নারায়ণগঞ্জ  সোমবার | ২০শে মে, ২০২৪ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ গ্রীষ্মকাল | ১১ই জিলকদ, ১৪৪৫

শিরোনাম
  |   রূপগঞ্জে  নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন  চেয়ারম্যান প্রার্থী হাবিব   |   মিথ্যা সংবাদের প্রতিবাদে নাসিক প্যানেল মেয়র বাবুর সংবাদ সম্মেলন   |   রূপগঞ্জে হত্যাসহ ১৮ মামলার আসামির তান্ডবে অতিষ্ঠ এলাকাবাসী   |   বন্দরে জাপা নেতা সুমন প্রধানের বিরোদ্ধে জমি দখলের অভিযোগ   |   জমিদারতন্ত্র কায়েম করতে আ’লীগ আমি-ডামির নির্বাচন করেছে – জোনায়েদ সাকি   |   বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৮ম কমিটি গঠন   |   ফিলিস্তিনের মুক্তির লড়াইয়ে সংহতি জানিয়ে ছাত্র ফেডারেশন উদ্বোধন   |   বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৮ম সম্মেলন ১৭ মে   |   ১৭ মে এন পি সি’র যুগপূর্তিতে আলোকচিত্রের ক্রমবিকাশ নিয়ে আলোচনা   |   উপজেলা পরিষদ নির্বাচনআদালতকে হয়রানী করায় সেলিম প্রধানকে জরিমানা   |   বাবুরাইল খেলার মাঠ দখলে তদন্ত করে ব্যাবস্থাগ্রহনের নির্দেশ দিলেন পুলিশ সুপার   |   ১৭ মে গুলশান সিনেপ্লেক্সে মুক্তি পাবে পটু সিনেমা | সারা ফেলার প্রত্যাশা   |   প্রতারকদের কাছ থেকে বাবুরাইল খেলার মাঠের জমি যারা কিনছেন, ভুল করেছেন   |   পাগলায় ট্রেনে কাটা পড়ে বন্দরের টেলু’র মৃত্যু   |   বন্দরে ৪টি স্কুলের শিক্ষার মান নিয়ে নানা প্রশ্ন   |   রূপগঞ্জে নকল মশার কয়েলে সয়লাব | স্বাস্থ্য ঝুঁকিতে জনজীবন   |   গিয়াস উদ্দিনের জামিন না-মঞ্জুরে ফতুল্লা থানা বিএনপির তীব্র নিন্দা   |   করোনার রিপোর্ট করায় চীনা সাংবাদিক ৪ বছর জেল খেটে মুক্তি পাচ্ছেন   |   নারী কাউন্সিলরকে মারধরের অবিযোগে  কাউন্সিলর সামসুজ্জোহা বরখাস্ত    |   ভেজালবিরোধী অভিযানে চার প্রতিষ্ঠানকে ৩২ হাজার ৫শ টাকা জরিমানা
 প্রচ্ছদ   মহানগর   ১৮ জুন ৩৪০ টি কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবে নাসিক
 180
১৮ জুন ৩৪০ টি কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবে নাসিক
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  আগামী ১৮ জুন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩৪০ টি টিকাদান কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ২১,৭৪৩ শিশু ও ১২-৫৯ মাস বয়সী ১,১১,৬৯৬ শিশুকে ভিটামিন ‘ এ ‘ ক্যাপসুল খাওয়ানো হবে । আজ বৃহস্পতিবার ১৫ জুন নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের আয়োজিত কনফারেন্স রুমে সাংবাদিকদের নিয়ে ভিটামিন ‘ এ ক্যাপসল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের  মেডিকেল অফিসার ডাঃ শেখ মোস্তফা আলীভিটামিন ‘ এ ক্যাপসল ক্যাম্পেইনে সকল তথ্য উপস্থাপন করেন,
এসময় তিনি জানান,
সিটি কর্পোরেশনের নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ ও বন্দর কদম রসুল এলাকায়  ভিটামিন ‘ এ ‘ এর অভাবজনিত সমস্যা প্রতিরোধে আগামী ১৮ জুন ২০২৩  রোজ রবিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে দেশব্যাপী ৬-১১ মাস বয়সী শিশুদের একটি নীল রংয়ের ভিটামিন ‘ এ ‘ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রংয়ের ভিটামিন ‘ এ ‘ ক্যাপসুল খাওয়ানো হবে ।
এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩৪০ টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে ৬-১১ মাস বয়সী প্রায় ২১,৭৪৩ শিশু ও ১২-৫৯ মাস বয়সী প্রায় ১,১১,৬৯৬ শিশুকে ভিটামিন ‘ এ ‘ ক্যাপসুল খাওয়ানো হবে । এছাড়া ক্যাস্পেইন চলাকালীন সময়ে জনসাধারনের মাঝে বিভিন্ন স্বাস্থ্য ও পুষ্টিবার্তা প্রচার করা হবে ।
ভিটামিন ‘ এ ‘ যে শুধুমাত্র অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা করে তাই নয় , ভিটামিন ‘ এ ‘ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে , ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতা কমায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায় । বাংলাদেশে ভিটামিন ‘ এ ‘ এর অভাবজনিত সমস্যা প্রতিরোধে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন একভূত হয়ে বছরে দুইবার জাতীয় ভিটামিন ‘ এ ‘ প্লাস ক্যাম্পেইন পালন করে থাকে । জাতীয় ভিটামিন ‘ এ ‘ প্লাস ক্যাম্পেইনের উদ্দেশ্য ও লক্ষ্যমাত্রাঃ  ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের মধ্যে ভিটামিন ‘ এ’- এর অভাবজনিত রাতকানা রোগের প্রাদূর্ভার এক শতাংশের নীচে কমিয়ে আনা এবং তা অব্যাহত রাখা । ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অপুষ্টিজনিত মৃত্যু প্রতিরোধ করা ।  ৯০ শতাংশ – এর বেশী শিশু , যাদের বয়স ১২-৫৯ মাস , প্রতি ছয় মাস অন্তর বছরে দুইবার লাল রঙের ভিটামিন ‘ এ ‘ ( দুই লক্ষ আই ইউ ) ক্যাপসুল পাবে । ৯০ শতাংশ – এর বেশী শিশু , যাদের বয়স ৬-১১ মাস , প্রতি ছয় মাস অন্তর বছরে দুইবার নীল রঙের ভিটামিন ‘ এ ‘ ( এক লক্ষ আই ইউ ) ক্যাপসুল পাবে । জাতীয় ভিটামিন ‘ এ ‘ প্লাস ক্যাম্পেইনের কার্যক্রমঃ  ৬-১১ মাস বয়সী সকল শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘ এ ‘ ক্যাপসুল খাওয়ানো ।
১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘ এ ‘ ক্যাপসুল খাওয়ানো ।  শিশুর বয়স ৬ মাস পূর্ন হলে মায়ের দুধের পাশাপাশি পরিমান মত ঘরে তৈরী সুষম খাবার খাওয়ানোর জন্য সকলকে বলা । ভিটামিন ‘ এ ‘ সম্পর্কে একান্ত প্রয়োজনীয় কিছু বার্তাঃ  ভিটামিন ‘ এ ‘ ক্যাপসুল ভরাপেটে খাওয়ানো ভালো ।  ভিটামিন ‘ এ ‘ ক্যাপসুল শিশুর জন্য সম্পূর্ন নিরাপদ ।  ভিটামিন ‘ এ ‘ ক্যাপসুল খাওয়ালে পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার তেমন কোন ঝুঁকি নেই ।  পার্শ্ব প্রতিক্রিয়া হলে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন । আপনি যেখানেই থাকুন না কেন দেশের যে কোন ক্যাম্পেইন কেন্দ্র থেকে আপনার শিশুকে ভিটামিন ‘ এ ‘ ক্যাপসুল খাওয়াতে পারবেন ।  ভ্রমনে থাকাকালীন সময়েও আপনি রেল ষ্টেশনে , বাস স্ট্যান্ডে ফেরি ঘাটে , লঞ্চ টার্মিনাল অবস্থিত ক্যাম্পেইন কেন্দ্রে থেকে ভিটামিন ‘ এ ‘ ক্যাপসুল খাওয়াতে পারবেন ।  মারাত্বক অসুস্থ শিশুকে স্বাস্থ্যকর্মী / চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিটামিন ‘ এ ‘ ক্যাপসুল খাওয়াতে হবে । “ ভিটামিন ‘ এ ’ খাওয়ান , শিশু মৃত্যুর ঝুঁকি কমান। #

নার্সারীতে সফলতা পেয়ে নার্সারী নুরুল ইসলাম সাত বার অর্জন করেছেন জেলা প্রশাসনের সম্মাননা পদক

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...