নারায়ণগঞ্জ  সোমবার | ২০শে মে, ২০২৪ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ গ্রীষ্মকাল | ১১ই জিলকদ, ১৪৪৫

শিরোনাম
  |   রূপগঞ্জে  নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন  চেয়ারম্যান প্রার্থী হাবিব   |   মিথ্যা সংবাদের প্রতিবাদে নাসিক প্যানেল মেয়র বাবুর সংবাদ সম্মেলন   |   রূপগঞ্জে হত্যাসহ ১৮ মামলার আসামির তান্ডবে অতিষ্ঠ এলাকাবাসী   |   বন্দরে জাপা নেতা সুমন প্রধানের বিরোদ্ধে জমি দখলের অভিযোগ   |   জমিদারতন্ত্র কায়েম করতে আ’লীগ আমি-ডামির নির্বাচন করেছে – জোনায়েদ সাকি   |   বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৮ম কমিটি গঠন   |   ফিলিস্তিনের মুক্তির লড়াইয়ে সংহতি জানিয়ে ছাত্র ফেডারেশন উদ্বোধন   |   বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৮ম সম্মেলন ১৭ মে   |   ১৭ মে এন পি সি’র যুগপূর্তিতে আলোকচিত্রের ক্রমবিকাশ নিয়ে আলোচনা   |   উপজেলা পরিষদ নির্বাচনআদালতকে হয়রানী করায় সেলিম প্রধানকে জরিমানা   |   বাবুরাইল খেলার মাঠ দখলে তদন্ত করে ব্যাবস্থাগ্রহনের নির্দেশ দিলেন পুলিশ সুপার   |   ১৭ মে গুলশান সিনেপ্লেক্সে মুক্তি পাবে পটু সিনেমা | সারা ফেলার প্রত্যাশা   |   প্রতারকদের কাছ থেকে বাবুরাইল খেলার মাঠের জমি যারা কিনছেন, ভুল করেছেন   |   পাগলায় ট্রেনে কাটা পড়ে বন্দরের টেলু’র মৃত্যু   |   বন্দরে ৪টি স্কুলের শিক্ষার মান নিয়ে নানা প্রশ্ন   |   রূপগঞ্জে নকল মশার কয়েলে সয়লাব | স্বাস্থ্য ঝুঁকিতে জনজীবন   |   গিয়াস উদ্দিনের জামিন না-মঞ্জুরে ফতুল্লা থানা বিএনপির তীব্র নিন্দা   |   করোনার রিপোর্ট করায় চীনা সাংবাদিক ৪ বছর জেল খেটে মুক্তি পাচ্ছেন   |   নারী কাউন্সিলরকে মারধরের অবিযোগে  কাউন্সিলর সামসুজ্জোহা বরখাস্ত    |   ভেজালবিরোধী অভিযানে চার প্রতিষ্ঠানকে ৩২ হাজার ৫শ টাকা জরিমানা
 প্রচ্ছদ   রাজনীতি   আমাকে জয়ী করলে শেখ হাসিনা জয়ী হবে – সেলিম ওসমান
 20
আমাকে জয়ী করলে শেখ হাসিনা জয়ী হবে – সেলিম ওসমান
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩

বন্দর প্রতিবেদকঃ  আসন্ন  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মনোনিত সংসদ সদস্য প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এ,কে,এম সেলিম ওসমান বলেছেন, আপনারা আগামী ৭ জানুয়ারী ভোট কেন্দ্রে যাবেন। লাঙ্গল মার্কায় ভোট দিবেন। আর মনে করবেন একটা সিল দিলেন একটা দেশওদ্রহীকে হত্যা করলেন। তিনি আরো বলেন,  আমাকে জয়ী করলে শেখ হাসিনা জয়ী হবে। শেখ হাসিনার জয়ী মানে বাংলাদেশের উন্নয়ন নিশ্চিত। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ হওয়ার যে চ্যালেঞ্জ কেউ আর তা ব্যহত করতে পারবে না।

আমার খালা, চাচি, ফুফুরা বলেন ওই সেলিম ওসমান এত কথা কও, এত বছর এমপি আছিলা আমাদের গ্যাসটা গেল কই, গ্যাসটা কেন দেওনা। আচ্ছা আমি এখন যদি বলি আল্লাহ ঝপ ঝপাইয়া বৃষ্টি দেও, বৃষ্টি হেব?  এখন আমি যদি বলি চৈত্র মাসের গরম দেও, গরম হবে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্যাসের উৎপত্তি করেছে। এই গ্যাস বাংলাদেশের মানুষ ১০০ বছর এটাকে ব্যবহার করতে পারত। অনেকে বলেছেন আমি নাকি ৮০% কাজ করেছি।আমি করোনা ও ইউক্রেনের যুদ্ধের কারনে উন্নয়ন করতে পারি নাই। আমি মাত্র ২০% কাজ করেছি। বন্দরে ৫টি ইউনিয়নে ৫টি স্কুল করেছি। আমাকে নির্বাচিত করেন আমি উন্নয়ন করব। পরিশেষে আমি সকলে দোয়া চাই।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টায় বন্দর সমরক্ষেত্রে জাতীয় পার্টি নারায়নগঞ্জ ৫ (সদর- বন্দর) আসনের জনগন কর্তৃক আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি বক্তবে তিনি এ কথা বলেন।

জেলা জাতীয় পার্টির সভাপতি ও বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু সভাপতিত্বে নির্বাচনী জনসভায়  বক্তব্য রাখেন সাবেক এমপি হোসনে আরা বাবলি, নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, সংসদ সদস্য প্রাথী সেলিম ওসমানের সহধর্মিনী  নাসরিন ওসমান, সংসদ সদস্য প্রাথী ছোট বোন নিগার সুলতান,জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, নারায়নগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড: আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল, নারায়নগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড: খোকন সাহা, সাংগঠনিক সম্পাদক এড: মাহামুদা মালা, বন্দর উপজেলা  আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম,এ রশীদ ও একই কমিটির সাধারন সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন প্রধান, ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী কামাল হোসেন, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহাম্মেদ, মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদ,নারায়নগঞ্জ মহানগর জাতীয় পার্টির সাধারন সম্পাদক ও নাসিক ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন,  নাসিকের সাবেক মহিলা  কাউন্সিলর ইসরাত জাহান খান স্মৃতি প্রমুখ।

নির্বাচনী জনসভায় আরো উপস্থিত ছিলেন,  বন্দর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা, বন্দর থানা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধ আব্দুল লতিফ, সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা কাজী নাছির, মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম,এ সালাম, মহানগর জাতীয় পার্টি সভাপতি দুলাল,বন্দর উপজেলা জাতীয় পার্টি সভাপতি বাচ্চু মিয়া, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ,কে, এম ইব্রাহিম কাশেম, বন্দর থানা যুবলীগ নেতা খান মাসুদ, ২২ নং ওয়ার্ডের কাউন্সিলর সুলতান আহাম্মেদ, ২১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার, ২০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদসহ নারায়নগঞ্জ সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগনসহ আওয়ামীলীগ ও জাতীয় পার্টি  অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। #

নার্সারীতে সফলতা পেয়ে নার্সারী নুরুল ইসলাম সাত বার অর্জন করেছেন জেলা প্রশাসনের সম্মাননা পদক

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...