নারায়ণগঞ্জ  সোমবার | ২০শে মে, ২০২৪ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ গ্রীষ্মকাল | ১১ই জিলকদ, ১৪৪৫

শিরোনাম
  |   রূপগঞ্জে  নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন  চেয়ারম্যান প্রার্থী হাবিব   |   মিথ্যা সংবাদের প্রতিবাদে নাসিক প্যানেল মেয়র বাবুর সংবাদ সম্মেলন   |   রূপগঞ্জে হত্যাসহ ১৮ মামলার আসামির তান্ডবে অতিষ্ঠ এলাকাবাসী   |   বন্দরে জাপা নেতা সুমন প্রধানের বিরোদ্ধে জমি দখলের অভিযোগ   |   জমিদারতন্ত্র কায়েম করতে আ’লীগ আমি-ডামির নির্বাচন করেছে – জোনায়েদ সাকি   |   বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৮ম কমিটি গঠন   |   ফিলিস্তিনের মুক্তির লড়াইয়ে সংহতি জানিয়ে ছাত্র ফেডারেশন উদ্বোধন   |   বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৮ম সম্মেলন ১৭ মে   |   ১৭ মে এন পি সি’র যুগপূর্তিতে আলোকচিত্রের ক্রমবিকাশ নিয়ে আলোচনা   |   উপজেলা পরিষদ নির্বাচনআদালতকে হয়রানী করায় সেলিম প্রধানকে জরিমানা   |   বাবুরাইল খেলার মাঠ দখলে তদন্ত করে ব্যাবস্থাগ্রহনের নির্দেশ দিলেন পুলিশ সুপার   |   ১৭ মে গুলশান সিনেপ্লেক্সে মুক্তি পাবে পটু সিনেমা | সারা ফেলার প্রত্যাশা   |   প্রতারকদের কাছ থেকে বাবুরাইল খেলার মাঠের জমি যারা কিনছেন, ভুল করেছেন   |   পাগলায় ট্রেনে কাটা পড়ে বন্দরের টেলু’র মৃত্যু   |   বন্দরে ৪টি স্কুলের শিক্ষার মান নিয়ে নানা প্রশ্ন   |   রূপগঞ্জে নকল মশার কয়েলে সয়লাব | স্বাস্থ্য ঝুঁকিতে জনজীবন   |   গিয়াস উদ্দিনের জামিন না-মঞ্জুরে ফতুল্লা থানা বিএনপির তীব্র নিন্দা   |   করোনার রিপোর্ট করায় চীনা সাংবাদিক ৪ বছর জেল খেটে মুক্তি পাচ্ছেন   |   নারী কাউন্সিলরকে মারধরের অবিযোগে  কাউন্সিলর সামসুজ্জোহা বরখাস্ত    |   ভেজালবিরোধী অভিযানে চার প্রতিষ্ঠানকে ৩২ হাজার ৫শ টাকা জরিমানা
 প্রচ্ছদ   মহানগর   দেশীয় অস্ত্র সহ ৫ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব ১১
 115
দেশীয় অস্ত্র সহ ৫ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব ১১
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ  ফতুল্লায় ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্র সহ  ডাকাত দলের সর্দার সহ ০৫ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব ১১। গ্রেফতারকৃতরা আন্তঃ জেলা ডাকাত দলের সদস্য। অভিযানে তাদের কাছ থেকে হাশুয়া, রামদা সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করা হয় ।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব ১১ জানিয়েছে, গত ৭ মার্চ ২০২৪ খ্রিঃ রাতে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‍্যাব ১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ফতুল্লায় দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃ জেলা ডাকাত দলের সর্দারসহ কুখ্যাত ০৫ ডাকাতকে হাতেনাতে গ্রেফতার করে এবং ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ব্যবহৃত হাশুয়া, রামদা সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করতে সক্ষম হয়েছেন। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীগণ সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য এবং তাদের সর্দার আবুল হোসেন @ আবুল (৪০)। তারা দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় বসতবাড়ি, ব্যবসায়িক প্রতিষ্ঠান, মহাসড়কে চলাচলরত পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহনে চুরি, ডাকাতি, দস্যুতা, ছিনতাই করে আসছিল। তারা ডাকাতির উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল। গ্রেফতারকৃত আসামীগণ পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ ডাকাতির পাশাপাশি সন্ত্রাসী, চাঁদাবাজি, চুরি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিল। তাদের ডাকাতি, চুরি, ছিনতাই, চাঁদাবাজীর মত সন্ত্রাসী কর্মকান্ডে এলাকাবাসী জিম্মি হয়ে পরেছিল।  এলাকাবাসী তাদের হিং¯্রতা, অত্যাচার ও নির্যাতনের ভয়ে প্রতিবাদ করতে সাহস পায় না। উদ্ধারকৃত দেশীয় অস্ত্র সমূহ গ্রেফতারকৃত আসামীরা তাদের সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার করতো বলে তারা জানায়। গ্রেফতারকৃত আসামীরা উদ্ধারকৃত আলামতসহ বর্ণিত স্থানে ও সময়ে দলবদ্ধ হয়ে ডাকাতি সংঘটনের প্রস্তুতি নিচ্ছিল। এই অপরাধমূলক
কর্মকান্ডে সাথে জড়িত আসামীদেরকে হাতেনাতে গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি চৌকশ গোয়েন্দা টীম যথাযথ গুরুত্বের চেষ্টা করেন। পরবর্তীতে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অপরাধের সাথে জড়িত আসামী ১। আবুল হোসেন  @ আবুল (৪০) (ডাকাত দলের সর্দার), পিতা-মোঃ সামসুল হক, মাতা-মৃত মালা, স্থায়ী সাং-যুশুরা বাজার, থানা-গোসাইরহাট, জেলা-শরিয়তপুর, এ/পি সাং-তাজুল মিয়ার বাসার ভাড়াটিয়া, শ্যামপুর বটতলা, (ওয়ার্ড নং-৫৮, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন), থানা-কদমতলী, জেলা-ঢাকা, ২। মোঃ জাকির হোসেন (২৮), পিতা-মোঃ কালাম হাওলাদার, মাতাঃ মৃত জয়নব, স্থায়ী সাং-কটুরাতাল্লুক, পোঃ সেয়াঘাঠি, থানা-পটুয়াখালী সদর, জেলা-পটুয়াখালী, এ/পি সাং-মন্নান মিয়ার বাড়ির ভাড়াটিয়া, ঢাকা মেচ কলোনী, (ওয়ার্ড নং-৫৯, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন),  পোঃ ফরিদাবাদ, থানা-কদমতলী, জেলা-ঢাকা, ৩। মোঃ মিজানুর  রহমান (২৬), পিতা-মোঃ আঃ রব শেখ, মাতাঃ মোছাঃ আখি, স্থায়ী সাং-দক্ষিণ মরিচ পট্টি, পোঃ চুরাইন, থানা-নবাবগঞ্জ, জেলা-ঢাকা, এ/পি সাং-শ্যামপুর বটতলা, (ওয়ার্ড নং-৫৮, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন),
থানা-কদমতলী, জেলা-ঢাকা, ৪। মোঃ নাইম ব্যাপারী (২১), পিতা-মৃত জামাল ব্যাপারী, মাতা-সাহিদা ব্যাপারী, স্থায়ী সাং-উত্তর রাণীস্বর (৯নং ওয়ার্ড), পোঃ নাগের পাড়া, থানা-গোসাইরহাট, জেলা-শরিয়তপুর, এ/পি সাং-শ্যামপুর বড়ইতলা, (ওয়ার্ড নং-৫৮, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন), থানা-কদমতলী, জেলা-ঢাকা, ৫। মোঃ কাউছার (২২), পিতা-মৃত মোজ্জাম্মেল  হোসেন মুন্সী, মাতা-মোছাঃ মুনিরা বেগম, স্থায়ী সাং-কুড়িপাইকা, পোঃ বাউফল, থানা-পটুয়াখালী সদর, জেলা-পটুয়াখালী, এ/পি সাং-বউ বাজার, ইউপি-কুতুবপুর, পোঃ ফতুল্লা, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জদেরকে সনাক্ত ও তাদের অবস্থান নিশ্চিত হয়ে র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জ গত ০৭/০৩/২০২৪ ইং তারিখ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা এলাকা হতে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার নিকট হস্তান্তর করা হয়েছে। #

নার্সারীতে সফলতা পেয়ে নার্সারী নুরুল ইসলাম সাত বার অর্জন করেছেন জেলা প্রশাসনের সম্মাননা পদক

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...