নারায়ণগঞ্জ  সোমবার | ২০শে মে, ২০২৪ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ গ্রীষ্মকাল | ১১ই জিলকদ, ১৪৪৫

শিরোনাম
  |   রূপগঞ্জে  নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন  চেয়ারম্যান প্রার্থী হাবিব   |   মিথ্যা সংবাদের প্রতিবাদে নাসিক প্যানেল মেয়র বাবুর সংবাদ সম্মেলন   |   রূপগঞ্জে হত্যাসহ ১৮ মামলার আসামির তান্ডবে অতিষ্ঠ এলাকাবাসী   |   বন্দরে জাপা নেতা সুমন প্রধানের বিরোদ্ধে জমি দখলের অভিযোগ   |   জমিদারতন্ত্র কায়েম করতে আ’লীগ আমি-ডামির নির্বাচন করেছে – জোনায়েদ সাকি   |   বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৮ম কমিটি গঠন   |   ফিলিস্তিনের মুক্তির লড়াইয়ে সংহতি জানিয়ে ছাত্র ফেডারেশন উদ্বোধন   |   বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৮ম সম্মেলন ১৭ মে   |   ১৭ মে এন পি সি’র যুগপূর্তিতে আলোকচিত্রের ক্রমবিকাশ নিয়ে আলোচনা   |   উপজেলা পরিষদ নির্বাচনআদালতকে হয়রানী করায় সেলিম প্রধানকে জরিমানা   |   বাবুরাইল খেলার মাঠ দখলে তদন্ত করে ব্যাবস্থাগ্রহনের নির্দেশ দিলেন পুলিশ সুপার   |   ১৭ মে গুলশান সিনেপ্লেক্সে মুক্তি পাবে পটু সিনেমা | সারা ফেলার প্রত্যাশা   |   প্রতারকদের কাছ থেকে বাবুরাইল খেলার মাঠের জমি যারা কিনছেন, ভুল করেছেন   |   পাগলায় ট্রেনে কাটা পড়ে বন্দরের টেলু’র মৃত্যু   |   বন্দরে ৪টি স্কুলের শিক্ষার মান নিয়ে নানা প্রশ্ন   |   রূপগঞ্জে নকল মশার কয়েলে সয়লাব | স্বাস্থ্য ঝুঁকিতে জনজীবন   |   গিয়াস উদ্দিনের জামিন না-মঞ্জুরে ফতুল্লা থানা বিএনপির তীব্র নিন্দা   |   করোনার রিপোর্ট করায় চীনা সাংবাদিক ৪ বছর জেল খেটে মুক্তি পাচ্ছেন   |   নারী কাউন্সিলরকে মারধরের অবিযোগে  কাউন্সিলর সামসুজ্জোহা বরখাস্ত    |   ভেজালবিরোধী অভিযানে চার প্রতিষ্ঠানকে ৩২ হাজার ৫শ টাকা জরিমানা
 প্রচ্ছদ   রাজনীতি   সিপিবির সাংস্কৃতিক আন্দোলনে শ্রেণি চেতনা’ শীর্ষক আলোচনা সভা
 87
সিপিবির সাংস্কৃতিক আন্দোলনে শ্রেণি চেতনা’ শীর্ষক আলোচনা সভা
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২৭ মে, ২০২৩

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির নারায়ণগঞ্জ সাংস্কৃতিক শাখার উদ্যোগে সাংস্কৃতিক আন্দোলনে শ্রেণি চেতনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৬ মে  বিকাল পাঁচটায় জেলা কার্যালয়ে ‘সাংস্কৃতিক আন্দোলনে শ্রেণি চেতনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সিপিবি সাংস্কৃতিক শাখার সম্পাদক কমরেড সুজয় রায় চৌধুরী বিকু ও সঞ্চালক ছিলেন কমরেড শুভ বনিক।

আলোচনা করেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জামশেদ আনোয়ার তপন, সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মন্টু ঘোষ, কমরেড হাফিজুল ইসলাম, সিপিবি নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি জাকির হোসেন, সিপিবি নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য দুলাল সাহা, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, উদীচী মুন্সীগঞ্জ জেলা সভাপতি শ,ম, কামাল হোসেন, চারণ সাংস্কৃতিক কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি প্রদীপ সরকার, শ্রুতি সাংস্কৃতিক একাডেমির সভাপতি মাঈন উদ্দিন মানিক প্রমুখ। বক্তারা তাঁদের আলোচনায় বলেন, এতদিন আমরা প্রগতিশীল সংস্কৃতি কর্মীদের মধ্যে জাতীয়তাবাদী ধারার প্রাধান্য দেখে এসেছি। এখন পৃথিবীর কোথাও প্রগতিশীল জাতীয়তাবাদের কোন অস্তিত্ব পাওয়া যাচ্ছে না। পুঁজিবাদের প্রগতিশীল চরিত্র হারিয়ে ফেলেছে। বিশ্বায়নের যুগে এসে পুঁজিবাদ সাম্রাজ্যবাদ এবং সকল শাসক শ্রেণি গণতন্ত্র, সংস্কৃতি ও মানবাধিকারের বিরুদ্ধে প্রকাশ্যে আক্রমণ শুরু করেছে। মানুষের মত প্রকাশের স্বাধীনতা ও সংস্কৃতির ওপর রীতিমতো আগ্রাসন শুরু করে দিয়েছে।

গোটা দুনিয়া জুড়ে এক মধ্যযুগীয় সংস্কৃতি চাপিয়ে দেওয়ার আয়োজন চলছে। পুঁজিবাদী সাম্রাজ্যবাদী ব্যবস্থা গণতন্ত্রকে কবর দিয়ে এক অন্ধকার পথে যাত্রা শুরু করেছে। এটা ধ্বংস হয়ে যাবার পর। এর বিরুদ্ধে সকল সংস্কৃতি কর্মীদের ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। আজকের যুগে মেহনতি মানুষের মুক্তির সংগ্রামে একাত্ম হওয়া ছাড়া, প্রাণ-প্রকৃতি-পরিবেশ রক্ষার সংগ্রাম ছাড়া, শোষণ বঞ্চনা ও গণহত্যার প্রতিবাদ ছাড়া সাংস্কৃতিক আন্দোলনের অন্য কোন পথ নেই। তাই আজ সাংস্কৃতিক আন্দোলনকে শ্রমিক শ্রেণি ও শ্রমজীবী মানুষের শ্রেণি চেতনায় উদ্বুদ্ধ করে অগ্রসর হতে হবে। মানব মুক্তির পথ হবে আমাদের পথ। #

নার্সারীতে সফলতা পেয়ে নার্সারী নুরুল ইসলাম সাত বার অর্জন করেছেন জেলা প্রশাসনের সম্মাননা পদক

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...