলিশ সুপার ও বন্দর থানার নবাগত অফিসার ইনর্চাজের জরুরী হস্তক্ষেপ কামনা করেছ সচেতন মহল। #

নার্সারীতে সফলতা পেয়ে নার্সারী নুরুল ইসলাম সাত বার অর্জন করেছেন জেলা প্রশাসনের সম্মাননা পদক

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...