নারায়ণগঞ্জ  সোমবার | ২০শে মে, ২০২৪ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ গ্রীষ্মকাল | ১১ই জিলকদ, ১৪৪৫

শিরোনাম
  |   রূপগঞ্জে  নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন  চেয়ারম্যান প্রার্থী হাবিব   |   মিথ্যা সংবাদের প্রতিবাদে নাসিক প্যানেল মেয়র বাবুর সংবাদ সম্মেলন   |   রূপগঞ্জে হত্যাসহ ১৮ মামলার আসামির তান্ডবে অতিষ্ঠ এলাকাবাসী   |   বন্দরে জাপা নেতা সুমন প্রধানের বিরোদ্ধে জমি দখলের অভিযোগ   |   জমিদারতন্ত্র কায়েম করতে আ’লীগ আমি-ডামির নির্বাচন করেছে – জোনায়েদ সাকি   |   বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৮ম কমিটি গঠন   |   ফিলিস্তিনের মুক্তির লড়াইয়ে সংহতি জানিয়ে ছাত্র ফেডারেশন উদ্বোধন   |   বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৮ম সম্মেলন ১৭ মে   |   ১৭ মে এন পি সি’র যুগপূর্তিতে আলোকচিত্রের ক্রমবিকাশ নিয়ে আলোচনা   |   উপজেলা পরিষদ নির্বাচনআদালতকে হয়রানী করায় সেলিম প্রধানকে জরিমানা   |   বাবুরাইল খেলার মাঠ দখলে তদন্ত করে ব্যাবস্থাগ্রহনের নির্দেশ দিলেন পুলিশ সুপার   |   ১৭ মে গুলশান সিনেপ্লেক্সে মুক্তি পাবে পটু সিনেমা | সারা ফেলার প্রত্যাশা   |   প্রতারকদের কাছ থেকে বাবুরাইল খেলার মাঠের জমি যারা কিনছেন, ভুল করেছেন   |   পাগলায় ট্রেনে কাটা পড়ে বন্দরের টেলু’র মৃত্যু   |   বন্দরে ৪টি স্কুলের শিক্ষার মান নিয়ে নানা প্রশ্ন   |   রূপগঞ্জে নকল মশার কয়েলে সয়লাব | স্বাস্থ্য ঝুঁকিতে জনজীবন   |   গিয়াস উদ্দিনের জামিন না-মঞ্জুরে ফতুল্লা থানা বিএনপির তীব্র নিন্দা   |   করোনার রিপোর্ট করায় চীনা সাংবাদিক ৪ বছর জেল খেটে মুক্তি পাচ্ছেন   |   নারী কাউন্সিলরকে মারধরের অবিযোগে  কাউন্সিলর সামসুজ্জোহা বরখাস্ত    |   ভেজালবিরোধী অভিযানে চার প্রতিষ্ঠানকে ৩২ হাজার ৫শ টাকা জরিমানা
 প্রচ্ছদ   মহানগর   ৪ শতাধিক ইয়াবা সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১
 98
৪ শতাধিক ইয়াবা সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ৪ শতাধিক ইয়াবা সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে  র‌্যাব-১১।  ১২ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জের পাইনাদী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
র‌্যাব-১১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে,
গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সিদ্ধিরগঞ্জ থানাধীন পাইনাদী নতুন মহল্লা এলাকার একটি বাসায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করার জন্য অবস্থান করিতেছে। এরই প্রেক্ষিতে ১২ সেপ্টেম্বর ২০২৩ তারিখ নারায়ণগঞ্জ জেলার
এরই ধারাবাহিকতায় র‌্যাব-১১, সদর কোম্পানী, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সিদ্ধিরগঞ্জ থানাধীন পাইনাদী নতুন মহল্লা এলাকার একটি বাসায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করার জন্য অবস্থান করিতেছে। এরই প্রেক্ষিতে ১২ সেপ্টেম্বর ২০২৩ তারিখ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন পাইনাদী নতুন মহল্লা সাকিনস্থ জৈনক তোফাজ্জল হোসেনের মালিকানাধীন ৬ষ্ট তলা বিল্ডিং এর নিচ তলার পূর্ব পাশের রুমের মধ্যে থেকে ০৩ জন ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিদের দেহ তল্লাশী করে তাদের পরিহিত প্যান্টের পকেট হতে ০৩ টি নীল রংয়ের এয়ার টাইট পলি প্যাকেট হতে ৪০০ (চার শত) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী ১। মোঃ আতিকুর রহমান ভ‚ঁইয়া @ আতিক (৫০), পিতা-মৃত আক্তার উদ্দিন ভ‚ঁইয়া, সাং-গজারিয়া (ভ‚ঁইয়া বাড়ী), থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জ, ২। মোঃ আল আমিন (২৭), পিতা-হাফিজুর মিয়া, সাং-মরিচা কান্দা ও ৩। মোঃ কামরুজ্জামান (২৭), পিতা-মানিক মিয়া, সাং-ইলোখিয়া, উভয় থানা-বেলাব, জেলা-নরসিংদী, সর্ব এ/পি-তোফাজ্জল হোসেনের ৬ষ্ঠ তলা বিল্ডিং এর নিচ তলার পূর্ব পাশের ভাড়াটিয়া, পাইনাদী নতুন মহল্লা (০১নং ওয়ার্ড), থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ। গ্রেফতারকৃত আসামী আতিকুর রহমান ভূইয়া @আতিক এর বিরুদ্ধে নি¤েœ বর্ণিত মামলাগুলো রয়েছে; ১। কক্সবাজার এর টেকনাফ থানার এফআইআর নং-৫০/৮০১, তারিখ- ১৪ সেপ্টেম্বর, ২০২১; সময়- ২০.৩৫ ঘটিকা, ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; এই মামলায় সে এজাহারে অভিযুক্ত/বিবাদী, ২। ডিএমপি এর ভাটারা থানার এফআইআর নং-৩১/৮৩, তারিখ- ১৬ ফেব্রæয়ারি, ২০২২; সময়- ০০.১৫ ঘটিকায়, ধারা-৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; এই মামলায় সে এজাহারে অভিযুক্ত/বিবাদী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায় যে, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ বিশেষ কৌশল অবলম্বন করে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নারায়ণগঞ্জ’সহ দেশে বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। #

নার্সারীতে সফলতা পেয়ে নার্সারী নুরুল ইসলাম সাত বার অর্জন করেছেন জেলা প্রশাসনের সম্মাননা পদক

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...