নারায়ণগঞ্জ  সোমবার | ২০শে মে, ২০২৪ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ গ্রীষ্মকাল | ১১ই জিলকদ, ১৪৪৫

শিরোনাম
  |   রূপগঞ্জে  নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন  চেয়ারম্যান প্রার্থী হাবিব   |   মিথ্যা সংবাদের প্রতিবাদে নাসিক প্যানেল মেয়র বাবুর সংবাদ সম্মেলন   |   রূপগঞ্জে হত্যাসহ ১৮ মামলার আসামির তান্ডবে অতিষ্ঠ এলাকাবাসী   |   বন্দরে জাপা নেতা সুমন প্রধানের বিরোদ্ধে জমি দখলের অভিযোগ   |   জমিদারতন্ত্র কায়েম করতে আ’লীগ আমি-ডামির নির্বাচন করেছে – জোনায়েদ সাকি   |   বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৮ম কমিটি গঠন   |   ফিলিস্তিনের মুক্তির লড়াইয়ে সংহতি জানিয়ে ছাত্র ফেডারেশন উদ্বোধন   |   বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৮ম সম্মেলন ১৭ মে   |   ১৭ মে এন পি সি’র যুগপূর্তিতে আলোকচিত্রের ক্রমবিকাশ নিয়ে আলোচনা   |   উপজেলা পরিষদ নির্বাচনআদালতকে হয়রানী করায় সেলিম প্রধানকে জরিমানা   |   বাবুরাইল খেলার মাঠ দখলে তদন্ত করে ব্যাবস্থাগ্রহনের নির্দেশ দিলেন পুলিশ সুপার   |   ১৭ মে গুলশান সিনেপ্লেক্সে মুক্তি পাবে পটু সিনেমা | সারা ফেলার প্রত্যাশা   |   প্রতারকদের কাছ থেকে বাবুরাইল খেলার মাঠের জমি যারা কিনছেন, ভুল করেছেন   |   পাগলায় ট্রেনে কাটা পড়ে বন্দরের টেলু’র মৃত্যু   |   বন্দরে ৪টি স্কুলের শিক্ষার মান নিয়ে নানা প্রশ্ন   |   রূপগঞ্জে নকল মশার কয়েলে সয়লাব | স্বাস্থ্য ঝুঁকিতে জনজীবন   |   গিয়াস উদ্দিনের জামিন না-মঞ্জুরে ফতুল্লা থানা বিএনপির তীব্র নিন্দা   |   করোনার রিপোর্ট করায় চীনা সাংবাদিক ৪ বছর জেল খেটে মুক্তি পাচ্ছেন   |   নারী কাউন্সিলরকে মারধরের অবিযোগে  কাউন্সিলর সামসুজ্জোহা বরখাস্ত    |   ভেজালবিরোধী অভিযানে চার প্রতিষ্ঠানকে ৩২ হাজার ৫শ টাকা জরিমানা
 প্রচ্ছদ   রাজনীতি   চিহ্নিত সন্ত্রাসীরা তরিকুল সুজনের উপ হামলা চালিয়েছে | প্রতিবাদ মিছিল 
 187
চিহ্নিত সন্ত্রাসীরা তরিকুল সুজনের উপ হামলা চালিয়েছে | প্রতিবাদ মিছিল 
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা কমিটির সমন্বয়কারী তরিকুল সুজনের উপর চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। রোববার ১৭ সেপ্টেম্বর রাত পৌনে ৯ টার দিকে শহরের আল্লামা ইকবাল রোডে (কলেজ রোড) এ হামলার ঘটনা ঘটে। পরে আহত তরিকুল সুজনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
সম্প্রতি একই স্থানে সন্ত্রাসীদের হাতে  ছাত্রদলের ৪ নেতাকর্মী আহত হয়েছিল। প্রশাসনের নিস্ক্রীয়তায় আবারও হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। নিরেপক্ষ তদন্ত করলেই পুলিশ এই সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে পারবেন বলে তারা দাবি করেন।
এদিকে হামলার ঘটনায় তাৎক্ষনিকভাবে শহরে প্রতিবাদ মিছিল করেছে গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা।
হামলার শিকার তরিকুল সুজন বলেন, তিনি আল্লামা ইকবাল রোডের পাশের সড়কে একটি দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিলেন। এমন সময় বৃষ্টি নামলে দৌঁড়ে সরকারি তোলারাম কলেজের উত্তর দিকে তাঁর মালিকানাধীন রেস্তোরাঁর নিচ তলায় গিয়ে দাঁড়ান।
ওই সময় সেখানে আগে থেকেই অবস্থান করা কয়েকজন যুবক অশ্লীল ভাষায় গালিগালাজ করে তাকে এলোপাথারিভাবে কিল-ঘুষি মারতে থাকেন। হামলাকারী ওই দুই যুবক কিল-ঘুষি মারতে থাকে আর বলে বেশি বাইড়া গেছো, নারায়ণগঞ্জে থাইকা কার নামে কী কও বোঝো?’  আমি মনে করছি, আগে থেকেই তারা আমাকে ফলো করছিলো। তিনি আরও বলেন, আমি দীর্ঘদিন রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের সাথে যুক্ত। নারায়ণগঞ্জের মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা বিচার দাবিসহ বিভিন্ন নাগরিক ও রাজনৈতিক আন্দোলনে সক্রিয় ভুমিকা রাখছি। তার এসব রাজনৈতিক বক্তব্য ও কার্যক্রমের কারণে প্রতিপক্ষ কেউ এই হামলা করেছে বলেন গণসংহতির এই নেতা দাবি করেন। গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস বলেন, আমাদের দল গণসংহতি আন্দোলন জনগণের পক্ষে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করছে। এই আন্দোলনের কারনে জনবিরোধী যে গোষ্ঠী ক্ষতিগ্রস্ত হয়েছে বা হচ্ছে তারাই এ হামলা করেছে। আমরা এ হামলার নিন্দা জানিয়ে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাই।
এরআগে গত ১৪ জুলাই আল্লামা ইকবাল রোডে ছাত্রদলের চার নেতাকে মারধর করে ছাত্রলীগের নেতারা। এই সময় সংবাদ সংগ্রহে গেলে গণমাধ্যমকর্মীরাও হামলার শিকার হন। ওই ঘটনার উল্লেখ করে অঞ্জন দাস আরও বলেন, কয়েকদিন আগে একইভাবে একই জায়গায় ছাত্রদলের নেতাদের পেটায় ছাত্রলীগের নেতারা। ওই ঘটনারও কোন বিচার হয়নি। প্রশাসনকে বলবো, জনগণের পক্ষে অবস্থান নিয়ে এসব হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। আর যারা হামলা করছেন, তাদের বলবো, হামলা করে কন্ঠরোধ করা যায় না। এ বিষয়ে যোগাযোগ করা হলে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আযম বলেন, হামলার ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। তবে এ ব্যাপারে খোঁজ নেওয়া হবে বলে জানান তিনি। #

নার্সারীতে সফলতা পেয়ে নার্সারী নুরুল ইসলাম সাত বার অর্জন করেছেন জেলা প্রশাসনের সম্মাননা পদক

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...