নারায়ণগঞ্জ  সোমবার | ২০শে মে, ২০২৪ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ গ্রীষ্মকাল | ১১ই জিলকদ, ১৪৪৫

শিরোনাম
  |   রূপগঞ্জে  নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন  চেয়ারম্যান প্রার্থী হাবিব   |   মিথ্যা সংবাদের প্রতিবাদে নাসিক প্যানেল মেয়র বাবুর সংবাদ সম্মেলন   |   রূপগঞ্জে হত্যাসহ ১৮ মামলার আসামির তান্ডবে অতিষ্ঠ এলাকাবাসী   |   বন্দরে জাপা নেতা সুমন প্রধানের বিরোদ্ধে জমি দখলের অভিযোগ   |   জমিদারতন্ত্র কায়েম করতে আ’লীগ আমি-ডামির নির্বাচন করেছে – জোনায়েদ সাকি   |   বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৮ম কমিটি গঠন   |   ফিলিস্তিনের মুক্তির লড়াইয়ে সংহতি জানিয়ে ছাত্র ফেডারেশন উদ্বোধন   |   বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৮ম সম্মেলন ১৭ মে   |   ১৭ মে এন পি সি’র যুগপূর্তিতে আলোকচিত্রের ক্রমবিকাশ নিয়ে আলোচনা   |   উপজেলা পরিষদ নির্বাচনআদালতকে হয়রানী করায় সেলিম প্রধানকে জরিমানা   |   বাবুরাইল খেলার মাঠ দখলে তদন্ত করে ব্যাবস্থাগ্রহনের নির্দেশ দিলেন পুলিশ সুপার   |   ১৭ মে গুলশান সিনেপ্লেক্সে মুক্তি পাবে পটু সিনেমা | সারা ফেলার প্রত্যাশা   |   প্রতারকদের কাছ থেকে বাবুরাইল খেলার মাঠের জমি যারা কিনছেন, ভুল করেছেন   |   পাগলায় ট্রেনে কাটা পড়ে বন্দরের টেলু’র মৃত্যু   |   বন্দরে ৪টি স্কুলের শিক্ষার মান নিয়ে নানা প্রশ্ন   |   রূপগঞ্জে নকল মশার কয়েলে সয়লাব | স্বাস্থ্য ঝুঁকিতে জনজীবন   |   গিয়াস উদ্দিনের জামিন না-মঞ্জুরে ফতুল্লা থানা বিএনপির তীব্র নিন্দা   |   করোনার রিপোর্ট করায় চীনা সাংবাদিক ৪ বছর জেল খেটে মুক্তি পাচ্ছেন   |   নারী কাউন্সিলরকে মারধরের অবিযোগে  কাউন্সিলর সামসুজ্জোহা বরখাস্ত    |   ভেজালবিরোধী অভিযানে চার প্রতিষ্ঠানকে ৩২ হাজার ৫শ টাকা জরিমানা
 প্রচ্ছদ   রাজনীতি   বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা অর্জন করেছি, তার স্বপ্ন বাস্তবায়ন করছে  শেখ হাসিনা – মতিয়া চৌধুরী
 51
বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা অর্জন করেছি, তার স্বপ্ন বাস্তবায়ন করছে  শেখ হাসিনা – মতিয়া চৌধুরী
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১৫ মার্চ, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জে জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী বলেছেন বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশকে সোনার বাংলা পরিনত করার। তার সে-ই স্বপ্ন এখন বাস্তবায়ন করছে তার কন্যা শেখ হাসিনা। তিনি বলেন বঙ্গবন্ধু আমাদের স্বপ্ন দেখিয়েছেন অধিকার আদায়ের পাশাপাশি নিজেদের স্বনির্ভর করে গড়ে তোলার। আমরা অধিকার প্রতিষ্ঠা করে বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা অর্জন করেছি। এখন আমরা দেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে পরিণত করতে যাচ্ছি। তিনি বুধবার বিকেলে নারায়ণগঞ্জের বিদ্যানিকেতন হাই স্কুলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। স্কুল পরিচালনা পরিষদের চেয়ারম্যান কাশেম হুমায়ূনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারায়নগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, জাতীয় সংসদ সদস্য সেলিম ওসমান, জাতীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা ও জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইসমত আরা, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন সাগর, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, বিদ্যানিকেতন ট্রাষ্টের সদস্য সচিব দেলোয়ার হোসেন চুন্নু, প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা, ট্রাষ্টের সদস্য আব্দুস সালাম, মোয়াজ্জেম হোসেন সোহেল, আফজাল হোসেন পন্টি, নবনীত সাহা, ফয়সাল আজিজ তুষার, মাহবুবুর রহমান, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ট্রাস্টি সদস্য জাকির হোসেন, আজহার আলম, তৌহিদ ইমাম পিটু।সংসদ সদস্য সেলিম ওসমান বলেন, যতদিন বাংলাদেশ টিকে থাকবে ততদিন বঙ্গবন্ধু আমাদের হৃদয়ে অবস্থান করবে। তিনি বলেন, শিক্ষার্থীদের বঙ্গবন্ধু সম্পর্কে আরো বেশি করে জানতে হবে। বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন জানলেই আমরা স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে পারব। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের বর্তমান প্রজন্মকে গড়ে তুলতে হবে। এজন্য শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের এগিয়ে আসার আহবান জানান।সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেন, বঙ্গবন্ধু কোনো দলের নয়। তিনি জাতির পিতা। বাঙালি জাতির প্রতিটি মানুষের হৃদয়ে তার বসবাস। আমরা বঙ্গবন্ধুকে স্মরণের পাশাপাশি আমাদের দেশকে ভালোবাসতে হবে। বঙ্গবন্ধু দেশের জন্যে, মানুষের জন্যে তার জীবন উৎসর্গ করেছেন। আমাদের আগামী প্রজন্মকে সেই শিক্ষায় শিক্ষিত হতে হবে।নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী বলেন, বঙ্গবন্ধু শুধু একটি নাম নয়, তিনি একটি ইতিহাস। নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুকে জানতে হবে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু একজন বিশাল হৃদয়ের মানুষ ছিলেন। তার জন্ম হয়েছিল বলেই আজকে আমরা বাংলাদেশের নাগরিক হতে পেরেছি। আমাদের একটি পতাকা, একটি জাতীয় সংগীত হয়েছে। তিনি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধু প্রতিটি মানুষের হৃদয়ে থাকবে। মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, নারায়ণগঞ্জে আমরা আওয়ামীলীগের সাথে সম্পৃক্ত কিন্তু নৌকায় ভোট দিতে পারি না। আমরা চাই আগামী নির্বাচনে নারায়ণগঞ্জে নৌকায় ভোট দিতে। এজন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সহকর্মী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরীর দৃষ্টি আকর্ষন করেন। অনুষ্ঠান শেষে চিত্রাংকন, রচনা এবং ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। #

নার্সারীতে সফলতা পেয়ে নার্সারী নুরুল ইসলাম সাত বার অর্জন করেছেন জেলা প্রশাসনের সম্মাননা পদক

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...