নারায়ণগঞ্জ  সোমবার | ২০শে মে, ২০২৪ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ গ্রীষ্মকাল | ১১ই জিলকদ, ১৪৪৫

শিরোনাম
  |   রূপগঞ্জে  নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন  চেয়ারম্যান প্রার্থী হাবিব   |   মিথ্যা সংবাদের প্রতিবাদে নাসিক প্যানেল মেয়র বাবুর সংবাদ সম্মেলন   |   রূপগঞ্জে হত্যাসহ ১৮ মামলার আসামির তান্ডবে অতিষ্ঠ এলাকাবাসী   |   বন্দরে জাপা নেতা সুমন প্রধানের বিরোদ্ধে জমি দখলের অভিযোগ   |   জমিদারতন্ত্র কায়েম করতে আ’লীগ আমি-ডামির নির্বাচন করেছে – জোনায়েদ সাকি   |   বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৮ম কমিটি গঠন   |   ফিলিস্তিনের মুক্তির লড়াইয়ে সংহতি জানিয়ে ছাত্র ফেডারেশন উদ্বোধন   |   বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৮ম সম্মেলন ১৭ মে   |   ১৭ মে এন পি সি’র যুগপূর্তিতে আলোকচিত্রের ক্রমবিকাশ নিয়ে আলোচনা   |   উপজেলা পরিষদ নির্বাচনআদালতকে হয়রানী করায় সেলিম প্রধানকে জরিমানা   |   বাবুরাইল খেলার মাঠ দখলে তদন্ত করে ব্যাবস্থাগ্রহনের নির্দেশ দিলেন পুলিশ সুপার   |   ১৭ মে গুলশান সিনেপ্লেক্সে মুক্তি পাবে পটু সিনেমা | সারা ফেলার প্রত্যাশা   |   প্রতারকদের কাছ থেকে বাবুরাইল খেলার মাঠের জমি যারা কিনছেন, ভুল করেছেন   |   পাগলায় ট্রেনে কাটা পড়ে বন্দরের টেলু’র মৃত্যু   |   বন্দরে ৪টি স্কুলের শিক্ষার মান নিয়ে নানা প্রশ্ন   |   রূপগঞ্জে নকল মশার কয়েলে সয়লাব | স্বাস্থ্য ঝুঁকিতে জনজীবন   |   গিয়াস উদ্দিনের জামিন না-মঞ্জুরে ফতুল্লা থানা বিএনপির তীব্র নিন্দা   |   করোনার রিপোর্ট করায় চীনা সাংবাদিক ৪ বছর জেল খেটে মুক্তি পাচ্ছেন   |   নারী কাউন্সিলরকে মারধরের অবিযোগে  কাউন্সিলর সামসুজ্জোহা বরখাস্ত    |   ভেজালবিরোধী অভিযানে চার প্রতিষ্ঠানকে ৩২ হাজার ৫শ টাকা জরিমানা
 প্রচ্ছদ   মহানগর   কুতুবপুরে নারাী নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ৬ জন আহত
 160
কুতুবপুরে নারাী নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ৬ জন আহত
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
ফতুল্লা প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুরে মেয়ে নিয়ে অসামাজিক কার্যকলাপের বিষয়কে কেন্দ্র করে কিশোর অপরাধীদের দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে ।নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরের নয়ামাটি মুসলিম পাড়া এলাকায়  বুধবার (৩১ মে) সন্ধায়  কুতুবপুরের নয়ামাটি  মুসলিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানা একাধিক অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, পাগলা নয়ামাটি মুসলিমপাড়া এলাকার জাকির হোসেন বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন অভিযোগে উল্লেখ করে বুধবার (৩১ মে) রাতে সময় পূর্ব শত্রুতার জের ধরে পারভেজ (২৯), আব্দুস সালাম (২৪), আল আমিন (২৬), দেলোয়ার হোসেন (৪০), গোলাম রাব্বি (২৪), ফরহাদ @ টাইগার (২৪), তানভির (২৪), আলিফ (২৫), আবির হোসেন (১৮)সহ অজ্ঞাতনামা ৭/৮ জন দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হইয়া আলাউদ্দিন মেম্বারের বাড়ির সামনে আসিয়া জাকিরকে অতর্কিতভাবে এলোপাথাড়ী মারধর করে ও হাতে থাকা ধারালো সুইচ গিয়ার দিয়া হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে গুরুত্বর রক্তাক্ত জখম করে। একই ঘটনায় অপর একটি অভিযোগ দায়ের করেন নুসরাত জাহান মীম, অভিযোগে উল্লেখ করে পাগলা চিতাশাল এলাকার  একদল উশৃঙ্খল ও সন্ত্রাসীপ্রকৃতির লোক  প্রায় সময়ই আমাকে রাস্তা-ঘাটে উত্যক্ত ও বিরক্ত করা সহ আজেবাজে কথাবার্তা বলিত এবং কু-প্রস্তাব দিত এহেনকার্যকলাপ করিতে নিষেধ করিলে তৌহিদ (২১) নিহাদ (২৩), জিহাদ (২৩), ইব্রাহিম (৩৫), ইউনুস (২৮)  ইমু (২৬) অজ্ঞাতনামা ৭/৮ জন জোর পূর্বক মুসলিমপাড়াস্থ একটি বাড়ীতে নিয়া গিয়ে  জামা কাপড় টানা হেচড়া ধস্তাধস্তি করিয়া শ্লীলতাহানী  ঘটনা ঘটায় ও মুক্তিপণ হিসেবে এক লক্ষ টাকা দাবী করে নুসরাতের পিতা কর্মস্থলে থাকার কারণে বিষয়টি মা আয়েশা কে অবহিত করিলে মা ও বড় ভাই সালাম তাহার বন্ধু শিশির (২২), হোসেন (২১)কে নিয়া ঘটনাস্থলে গেলে উক্ত সন্ত্রাসীসহ অজ্ঞাতনামা ৭/৮ জন সালামসহ তার বন্ধুদের উপর ক্ষিপ্ত হইয়া তাহাদেরকে এলোপাথারী মারধর করে। ঘটনার পরের দিন একই ঘটনাকে কেন্দ্র করে জয়নাল হাজারী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় আরো একটি অভিযোগ দায়ের করে। অভিযোগে উল্লেখ করে যে কিস্তির টাকার তোলার জন্য মুসলিমপাড়া গেলে পূর্বের সত্রুতার জের ধরিয়া ছেলে শিশিরকে একা পাইয়া নয়ামাটি মুসলিম পাড়া এলাকার ইউনুস (২৮) নিহাদ (২৫),জিহাদ (২৬), ইমু (২২) আরিফ (২০), ইমন (২০), খলিল (২৮) সহ অজ্ঞাত নামা ৪/৫ জন লোহার চাপাতি দ্বারা আমার ছেলের মাথার আঘাত করিয়া রক্তাক্ত জখম।
এলাকাবাসী সুত্রে জানা যায় নয়ামাটি মুসলিম পাড়া এলাকায় একটি বাড়িতে ছেলে মেয়ে ফুর্তি করার করার সময় দেখেফেলে পরে তাদেরকে আটক রেখে অভিভাবকদের খবর দেয়া হয় অভিভাবকরা আসার পর দুই পক্ষের মধ্যে দন্ধের সৃষ্টি হয় এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয় এ নিয়েই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কিশোরগ্যাংদের দুই পক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া রণক্ষেত্রে পরিনত হয় নয়া মাটি মুসলিম পাড়া এলাকা। এই বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ রেজাউল হক দিপু জানান  অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। #

নার্সারীতে সফলতা পেয়ে নার্সারী নুরুল ইসলাম সাত বার অর্জন করেছেন জেলা প্রশাসনের সম্মাননা পদক

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...