নারায়ণগঞ্জ  সোমবার | ২০শে মে, ২০২৪ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ গ্রীষ্মকাল | ১১ই জিলকদ, ১৪৪৫

শিরোনাম
  |   রূপগঞ্জে  নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন  চেয়ারম্যান প্রার্থী হাবিব   |   মিথ্যা সংবাদের প্রতিবাদে নাসিক প্যানেল মেয়র বাবুর সংবাদ সম্মেলন   |   রূপগঞ্জে হত্যাসহ ১৮ মামলার আসামির তান্ডবে অতিষ্ঠ এলাকাবাসী   |   বন্দরে জাপা নেতা সুমন প্রধানের বিরোদ্ধে জমি দখলের অভিযোগ   |   জমিদারতন্ত্র কায়েম করতে আ’লীগ আমি-ডামির নির্বাচন করেছে – জোনায়েদ সাকি   |   বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৮ম কমিটি গঠন   |   ফিলিস্তিনের মুক্তির লড়াইয়ে সংহতি জানিয়ে ছাত্র ফেডারেশন উদ্বোধন   |   বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৮ম সম্মেলন ১৭ মে   |   ১৭ মে এন পি সি’র যুগপূর্তিতে আলোকচিত্রের ক্রমবিকাশ নিয়ে আলোচনা   |   উপজেলা পরিষদ নির্বাচনআদালতকে হয়রানী করায় সেলিম প্রধানকে জরিমানা   |   বাবুরাইল খেলার মাঠ দখলে তদন্ত করে ব্যাবস্থাগ্রহনের নির্দেশ দিলেন পুলিশ সুপার   |   ১৭ মে গুলশান সিনেপ্লেক্সে মুক্তি পাবে পটু সিনেমা | সারা ফেলার প্রত্যাশা   |   প্রতারকদের কাছ থেকে বাবুরাইল খেলার মাঠের জমি যারা কিনছেন, ভুল করেছেন   |   পাগলায় ট্রেনে কাটা পড়ে বন্দরের টেলু’র মৃত্যু   |   বন্দরে ৪টি স্কুলের শিক্ষার মান নিয়ে নানা প্রশ্ন   |   রূপগঞ্জে নকল মশার কয়েলে সয়লাব | স্বাস্থ্য ঝুঁকিতে জনজীবন   |   গিয়াস উদ্দিনের জামিন না-মঞ্জুরে ফতুল্লা থানা বিএনপির তীব্র নিন্দা   |   করোনার রিপোর্ট করায় চীনা সাংবাদিক ৪ বছর জেল খেটে মুক্তি পাচ্ছেন   |   নারী কাউন্সিলরকে মারধরের অবিযোগে  কাউন্সিলর সামসুজ্জোহা বরখাস্ত    |   ভেজালবিরোধী অভিযানে চার প্রতিষ্ঠানকে ৩২ হাজার ৫শ টাকা জরিমানা
 প্রচ্ছদ   মহানগর   সিদ্ধিরগঞ্জে নারীর ভয়ঙ্কর ফাঁদ চক্র | আরিফ দম্পতির বিরুদ্ধে অভিযোগ
 196
সিদ্ধিরগঞ্জে নারীর ভয়ঙ্কর ফাঁদ চক্র | আরিফ দম্পতির বিরুদ্ধে অভিযোগ
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  সিদ্ধিরগঞ্জে সুন্দরী নারীদের প্রেমের ফাঁদে পড়ে ব্লাকমেইলিংয়ের শিকার হচ্ছে বহু পুরুষ। এ চক্রের খপ্পড়ে পড়ে অনেকই হচ্ছে সর্বশান্ত। এমনই এক চক্রের ফাঁদে পড়ে লাখ টাকা মুক্তিপণ দিয়ে রক্ষা পাওয়া এক ভূক্তভোগী থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, মিজমিজি পূর্বপাড়া আলামিন নগর এলাকায় নারী দিয়ে বø্যাকমেইলিং চক্র গড়ে তুলে আরিফ হোসেন (৩০) ও তার স্ত্রী খাদিজা আক্তার কনা (২৫)। আরিফ বন্দর থানার দেওয়ানবাগ এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। মোবাইল ফোনে পরিচয়ে  খদিজা আক্তার কণা ব্যবসায়ীক কথা বলার  জন্য বাদীকে তার বাসায় আসতে অনুরোধ করেন।  তার অনুরোধে বাসায় এসে কথা বলার এক পর্যায় খাদিজা আক্তার কনা   বিবস্ত্র হয়ে বাদীকে জড়িয়ে ধরার চেষ্টা করে। এসময় বাদী প্রতিহত করতে চাইলে আরিফের নেতৃত্বে চক্রের সদস্যরা কক্ষে প্রবেশ করে নিজেদের পুলিশ ও গণমাধম্য কর্মী পরিচয় দিয়ে জোর পুর্বক খাদিজার সাথে আপত্তিকর ছবি ও ভিডিও ধারন করে। পরে এসব ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দাবীকৃত মুক্তিপণ দিতে অস্বীকার করলে বাদীকে মারধর শুরু করে। চক্রের কবল থেকে রক্ষা পেতে তাদের কথামত বাদী তার ডাচ্ বাংলা মোবাইল ব্যাংকিং কার্ডের মাধ্যমে(এ্যাকাউন্ট-নং ১৩৫১০১০০৭০২৮১) থেকে চক্রের অপর সদস্য ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং-নং ৭০১৭১০০০৬৭১৫৫ এ ট্রানজেকশন করে ১ লাখ টাকা নেয়।
পরে এসব কথা কাউকে না বলার ভয়ভীতি দেখিয়ে বাসা থেকে তাড়িয়ে দেয়। বাদীর অনিহার কারণে তার পরিচয় প্রকাশ করা হয়নি।
অভিযোগ তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক ইয়াউর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর থেকেই চক্রটি গ্রেপ্তারের চেষ্টা চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভয়ঙ্কর এ চক্রের অপকর্ম প্রকাশ হওয়ার পর থেকেই তারা গাঁ ডাকা দিয়েছে। চক্রটি দীর্ঘদিন ধরে ধনাঢ্য ব্যবসায়ী, চাকরিজীবী ও বিভিন্ন ব্যাক্তিদের টার্গেট করে নারী দিয়ে প্রেমের ফাঁদে ফেলে বাড়িতে ডেকে আনে। তখন চক্রের নারী সদস্যরা একান্ত সময় খাটানোর প্রলোভনে ফেলতো। তখনই কক্ষে প্রবেশ করে চক্রের পুরুষ সদস্যরা। এভাবেই তারা হাতিয়ে নিত লাখ লাখ টাকা। মানসম্মানের ভয়ে চক্রের দাবিকৃত অর্থ দিতে বাধ্য হয় ভূক্তভোগীরা।
অনুসন্ধানে জানা গেছে, আরিফ দম্পতি চক্রের সাথে একাধিক সন্দুরী যুবতী রয়েছে। এসব সুন্দরীরাই পুরুষ ধরার হাতিয়ার। চক্রে কয়েকজন পুরুষ রয়েছে, যারা নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও গণমাধ্যম কর্মী পরিচয় দিয়ে বø্যাকমেইলিং করে। একাধিক ভূক্তভোগী এসব তথ্য জানান। এক গার্মেন্ট ব্যবসায়ীর কাছ থেকে ২ লাখ ২০ হাজার, শহিদ নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার, ফরিদ নামে একজন চাকরিজীবীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে চক্রটির বিরুদ্ধে। #

নার্সারীতে সফলতা পেয়ে নার্সারী নুরুল ইসলাম সাত বার অর্জন করেছেন জেলা প্রশাসনের সম্মাননা পদক

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...