নারায়ণগঞ্জ  সোমবার | ২০শে মে, ২০২৪ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ গ্রীষ্মকাল | ১১ই জিলকদ, ১৪৪৫

শিরোনাম
  |   রূপগঞ্জে  নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন  চেয়ারম্যান প্রার্থী হাবিব   |   মিথ্যা সংবাদের প্রতিবাদে নাসিক প্যানেল মেয়র বাবুর সংবাদ সম্মেলন   |   রূপগঞ্জে হত্যাসহ ১৮ মামলার আসামির তান্ডবে অতিষ্ঠ এলাকাবাসী   |   বন্দরে জাপা নেতা সুমন প্রধানের বিরোদ্ধে জমি দখলের অভিযোগ   |   জমিদারতন্ত্র কায়েম করতে আ’লীগ আমি-ডামির নির্বাচন করেছে – জোনায়েদ সাকি   |   বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৮ম কমিটি গঠন   |   ফিলিস্তিনের মুক্তির লড়াইয়ে সংহতি জানিয়ে ছাত্র ফেডারেশন উদ্বোধন   |   বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৮ম সম্মেলন ১৭ মে   |   ১৭ মে এন পি সি’র যুগপূর্তিতে আলোকচিত্রের ক্রমবিকাশ নিয়ে আলোচনা   |   উপজেলা পরিষদ নির্বাচনআদালতকে হয়রানী করায় সেলিম প্রধানকে জরিমানা   |   বাবুরাইল খেলার মাঠ দখলে তদন্ত করে ব্যাবস্থাগ্রহনের নির্দেশ দিলেন পুলিশ সুপার   |   ১৭ মে গুলশান সিনেপ্লেক্সে মুক্তি পাবে পটু সিনেমা | সারা ফেলার প্রত্যাশা   |   প্রতারকদের কাছ থেকে বাবুরাইল খেলার মাঠের জমি যারা কিনছেন, ভুল করেছেন   |   পাগলায় ট্রেনে কাটা পড়ে বন্দরের টেলু’র মৃত্যু   |   বন্দরে ৪টি স্কুলের শিক্ষার মান নিয়ে নানা প্রশ্ন   |   রূপগঞ্জে নকল মশার কয়েলে সয়লাব | স্বাস্থ্য ঝুঁকিতে জনজীবন   |   গিয়াস উদ্দিনের জামিন না-মঞ্জুরে ফতুল্লা থানা বিএনপির তীব্র নিন্দা   |   করোনার রিপোর্ট করায় চীনা সাংবাদিক ৪ বছর জেল খেটে মুক্তি পাচ্ছেন   |   নারী কাউন্সিলরকে মারধরের অবিযোগে  কাউন্সিলর সামসুজ্জোহা বরখাস্ত    |   ভেজালবিরোধী অভিযানে চার প্রতিষ্ঠানকে ৩২ হাজার ৫শ টাকা জরিমানা
 প্রচ্ছদ   রাজনীতি   বন্দর থানা আ’লীগের সভাপতি এম এ রশিদকে নিয়ে গভীর ষড়যন্ত্র  !
 107
বন্দর থানা আ’লীগের সভাপতি এম এ রশিদকে নিয়ে গভীর ষড়যন্ত্র  !
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ আওয়ামীলীগের রাজনীতিকে সক্রিয়তা নিয়ে শুরু হয়েছে নতুনভাবে ষড়যন্ত্র।  এবার সয়ং বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদকে নিয়ে চক্রটি গভীর নীল নকশা করেছে।  এম এ রশিদকে নারায়ণগঞ্জ -৫ আসনের এমপি হিসেবে দেখতে চাই এমন ফেস্টুন দিয়ে বন্দরের বিভিন্ন স্থানে সাটিয়ে রেখেছে।  বন্দর উপজেলা সর্বস্থরের জনগণের দাবী এমন ব্যানার দেখে সয়ং চেয়ারম্যান এম এ রশিদ অনেকটা বিস্মিত হয়ে পড়েন।
কে বা কারা রাতের আধারে মদনগঞ্জ -মদনপুর সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ফেস্টুনগুলো সাটিয়ে রাখে। যা নিয়ে রাজনৈতিকসহ সর্ব মহলে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
এ বিষয়ে বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদ বলেন, আমি কোনদিনতো বলি নাই এমপি হতে চাই। আমার এমপি হওয়ার কোন ইচ্ছাই নাই। যতদিন বাচব শেখ হাসিনার কর্মী হয়ে থাকতে চাই।  বন্দরের আওয়ামীলীগের রাজনীতিকে নিস্তব্ধতা করতে তৃতীয় শক্তিটি সক্রিয় হয়ে কাজ করছে। আমি এমপি হতে চাই আমার কোন খবর নাই, অথচ নিজের টাকা খরচ করে যারা এমন একটি হীন কাজ করেছে তা ভাল করে নাই। রাজনীতিতে নিজ দলে প্রতিপক্ষ থাকতে পারে আর এটা স্বাভাবিক।
কিন্তু এমন সময়ে এ নোংরামি ঠিক না। দলের কথা চিন্তা না করে যারা ব্যাক্তিস্বার্থ হাসিলে রাজনীতি করে তাদের উদ্দেশ্য তিনি আরো বলেন, কে কোন আসনে এমপি নির্বাচন করবে তা নির্ধারন করার ক্ষমতা একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার।  আমি এমপি হিসেবে নমিনেশন চাওয়ার কে? জাতীয় নির্বাচনের পূর্বে এমন নোংরামিকে ভিন্ন দৃষ্টিতে দেখছেন।
ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য তিনি আরো বলেন, আরে ভাই আমি এম এ রশিদ বলি নাই এমপি হতে চাই। অতি উৎসাহিত কোন বিষয় ভাল ফল ভয়ে আনে না। দল ও সংগঠনের স্বার্থে আমি সকল কিছু করতে প্রস্তুত।  দলে থেকে তৃতীয় শক্তির হয়ে কাজ করছেন তাদের বিরুদ্ধে কঠোর হতে বাধ্য কইরেন না। কে বা কারা এমন নোংরামি করতে পারে তা অনেকটা পরিস্কার হলেও দলের স্বার্থে চুপ করে আছি। সাবধান হয়ে যান দলের স্বার্থে আমি এম এ রশিদ কিন্তু এক বিন্দু পরিমান ছাড় দিব না। বন্দর উপজেলা আথলীগের সাধারন সম্পাদক কাজিম উদ্দিন বলেন,এ বিষয়ে আমি কিছুই জানি না। উপজেলা আথলীগের সভাপতি এমএ রশিদ ভাই অত্যন্ত ভাল লোক। সে কখনো এমপি হওয়ার কথা বলে নাই। তবে এটা সম্পূর্ণ মিথ্যা ও কুচক্রী মহলের কাজ। আমি এমন ঘৃন্য ঘটনার তীব্র নিন্দা জানাই। #

নার্সারীতে সফলতা পেয়ে নার্সারী নুরুল ইসলাম সাত বার অর্জন করেছেন জেলা প্রশাসনের সম্মাননা পদক

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...