নারায়ণগঞ্জ  সোমবার | ২০শে মে, ২০২৪ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ গ্রীষ্মকাল | ১১ই জিলকদ, ১৪৪৫

শিরোনাম
  |   রূপগঞ্জে  নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন  চেয়ারম্যান প্রার্থী হাবিব   |   মিথ্যা সংবাদের প্রতিবাদে নাসিক প্যানেল মেয়র বাবুর সংবাদ সম্মেলন   |   রূপগঞ্জে হত্যাসহ ১৮ মামলার আসামির তান্ডবে অতিষ্ঠ এলাকাবাসী   |   বন্দরে জাপা নেতা সুমন প্রধানের বিরোদ্ধে জমি দখলের অভিযোগ   |   জমিদারতন্ত্র কায়েম করতে আ’লীগ আমি-ডামির নির্বাচন করেছে – জোনায়েদ সাকি   |   বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৮ম কমিটি গঠন   |   ফিলিস্তিনের মুক্তির লড়াইয়ে সংহতি জানিয়ে ছাত্র ফেডারেশন উদ্বোধন   |   বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৮ম সম্মেলন ১৭ মে   |   ১৭ মে এন পি সি’র যুগপূর্তিতে আলোকচিত্রের ক্রমবিকাশ নিয়ে আলোচনা   |   উপজেলা পরিষদ নির্বাচনআদালতকে হয়রানী করায় সেলিম প্রধানকে জরিমানা   |   বাবুরাইল খেলার মাঠ দখলে তদন্ত করে ব্যাবস্থাগ্রহনের নির্দেশ দিলেন পুলিশ সুপার   |   ১৭ মে গুলশান সিনেপ্লেক্সে মুক্তি পাবে পটু সিনেমা | সারা ফেলার প্রত্যাশা   |   প্রতারকদের কাছ থেকে বাবুরাইল খেলার মাঠের জমি যারা কিনছেন, ভুল করেছেন   |   পাগলায় ট্রেনে কাটা পড়ে বন্দরের টেলু’র মৃত্যু   |   বন্দরে ৪টি স্কুলের শিক্ষার মান নিয়ে নানা প্রশ্ন   |   রূপগঞ্জে নকল মশার কয়েলে সয়লাব | স্বাস্থ্য ঝুঁকিতে জনজীবন   |   গিয়াস উদ্দিনের জামিন না-মঞ্জুরে ফতুল্লা থানা বিএনপির তীব্র নিন্দা   |   করোনার রিপোর্ট করায় চীনা সাংবাদিক ৪ বছর জেল খেটে মুক্তি পাচ্ছেন   |   নারী কাউন্সিলরকে মারধরের অবিযোগে  কাউন্সিলর সামসুজ্জোহা বরখাস্ত    |   ভেজালবিরোধী অভিযানে চার প্রতিষ্ঠানকে ৩২ হাজার ৫শ টাকা জরিমানা
 প্রচ্ছদ   মহানগর   সিটি করপোরেশনের ১০ প্রকল্প ভিডিও কনফারেন্সে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
 132
সিটি করপোরেশনের ১০ প্রকল্প ভিডিও কনফারেন্সে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের নগরের জিমখানায় অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্য্যরে দৃষ্টি নন্দন শেখ রাসেল পার্ক-বাবুরাইল লেকসহ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উদ্যোগে বাস্তবায়িত ১০টি প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নগর ভবনের অডিটোরিয়ামেযুক্ত থেকে প্রকল্পগুলো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তিনি।
নগর ভবন প্রান্তে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী। এছাড়া উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনসহ নারায়ণগঞ্জের সূধী সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকল্পগুলো হলো- ৭২ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে আধুনিক, পরিবেশ বান্ধব ১০ তলা নগর ভবন, ৫৪ দশমিক ৬৭ কোটি টাকা ব্যয়ে নগরের জিমখানা এলাকায় শেখ রাসেল নগর পার্ক, দেয় কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত পাইকপাড়া মিচুয়েল ক্লাব, ১৭১ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে বাবুরাইল খাল পুন:খনন ও সৌন্দর্য বর্ধন, ৯১ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে
সিদ্ধিরগঞ্জ খাল পুন:খনন ও সৌন্দর্য বর্ধন, ৮ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে পাক-পাঞ্জাতন সিটি জামে মসজিদ, ২৬ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন(পুন:নির্মাণ), ৪ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে কলরব কিন্ডার গার্ডেন স্কুল, ২ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে সিটি ওয়েলফেয়ার মাঠ এবং ২ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে সোনাকান্দা খেলার মাঠ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 
প্রেস বিজ্ঞপ্তিঃ-
Narayanganj City Corporation নগর ভবন , ১০ , বঙ্গবন্ধু রোড , নারায়ণগঞ্জ । www.ncc.gov.bd শেখ হাসিনার মূলনীতি গ্রাম শহরের উন্নতি প্রেস রিলিজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪৬০ কোটি ৭৯ লক্ষ টাকা ব্যয়ে ১০ টি উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠান ১৪ নভেম্বর ২০২৩ / তারিখ : মঙ্গলবার অদ্য মঙ্গলবার সকাল ১০:০০ ঘটিকায় গণভবন থেকে ভিডিও কনফারেরেন্সের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি নারায়ণঞ্জ সিটি কর্পোরেশন কর্তৃক বাস্তবায়িত ১০ টি উন্নয়ন প্রকল্প শুভ উদ্বোধন ঘোষণা করেন । অপরপ্রান্তে নগর ভবন , নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ভ্যানু হতে মেয়র ডা . সেলিনা হায়াৎ আইভী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হন । এ সময় মেয়র নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন । নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্বোধনকৃত প্রকল্পসমূহ হচ্ছে : ( ১ ) নগর ভবন , প্রকল্প ব্যয় ৯৭.৫৭ কোটি ; ( ২ ) শেখ রাসেল পার্ক , প্রকল্প ব্যয় ৫৪.৬৭ কোটি ; ( ৩ ) বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত পাইকপাড়া মিউচুয়েল ক্লাব , প্রকল্প ব্যয় ১.৫৫ কোটি ; ( ৪ ) বাবুরাইল খাল পুনঃখনন ও সৌন্দর্যবর্ধন , প্রকল্প ব্যয় ১৭১.১৯ কোটি ; ( ৫ ) সিদ্ধিরগঞ্জ খাল পুনঃখনন ও সৌন্দর্যবর্ধন , প্রকল্প ব্যয় ৯১.৮৮ কোটি ( ৬ ) পাক – পাঞ্জাতন সিটি জামে মসজিদ , প্রকল্প ব্যয় ৮.৬৯ কোটি ( ৭ ) আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন , প্রকল্প ব্যয় ২৬.৩৩ কোটি ; ( ৮ ) কলরব কিন্ডারগার্টেন স্কুল , প্রকল্প ব্যয় ৪.১১ কোটি ; ( ৯ ) সিটি ওয়েলফেয়ার মাঠ , প্রকল্প ব্যয় ২.৫২ কোটি ; ও ( ১০ ) সোনাকান্দা মাঠ , প্রকল্প ব্যয় ২.২৮ কোটি টাকা । এ ১০ টি প্রকল্পে মোট ব্যয় হয়েছে ৪৬০ কোটি ৭৯ লক্ষ টাকা । ( এনসিসির নিজস্ব ১৬৭ কোটি ৮১ লক্ষ এবং জিওবি ২৯২ কোটি ১৮ লক্ষ টাকা ) । উদ্বোধনী অনুষ্ঠানে নগর ভবনের অডিটোরিয়ামে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ -৫ আসনের মাননীয় সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান , নারায়ণগঞ্জ -৪ আসনের মাননীয় সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান , নারায়ণগঞ্জ -২ আসনের মাননীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু , নারায়ণগঞ্জ -৩ আসনের মাননীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা , প্রধান নির্বাহী কর্মকর্তা , নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন , বীর মুক্তিযোদ্ধা , নারায়ণগঞ্জ জেলা মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ , বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ , গণ্যমান্য ব্যক্তিবর্গ , সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ । ১৪ নভেম্বর 2013 নগর ভবন , নারায়ণগঞ্জ । নারায়ণগঞ্জ প্রাচ্যের ডান্ডি ( Dundee ) খ্যাত ঐতিহ্যবাহী শিল্পসমৃদ্ধ , বন্দর এবং বাণিজ্যিক নগরী । নারায়ণগঞ্জের শিল্প ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী ২০১১ সালে নারায়ণগঞ্জ , সিদ্ধিরগঞ্জ ও কদমরসুল পৌরসভাকে একীভূত করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ঘোষণা করেন । মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ পরবর্তী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে রূপরেখা ও নির্দেশনায় অনুপ্রাণিত হয়ে ২০১১ সাল হতে অদ্যাবধি মেয়র ডা . সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ নগরীকে একটি পরিবেশ বান্ধব , পরিচ্ছন্ন , সুস্থ্য , নিরাপদ ও দারিদ্রমুক্ত পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন । উদ্বোধনকৃত প্রকল্পগুলো নগরীর শিক্ষা , সংস্কৃতি , ঐতিহ্য , গণপরিসর এর প্রসার , ধর্মীয় সংস্কৃতি , পরিবেশ – প্রতিবেশ সংরক্ষণ এবং জলবায়ু সহনশীল বাসযোগ্য নগরী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে । 28/2012020 প্রধান নির্বাহী কর্মকর্তা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। #

নার্সারীতে সফলতা পেয়ে নার্সারী নুরুল ইসলাম সাত বার অর্জন করেছেন জেলা প্রশাসনের সম্মাননা পদক

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...