নারায়ণগঞ্জ  সোমবার | ২০শে মে, ২০২৪ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ গ্রীষ্মকাল | ১১ই জিলকদ, ১৪৪৫

শিরোনাম
  |   রূপগঞ্জে  নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন  চেয়ারম্যান প্রার্থী হাবিব   |   মিথ্যা সংবাদের প্রতিবাদে নাসিক প্যানেল মেয়র বাবুর সংবাদ সম্মেলন   |   রূপগঞ্জে হত্যাসহ ১৮ মামলার আসামির তান্ডবে অতিষ্ঠ এলাকাবাসী   |   বন্দরে জাপা নেতা সুমন প্রধানের বিরোদ্ধে জমি দখলের অভিযোগ   |   জমিদারতন্ত্র কায়েম করতে আ’লীগ আমি-ডামির নির্বাচন করেছে – জোনায়েদ সাকি   |   বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৮ম কমিটি গঠন   |   ফিলিস্তিনের মুক্তির লড়াইয়ে সংহতি জানিয়ে ছাত্র ফেডারেশন উদ্বোধন   |   বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৮ম সম্মেলন ১৭ মে   |   ১৭ মে এন পি সি’র যুগপূর্তিতে আলোকচিত্রের ক্রমবিকাশ নিয়ে আলোচনা   |   উপজেলা পরিষদ নির্বাচনআদালতকে হয়রানী করায় সেলিম প্রধানকে জরিমানা   |   বাবুরাইল খেলার মাঠ দখলে তদন্ত করে ব্যাবস্থাগ্রহনের নির্দেশ দিলেন পুলিশ সুপার   |   ১৭ মে গুলশান সিনেপ্লেক্সে মুক্তি পাবে পটু সিনেমা | সারা ফেলার প্রত্যাশা   |   প্রতারকদের কাছ থেকে বাবুরাইল খেলার মাঠের জমি যারা কিনছেন, ভুল করেছেন   |   পাগলায় ট্রেনে কাটা পড়ে বন্দরের টেলু’র মৃত্যু   |   বন্দরে ৪টি স্কুলের শিক্ষার মান নিয়ে নানা প্রশ্ন   |   রূপগঞ্জে নকল মশার কয়েলে সয়লাব | স্বাস্থ্য ঝুঁকিতে জনজীবন   |   গিয়াস উদ্দিনের জামিন না-মঞ্জুরে ফতুল্লা থানা বিএনপির তীব্র নিন্দা   |   করোনার রিপোর্ট করায় চীনা সাংবাদিক ৪ বছর জেল খেটে মুক্তি পাচ্ছেন   |   নারী কাউন্সিলরকে মারধরের অবিযোগে  কাউন্সিলর সামসুজ্জোহা বরখাস্ত    |   ভেজালবিরোধী অভিযানে চার প্রতিষ্ঠানকে ৩২ হাজার ৫শ টাকা জরিমানা
 প্রচ্ছদ   মহানগর   নারয়ণগঞ্জে প্যালিয়েটিভ কেয়ার বিষয়ে সাংবাদিকদের নিয়ে সভা
 78
নারয়ণগঞ্জে প্যালিয়েটিভ কেয়ার বিষয়ে সাংবাদিকদের নিয়ে সভা
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ নারয়ণগঞ্জে প্যালিয়েটিভ কেয়ার বিষয়ে সাংবাদিকদের সাথে নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের অভ্যর্থনা কক্ষে মমতাময় নারায়ণগঞ্জ প্রকল্পের আওতায় আয়াত এডুকেশনের আয়োজনে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে নিরাময় অযোগ্য রোগীদের প্যালিয়েটিভ কেয়ার বিষয়ে নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,
আয়াত এডুকেশনের প্রজেক্ট কো-অর্ডিনেটর সুমিত বণিকের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের কার্যকরী পরিষদ সদস্য একেএম মাহফুজুর রহমান, স্থায়ী সদস্য তমিজ উদ্দিন আহমেদ, নাহিদ আজাদ, রফিকুল ইসলাম রফিক, প্রণব কৃ  রায় ও আনোয়ার হাসান এবং প্রেস ক্লাবের ব্যবস্থাপক মাসুম বিল্লাহ।
সভায় দৈনিক শীতলক্ষ্যার সিটি এডিটর ইমতিয়াজ আহমেদ, দৈনিক সংবাদচর্চা’র সিনিয়র স্টাফ রিপোর্টার বিশ্বজিৎ দাস, নারায়ণগঞ্জ টাইমস্’র সিনিয়র স্টাফ রিপোর্টার মামুনুর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সুমিত বণিক তাঁর বক্তব্যে বলেন, মমতাময় নারায়ণগঞ্জ একটি সমাজ-ভিত্তিক প্যালিয়েটিভ কেয়ার উদ্যোগ, যা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং বন্দর উপজেলার আওতাভুক্ত জনগণের জন্য প্রয়োজনীয় প্যালিয়েটিভ কেয়ার প্রদানের পাশাপাশি মূলধারার স্বাস্থ্য ব্যবস্থায় প্যালিয়েটিভ কেয়ার সংযুক্তি করণের লক্ষ্যে কাজ করছে। প্যালিয়েটিভ কেয়ার বা প্রশমন সেবা বিষয়ক এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হচ্ছে, একটি মমতাময় সামাজিক সেবা কাঠামো গড়ে তোলা যেখানে নিরাময় অযোগ্য রোগে আক্রান্ত রোগী ও তাঁর পরিবার স্বল্প খরচে চিকিৎসা সেবা এবং পরিচর্যা পেতে পারে। গণমাধ্যম কর্মীরা দেশের সকল উন্নয়নের অংশীদার। আমরা বিশ্বাস করি, গণমাধ্যমের কর্মীদের মাধ্যমেই সম্ভব প্যালিয়েটিভ কেয়ারের গুরুত্ব ও সেবার সুযোগ সম্পর্কে সবাইকে জানানো।
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন বলেন, ‘মৃত্যুপথযাত্রীসহ প্যালিয়েটিভ কেয়ার রোগীদের নিয়ে এ প্রকল্পের উদ্যোগ সত্যিই প্রশংসার। আমরা আমাদের সাধ্যমতো এ সেবার তথ্যগুলো ছড়িয়ে দেয়ার চেষ্টা করবো, পাশাপাশি এ সেবাকে সর্বস্তরে পৌঁছে দিতে আমাদের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।
মমতাময় নারায়ণগঞ্জ প্রকল্পের ফিল্ড অফিসার মোঃ হাসান হাফিজুর রহমান বলেন, আমরা মমতাময় নারায়ণগঞ্জ প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা ও বন্দর উপজেলায় চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করছি। গণমাধ্যমে সংবাদ প্রচার বা আপনাদের লেখনির মাধ্যমে এই সেবার বারতা সবার কাছে পৌঁছাতে চাই। যেন বিশেষত গরীর ও প্রকৃত রোগীরা এ সেবার সুযোগ থেকে বি ত না হয়।
বক্তব্য উপস্থাপনের পর উপস্থিত স্থানীয় সাংবাদিকবৃন্দ প্রশ্ন-উত্তর সেশনে এ সংক্রান্ত নিজেদের মতামতগুলো তুলে ধরেন। সভায় আরো উপস্থিত ছিলেন আয়াত এডুকেশনের পক্ষ থেকে সভায় উপস্থিত ছিলেন সহকারী প্রজেক্ট অফিসার মো. সারোয়ার আলম, কমিউনিটি মবিলাইজার অনন্যা রহমান ও ফাহিম হোসেন। #

নার্সারীতে সফলতা পেয়ে নার্সারী নুরুল ইসলাম সাত বার অর্জন করেছেন জেলা প্রশাসনের সম্মাননা পদক

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...