নারায়ণগঞ্জ  সোমবার | ২০শে মে, ২০২৪ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ গ্রীষ্মকাল | ১১ই জিলকদ, ১৪৪৫

শিরোনাম
  |   রূপগঞ্জে  নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন  চেয়ারম্যান প্রার্থী হাবিব   |   মিথ্যা সংবাদের প্রতিবাদে নাসিক প্যানেল মেয়র বাবুর সংবাদ সম্মেলন   |   রূপগঞ্জে হত্যাসহ ১৮ মামলার আসামির তান্ডবে অতিষ্ঠ এলাকাবাসী   |   বন্দরে জাপা নেতা সুমন প্রধানের বিরোদ্ধে জমি দখলের অভিযোগ   |   জমিদারতন্ত্র কায়েম করতে আ’লীগ আমি-ডামির নির্বাচন করেছে – জোনায়েদ সাকি   |   বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৮ম কমিটি গঠন   |   ফিলিস্তিনের মুক্তির লড়াইয়ে সংহতি জানিয়ে ছাত্র ফেডারেশন উদ্বোধন   |   বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৮ম সম্মেলন ১৭ মে   |   ১৭ মে এন পি সি’র যুগপূর্তিতে আলোকচিত্রের ক্রমবিকাশ নিয়ে আলোচনা   |   উপজেলা পরিষদ নির্বাচনআদালতকে হয়রানী করায় সেলিম প্রধানকে জরিমানা   |   বাবুরাইল খেলার মাঠ দখলে তদন্ত করে ব্যাবস্থাগ্রহনের নির্দেশ দিলেন পুলিশ সুপার   |   ১৭ মে গুলশান সিনেপ্লেক্সে মুক্তি পাবে পটু সিনেমা | সারা ফেলার প্রত্যাশা   |   প্রতারকদের কাছ থেকে বাবুরাইল খেলার মাঠের জমি যারা কিনছেন, ভুল করেছেন   |   পাগলায় ট্রেনে কাটা পড়ে বন্দরের টেলু’র মৃত্যু   |   বন্দরে ৪টি স্কুলের শিক্ষার মান নিয়ে নানা প্রশ্ন   |   রূপগঞ্জে নকল মশার কয়েলে সয়লাব | স্বাস্থ্য ঝুঁকিতে জনজীবন   |   গিয়াস উদ্দিনের জামিন না-মঞ্জুরে ফতুল্লা থানা বিএনপির তীব্র নিন্দা   |   করোনার রিপোর্ট করায় চীনা সাংবাদিক ৪ বছর জেল খেটে মুক্তি পাচ্ছেন   |   নারী কাউন্সিলরকে মারধরের অবিযোগে  কাউন্সিলর সামসুজ্জোহা বরখাস্ত    |   ভেজালবিরোধী অভিযানে চার প্রতিষ্ঠানকে ৩২ হাজার ৫শ টাকা জরিমানা
 প্রচ্ছদ   রাজনীতি   দীর্ঘদিন কাউন্সিল না হওয়ায় সোনারগাঁওয়ে ছাত্রলীগে নতুন নেতৃত্ব আসছে না
 53
দীর্ঘদিন কাউন্সিল না হওয়ায় সোনারগাঁওয়ে ছাত্রলীগে নতুন নেতৃত্ব আসছে না
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
সোনারগাঁও প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা শাখার দায়িত্বে বয়স্ক ও অছাত্ররা দীর্ঘদিন ধরে পদ আগলে থাকায় নতুন নেতৃত্ব আসছে না এতে হতাশায় ভুগছেন ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনটির স্থানীয় কর্মীরা। পদপ্রত্যাশী প্রায় শতাধিক নেতাকর্মী বিগত দিনে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে এলেও নতুন কমিটি না হওয়ায় অনেকেই ঝিমিয়ে পড়ছেন। ফলে নতুন নেতৃত্ব সৃষ্টি হচ্ছে না । পরিচয়হীন ছাত্ররাজনীতি থেকে অনেকেই ঘরমুখী হচ্ছেন বলে দেখা গেছে। দলীয় সূত্রে জানা গেছে, সামনে জাতীয় সংসদ নির্বাচন। শীঘ্রই ছাত্রলীগের কমিটি যাতে দেয়া হয় কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে জোর দাবি তোলা হয়েছে তৃনমূল থেকে। নতুন কমিটি না হওয়ায় ছাত্রলীগের চেইন অব কমান্ড, নতুন নেতৃত্ব তৈরি, সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা সহ নানা বিষয়ে ধোঁয়াশা তৈরি হচ্ছে। এসব সমস্যা সমাধানে নতুন কমিটি করার প্রয়োজনীয়তা রয়েছে বলে ছাত্রলীগ নেতারা দাবি করেন। জানা যায়, ২০১৫ সালের ৮ আগস্ট নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি শাফায়েত আলম সানি ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে সোনারগাঁ উপজেলা কমিটিতে হাসান রাশেদ কে সভাপতি ও রাসেল মাহমুদ কে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষনা করেন। অনুসন্ধানে জানা যায়, ১৯৯৬ সালে এসএসসি পাস করা আবু হাসান তার নাম পরিবর্তন করে হাসান রাশেদ নামে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি পদ বাগিয়ে নেন। তার বর্তমান বয়স ৪৩ বছর। অন্যদিকে মো. রাসেল মাহমুদ  এসএসসির গন্ডি পেরুতে না পারলেও ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে আসীন হয়। ২০১৫ সালে গঠিত সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের ৭১ সদস্যের মধ্যে বর্তমানে ৬৫ জনই বিবাহিত। দীর্ঘ ৭ বছর পর সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের কে হতে যাচ্ছেন সভাপতি ও সম্পাদক। এরই মধ্যে সভাপতি পদে তিনটি নাম শোনা যাচ্ছে। তারা হলেন- সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক রাশেদুল ইসলাম রাসেল, মোগড়াপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম সাগর, বারদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ নাজমুল আলম বাবু। অপরদিকে সাধারণ সম্পাদক হিসেবে আলোচনায় রয়েছেন – সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের ক্রীয়া সম্পাদক ও কাঁচপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক নাসির উদ্দিন। এ ব্যাপারে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের কমিটির শীর্ষ পদে আসতে ইচ্ছুক কিংবা বর্তমান কমিটির নেতারা পরিষ্কারভাবে এখনো কিছু জানতে পারেননি। তবে বর্তমান কমিটির অনেক নেতাই সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের শীর্ষ পদে আসতে উদগ্রীব বলে জানিয়েছে সূত্র। #

নার্সারীতে সফলতা পেয়ে নার্সারী নুরুল ইসলাম সাত বার অর্জন করেছেন জেলা প্রশাসনের সম্মাননা পদক

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...