নারায়ণগঞ্জ  সোমবার | ২০শে মে, ২০২৪ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ গ্রীষ্মকাল | ১১ই জিলকদ, ১৪৪৫

শিরোনাম
  |   রূপগঞ্জে  নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন  চেয়ারম্যান প্রার্থী হাবিব   |   মিথ্যা সংবাদের প্রতিবাদে নাসিক প্যানেল মেয়র বাবুর সংবাদ সম্মেলন   |   রূপগঞ্জে হত্যাসহ ১৮ মামলার আসামির তান্ডবে অতিষ্ঠ এলাকাবাসী   |   বন্দরে জাপা নেতা সুমন প্রধানের বিরোদ্ধে জমি দখলের অভিযোগ   |   জমিদারতন্ত্র কায়েম করতে আ’লীগ আমি-ডামির নির্বাচন করেছে – জোনায়েদ সাকি   |   বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৮ম কমিটি গঠন   |   ফিলিস্তিনের মুক্তির লড়াইয়ে সংহতি জানিয়ে ছাত্র ফেডারেশন উদ্বোধন   |   বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৮ম সম্মেলন ১৭ মে   |   ১৭ মে এন পি সি’র যুগপূর্তিতে আলোকচিত্রের ক্রমবিকাশ নিয়ে আলোচনা   |   উপজেলা পরিষদ নির্বাচনআদালতকে হয়রানী করায় সেলিম প্রধানকে জরিমানা   |   বাবুরাইল খেলার মাঠ দখলে তদন্ত করে ব্যাবস্থাগ্রহনের নির্দেশ দিলেন পুলিশ সুপার   |   ১৭ মে গুলশান সিনেপ্লেক্সে মুক্তি পাবে পটু সিনেমা | সারা ফেলার প্রত্যাশা   |   প্রতারকদের কাছ থেকে বাবুরাইল খেলার মাঠের জমি যারা কিনছেন, ভুল করেছেন   |   পাগলায় ট্রেনে কাটা পড়ে বন্দরের টেলু’র মৃত্যু   |   বন্দরে ৪টি স্কুলের শিক্ষার মান নিয়ে নানা প্রশ্ন   |   রূপগঞ্জে নকল মশার কয়েলে সয়লাব | স্বাস্থ্য ঝুঁকিতে জনজীবন   |   গিয়াস উদ্দিনের জামিন না-মঞ্জুরে ফতুল্লা থানা বিএনপির তীব্র নিন্দা   |   করোনার রিপোর্ট করায় চীনা সাংবাদিক ৪ বছর জেল খেটে মুক্তি পাচ্ছেন   |   নারী কাউন্সিলরকে মারধরের অবিযোগে  কাউন্সিলর সামসুজ্জোহা বরখাস্ত    |   ভেজালবিরোধী অভিযানে চার প্রতিষ্ঠানকে ৩২ হাজার ৫শ টাকা জরিমানা
 প্রচ্ছদ   রাজনীতি   হরতাল ও অবরোধকে না বলি- দেশে শান্তি প্রতিষ্ঠায় কাজ করি আজমেরী ওসমান 
 81
হরতাল ও অবরোধকে না বলি- দেশে শান্তি প্রতিষ্ঠায় কাজ করি আজমেরী ওসমান 
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বাংলাদেশে চলমান হরতাল ও অবরোধের প্রতিবাদে শা‌ন্তির প্রতীক সাদা পতাকা ও জাতীয় পতাকা নিয়ে সুদীর্ঘ সময় ধরে রাজপথে সক্রীয় নারায়ণগঞ্জের যুবনেতা আলহাজ্ব আজমেরী ওসমান। তার নেতৃত্বে নারায়ণগঞ্জ শহর ও আশপাশের মহসড়কে অবরোধ বিরোধী সাদা পতাকাবাহী শান্তি মিছিল করে সারা বাংলাদেশে বর্তমানে আলোচিত। প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জে তাক লাগানো মিছিলের মাধ্যমে তিনি নজির সৃষ্টি করেছেন।

বিএনপি জামায়াতসহ বিরোধীদের ডাকা ৯ম দফায় ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের  ২য় দিনে সোমবার ৪ ডিসেম্বর দুপুর ১ টার দিকে নগরীর আল্লামা ইকবাল রোড থেকে অবরোধ বিরোধী শান্তি’র পতাকার মিছিল বের হয়।এসময় তার বাসভবন থেকে বের হয়ে চাষাঢ়া হয়ে , লিংকরোড, সাইনবোর্ড, আদমজী-চিটাগাং রোড, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, চাষাড়া- পঞ্চবটিসহ নগরীর প্রধান প্রধান সড়কগু‌লো প্রদ‌ক্ষিণ ক‌রে নিজ বাসভবনের সামনে এসে মিছিলটি সমাপ্তি হয়। শান্তি মিছিল শেষে আলহাজ্ব আজমেরী ওসমান গণমাধ্যমে বিবৃতিত্বে জানান, ‘হরতাল ও অবরোধকে না বলি- দেশে শান্তি প্রতিষ্ঠায় কাজ করি’। দেশে শান্তি প্রতিষ্ঠায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে নেতাকর্মীদের নিয়ে অতন্ত্র প্রহরীর ন্যায় নারায়ণগঞ্জের রাজপথে থেকে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভুমিকা পালন করছি। আমরা দেশে শান্তি চাই। আগুন সন্ত্রাস- জালাও পোড়াও কোন শান্তিপূর্ণ নারায়ণগঞ্জবাসী চায় না। আমরা বিএনপি-জামাত সহ স্বাধীনতা বিরোধীচক্র কে প্রতিহত করার জন্য এবং নারায়ণগঞ্জবাসীর শান্তি প্রতিষ্ঠায় প্রতিনিয়ত কাজ করছি। দেশে চলমান উন্নয়নের ধারা যারা বাঁধাগ্রস্থ করে দেশকে অকার্যকর পরিনত করতে চায়, তাদের জন্য সরকারের পাশাপাশি জনগনের প্রতিহত করা এখন সময়ের দাবী। কোন অবস্থাতেই দেশে অরাজকতা প্রতিষ্ঠা যাতে বিএনপি করতে না পারে সে জন্য নারায়ণগঞ্জবাসীকে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে শান্তি প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসার আহবান করেন আজমেরী ওসমান।

নারায়ণগঞ্জসহ দেশের প্রখ্যাত রাজনৈতিক বিশ্লেষকদের মতামতে, বিএনপি সহ সহযোগী রাজনৈতিক দল গুলোকে দাঁত ভাঙ্গা জবাব দিতে বীর মুক্তিযোদ্ধার সন্তানের এমন শান্তি মিছিল বর্তমানে নারায়ণগঞ্জ ছাড়িয়ে সারা দেশে আলোরণ সৃষ্টি করেছে। নজিরবিহীন আজমেরী ওসমানের শান্তি মিছিল কর্মসূচির কারনে দেশ বিরোধী অপশক্তিরা এখন নারায়ণগঞ্জে নাশকতা করতে ভয় পায়।কারন অপশক্তিরা জানেন রাজপথে স্বক্রিয় অবস্থানে রয়েছেন অতন্ত্র প্রহরীর মত আলহাজ্ব আজমেরী ওসমান। বিএনপির ডাকা আগুন সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করে সাধারণ জনমনে শান্তি প্রতিষ্ঠার লক্ষে নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক চার বারের নির্বাচিত সংসদ সদস্য প্রয়াত জননেতা আলহাজ্ব নাসিম ওসমানের সুযোগ্য পুত্র আলহাজ্ব আজমেরী ওসমান এক শান্তির মিছিলের আযোজন করেন। তিনি বিএনপির আগুন সন্ত্রাস ও অপ্রীতিকর কর্মকান্ড রুখতে নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগনের পাশে থেকে শান্তি মিছিল করে যাচ্ছেন দ্বীর্ঘদিন যাবত। এর আগে গত ২দিন পূর্বে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভিডিও কন্ফারেন্সর মাধ্যমে এ কর্মসূচির ঘোষণা দেন। মিছিলে নেতাকর্মীরা সাদা পতাকা হাতে মটরসাইকেলে চড়ে স্লোগানে স্লোগানে নারায়ণগঞ্জের রাজপথ প্রকম্পিত করে তোলে। এসময় মিছিলটিতে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা কাজি আমীর, আওয়ামীলীগ নেতা হামিদ প্রধান, মো. নাসির, মো. খায়রুদ্দিন মোল্লা, মো. হোসেন রেজা, মো. সুমন, মনির হোসেন, নারায়ণগঞ্জ জেলা বাস মিনিবাস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোস্তফা ভান্ডারী সহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। #

নার্সারীতে সফলতা পেয়ে নার্সারী নুরুল ইসলাম সাত বার অর্জন করেছেন জেলা প্রশাসনের সম্মাননা পদক

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...