নারায়ণগঞ্জ  সোমবার | ২০শে মে, ২০২৪ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ গ্রীষ্মকাল | ১১ই জিলকদ, ১৪৪৫

শিরোনাম
  |   রূপগঞ্জে  নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন  চেয়ারম্যান প্রার্থী হাবিব   |   মিথ্যা সংবাদের প্রতিবাদে নাসিক প্যানেল মেয়র বাবুর সংবাদ সম্মেলন   |   রূপগঞ্জে হত্যাসহ ১৮ মামলার আসামির তান্ডবে অতিষ্ঠ এলাকাবাসী   |   বন্দরে জাপা নেতা সুমন প্রধানের বিরোদ্ধে জমি দখলের অভিযোগ   |   জমিদারতন্ত্র কায়েম করতে আ’লীগ আমি-ডামির নির্বাচন করেছে – জোনায়েদ সাকি   |   বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৮ম কমিটি গঠন   |   ফিলিস্তিনের মুক্তির লড়াইয়ে সংহতি জানিয়ে ছাত্র ফেডারেশন উদ্বোধন   |   বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৮ম সম্মেলন ১৭ মে   |   ১৭ মে এন পি সি’র যুগপূর্তিতে আলোকচিত্রের ক্রমবিকাশ নিয়ে আলোচনা   |   উপজেলা পরিষদ নির্বাচনআদালতকে হয়রানী করায় সেলিম প্রধানকে জরিমানা   |   বাবুরাইল খেলার মাঠ দখলে তদন্ত করে ব্যাবস্থাগ্রহনের নির্দেশ দিলেন পুলিশ সুপার   |   ১৭ মে গুলশান সিনেপ্লেক্সে মুক্তি পাবে পটু সিনেমা | সারা ফেলার প্রত্যাশা   |   প্রতারকদের কাছ থেকে বাবুরাইল খেলার মাঠের জমি যারা কিনছেন, ভুল করেছেন   |   পাগলায় ট্রেনে কাটা পড়ে বন্দরের টেলু’র মৃত্যু   |   বন্দরে ৪টি স্কুলের শিক্ষার মান নিয়ে নানা প্রশ্ন   |   রূপগঞ্জে নকল মশার কয়েলে সয়লাব | স্বাস্থ্য ঝুঁকিতে জনজীবন   |   গিয়াস উদ্দিনের জামিন না-মঞ্জুরে ফতুল্লা থানা বিএনপির তীব্র নিন্দা   |   করোনার রিপোর্ট করায় চীনা সাংবাদিক ৪ বছর জেল খেটে মুক্তি পাচ্ছেন   |   নারী কাউন্সিলরকে মারধরের অবিযোগে  কাউন্সিলর সামসুজ্জোহা বরখাস্ত    |   ভেজালবিরোধী অভিযানে চার প্রতিষ্ঠানকে ৩২ হাজার ৫শ টাকা জরিমানা
 প্রচ্ছদ   রাজনীতি   ২ গাড়ীতে অগ্নিসংযোগ | বিএনপি সভাপতি সম্পাদকসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা 
 75
২ গাড়ীতে অগ্নিসংযোগ | বিএনপি সভাপতি সম্পাদকসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা 
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ বিএনপি ডাকা অবরোধের প্রথম দিনে বন্দরে ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের ২টি পিকআপ গাড়ীতে অগ্নিসংযোগ ও ককটেল বিষ্ফোরন ঘটিয়ে  প্রতিবন্ধকতা সৃষ্টি অভিযোগে নারায়ণগঞ্জ জেলা বিএনপি সভাপতি ও সাধারন সম্পাদকসহ ২৯ জন বিএনপি নেতাকর্মী বিরুদ্ধে থানায় আরো একটি মামলা রুজু করেছে পুলিশ।  এ ঘটনায় ধামগড় ফাঁড়ি পুলিশ গত বুধবার (১ নভেম্বর) রাতে বন্দর থানার মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মাসুদ (৪৬) নামে এক বিএনপি কর্মীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত বিএনপি কর্মী মাসুদ বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের আন্দিরপাড় এলাকার সোহরাব মিয়ার ছেলে। গ্রেপ্তারকৃতকে বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে বন্দর থানায় রুজুকৃত ১ (১১)২৩ নং মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৮টায় বন্দর উপজেলার ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের বন্দর ষ্ট্রিল মিলের সামনে এ অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে। এ ব্যাপারে কামতাল তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মোঃ আল ইসলাম বাদী হয়ে গত বুধবার (১ নভেম্বর) সকালে বন্দর থানায় এ মামলা দায়ের করেন।  মামলার আসামীরা হলো সিদ্ধিরগঞ্জ থানার ওমরপুর এলাকার মৃত এম হাশেম সাউদ মিয়ার ছেলে জেলা বিএনপি সভাপতি আলহাজ¦ গিয়াস উদ্দিন আহাম্মেদ (৬১) রুপগঞ্জ থানার দড়িকান্দী এলাকার হাসান আলী মিয়ার ছেলে জেলা বিএনপি সাধারন সম্পাদক গোলাম ফারুক খোকন (৫১) শহরের খানপুর কাজীপাড়া এলাকার ফজল খাঁনের ছেলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক এডঃ শাখাওয়াত হোসেন খান (৫৪) শহরের আমলাপাড়া এলাকার মুকবল আহাম্মেদ খানের ছেলে মহানগর বিএনপি সদস্য সচিব এডঃ আবু আল ইউসুফ খান টিপু (৫২) বন্দর উপজেলা মদনপুর দেওয়ানবাগ এলাকার মৃত আশরাফ আলী ভ’ইয়ার ছেলে বন্দর উপজেলা বিএনপি সভাপতি মাজহারুল ইসলাম হিরন (৫৮) বন্দর উপজেলার লাঙ্গলবন্ধ এলাকার হাবিবুর রহমান হাবিব মিয়ার ছেলে বন্দর উপজেলা বিএনপি সাধারন সম্পাদক হারুন অর রশীদ লিটন (৪৭) বন্দর থানার সোনাকান্দা এলাকার মৃত আহাম্মদ আলী মিয়ার ছেলে বন্দর থানা বিএনপি সভাপতি ও ২০নং ওয়ার্ড কাউন্সিলর হাজী শাহেন শাহ আহাম্মেদ (৫৫) পিচ কামতাল এলাকার সায়েদ আলী মিয়ার ছেলে মুছাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি তারা মিয়া (৫৪) মুছাপুর মাদ্রাসা সংলগ্ন এলাকার মৃত আউয়াল মিয়ার ছেলে মুছাপুর ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক শাহীন মিয়া (৫১) কলাগাছিয়া ইউনিয়নের ফরাজিকান্দা মৃত মোবারক হোসেন মিয়ার ছেলে কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি শাহাদুল্লাহ মুকুল (৫০) দেওয়ানবাগ এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মামুন (৩৫) একই এলাকার মৃত কালা জহির মিয়ার ছেলে নাজমুল (৩৮) একই এলাকার সামছুদ্দিন মিয়ার ছেলে ফারুক (৪২) দেওয়ানবাগ ছোটবাগ এলাকার মোহাম্মদ রাইহান মিয়ার ছেলে সাকিব (২৪) দেওয়ানবাগ সরকারবাড়ী এলাকার আব্দুল কাদির মিয়ার ছেলে শাহজাহান (৩৫) একই এলাকার আমির আলী মিয়ার ছেলে আশরাফুল (৪৩) দেওয়ানবাগ ছোটবাগ এলাকার মৃত আলাউদ্দিন মিয়ার ছেলে তাজুল ইসলাম তাজু (৪৩) একই এলাকার সামছু মিয়ার ছেলে খোকন (৩৮) ফুলহর এলাকার আব্দুল সাত্তার মিয়ার ছেলে শাহিন (৪৬) চাঁনপুর এলাকার কামাল মিয়ার ছেলে বাবুল (৪৬) চাঁনপুর এলাকার মৃত পিয়ার আলী মিয়ার ছেলে মকবুল  (৪৮) দেওয়ানবাগ সরকারবাড়ী এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে গোলাপ হোসেন (৪৮) দেওয়ানবাগ এলাকার মৃত তৈফল মিয়ার ছেলে শাহজাহান (৪৮) দেওয়ানবাগ কলাবাড়ী এলাকার মৃত আব্দুল মান্নান ভূইয়ার ছেলে আলীম ভূইয়া (৩৮) আমৈর কান্দাপাড়া এলাকার মৃত খোকন মিয়ার ছেলে লিকন (৩৩) একই এলাকার মৃত আম্বর আলী মিয়ার ছেলে মোমেন (৩০) পূর্ব কেওঢালা এলাকার মৃত আব্দুল লতিফ মিয়ার ছেলে আবুল হাসনাত (৪২) দেওয়ানবাগ এলাকার মজিবর রহমানের ছেলে মাহাবুব (৪০) ও বন্দর তিনগাও এলাকার মৃত হাসমত আলী ছেলে স¤্রাট ওরফে সুজন (৩৮)।
রাস্তা অবরোধ ও ২টি পিকআপ গাড়ীতে অগ্নিসংযোগের খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রæত ঘটনাস্থলে আসলে ওই সময় বিক্ষোভরত বিএনপি নেতাকর্মীরা গ্রেপ্তার এড়ানোর জন্য কৌশলে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ১/ ৪ টুকরা বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ যাহাতে লাল কচটেপ দিয়ে মোড়ানো, ২/ টায়্রা পুড়ানো অংশ বিশেষ।৩/ ১০ টকরা ভাঙ্গা গøাস, (যাহা আসামীরা চলন্ত গাড়ীতে ইটপাটকেল নিক্ষেপ করে ভাংচুরের অংশ বিশেষ জব্দ করে। এ ব্যাপারে বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, পিকআপ গাড়ীতে অগ্নিসংযোগের মামলায় এক বিএনপি কর্মীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছি। বাকি আসামীদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে। #

নার্সারীতে সফলতা পেয়ে নার্সারী নুরুল ইসলাম সাত বার অর্জন করেছেন জেলা প্রশাসনের সম্মাননা পদক

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...