নারায়ণগঞ্জ  সোমবার | ২০শে মে, ২০২৪ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ গ্রীষ্মকাল | ১১ই জিলকদ, ১৪৪৫

শিরোনাম
  |   রূপগঞ্জে  নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন  চেয়ারম্যান প্রার্থী হাবিব   |   মিথ্যা সংবাদের প্রতিবাদে নাসিক প্যানেল মেয়র বাবুর সংবাদ সম্মেলন   |   রূপগঞ্জে হত্যাসহ ১৮ মামলার আসামির তান্ডবে অতিষ্ঠ এলাকাবাসী   |   বন্দরে জাপা নেতা সুমন প্রধানের বিরোদ্ধে জমি দখলের অভিযোগ   |   জমিদারতন্ত্র কায়েম করতে আ’লীগ আমি-ডামির নির্বাচন করেছে – জোনায়েদ সাকি   |   বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৮ম কমিটি গঠন   |   ফিলিস্তিনের মুক্তির লড়াইয়ে সংহতি জানিয়ে ছাত্র ফেডারেশন উদ্বোধন   |   বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৮ম সম্মেলন ১৭ মে   |   ১৭ মে এন পি সি’র যুগপূর্তিতে আলোকচিত্রের ক্রমবিকাশ নিয়ে আলোচনা   |   উপজেলা পরিষদ নির্বাচনআদালতকে হয়রানী করায় সেলিম প্রধানকে জরিমানা   |   বাবুরাইল খেলার মাঠ দখলে তদন্ত করে ব্যাবস্থাগ্রহনের নির্দেশ দিলেন পুলিশ সুপার   |   ১৭ মে গুলশান সিনেপ্লেক্সে মুক্তি পাবে পটু সিনেমা | সারা ফেলার প্রত্যাশা   |   প্রতারকদের কাছ থেকে বাবুরাইল খেলার মাঠের জমি যারা কিনছেন, ভুল করেছেন   |   পাগলায় ট্রেনে কাটা পড়ে বন্দরের টেলু’র মৃত্যু   |   বন্দরে ৪টি স্কুলের শিক্ষার মান নিয়ে নানা প্রশ্ন   |   রূপগঞ্জে নকল মশার কয়েলে সয়লাব | স্বাস্থ্য ঝুঁকিতে জনজীবন   |   গিয়াস উদ্দিনের জামিন না-মঞ্জুরে ফতুল্লা থানা বিএনপির তীব্র নিন্দা   |   করোনার রিপোর্ট করায় চীনা সাংবাদিক ৪ বছর জেল খেটে মুক্তি পাচ্ছেন   |   নারী কাউন্সিলরকে মারধরের অবিযোগে  কাউন্সিলর সামসুজ্জোহা বরখাস্ত    |   ভেজালবিরোধী অভিযানে চার প্রতিষ্ঠানকে ৩২ হাজার ৫শ টাকা জরিমানা
 প্রচ্ছদ   রাজনীতি   আমি এমপি না হলে কিছু হবে না, শেখ হাসিনা না এলে দেশ ধ্বংস হয়ে যাবে – শামীম ওসমান
 86
আমি এমপি না হলে কিছু হবে না, শেখ হাসিনা না এলে দেশ ধ্বংস হয়ে যাবে – শামীম ওসমান
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান বলেছেন, ওরা আবারও ষড়যন্ত্র করছে। এবার নির্বাচন নিয়ে নয়। জাতির পিতার কণ্যা বলেছেন যে, উন্নয়ন নাকি অপরাধ হয়েছে। তাই থামিয়ে দিতে চাচ্ছে। পৃথিবীর এতো মন্দা থাকা অবস্থায়ও ২০৪১ সালের মধ্যে টপ ১০ টা দেশের মধ্যে যাবো। জাতীয় শ্রমিক লীগ এর ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা গুলো বলেন।

বৃহস্পতিবার ( ১২ অক্টোবর ) বিকেলে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে জেলা শ্রমিক লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শামীম ওসমান আরও বলেন, এতো তেলবাজ, এতো নাটকবাজ চলে এসেছে আর ভালো লাগে না। আমি চিঠি লিখে বলেছিলাম আমাকে মনোনয়ন দিয়েন না। কারণ আমি এমপি না হলে কিছু হবে না। কিন্তু শেখ হাসিনা না এলে দেশ ধ্বংস হয়ে যাবে। এটা বড় যুদ্ধ। সারারাত ঘুমাই না, আমি সব খবর পাই। আমি জানি ওরা কোন দিক দিয়ে এগোচ্ছে আর ওরাও জানে আমি কোনো দিক দিয়ে এগোচ্ছি। ফুল গাছ লাগালে ফুল পাবেন, ফল গাছ লাগালে ফল পাবেন, কাটা গাছ লাগালে কাটা পাবেন। শেখ হাসিনা এখন দেশের সম্পদ তাকে দরকার। তিনি ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হবে। নতুন প্রজন্মের লাভ হবে।

শ্রমিক লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে শামীম ওসমান বলেন, সংগঠনটা গুছান। হাইব্রিড নিয়েন না, সিএস, আরএস দেখে নিয়েন। যোগ্যদের মূল্যায়িত করুন। কম নেতা দিয়ে সাজান, কিন্তু ভালো মতো সাজান।


জাতীয় শ্রমিক লীগ নারায়ণগঞ্জ জেলার আহবায়ক আব্দুল কাদির’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও চেয়ারম্যান জেলা পরিষদ নারায়ণগঞ্জ বাবু চন্দন শীল, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা, জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির দর কষাকষি বিষয়ক সম্পাদক ও বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক এম এ রাসেল, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হক নিপু।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের সদস্য সচিব মোঃ কামাল হোসেন, বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক লীগের সহ সভাপতি মোঃ আশরাফ উদ্দিন।আরও বক্তব্য রাখেন, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মোঃ হুমায়ুন, মোঃ মোসলে উদ্দিন জীবন প্রমুখ। #

নার্সারীতে সফলতা পেয়ে নার্সারী নুরুল ইসলাম সাত বার অর্জন করেছেন জেলা প্রশাসনের সম্মাননা পদক

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...