নারায়ণগঞ্জ  শনিবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৪ | ৬ই আশ্বিন, ১৪৩১ শরৎকাল | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

শিরোনাম
  |   জশনে জুলুসের মিছিল ও ধর্মীয় স্থাপনায় হামলায় হতাহতে ধর্ম উপদেস্টার পদত্যাগ দাবি   |   চেয়ারম্যান ঘি জাকিরের অপসারণ দাবীতে বিএনপি নেতাকর্মীদের মানববন্ধন   |   রক্ত প্লাবন — মাসুদ রানা লাল    |   মেয়াদোত্তীর্ণ হওয়ায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা   |   স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিনকে জবাই করে হত্যা চেষ্টা প্রতিবাদে বিক্ষোভ মানববন্ধন   |   আজমেরী ওসমানের টর্চার সেল ও ত্বকীর লাশ পাওয়ার স্থান পরিদর্শন করল র‌্যাব   |   খেলার মাঠ রক্ষায় পাশে থাকার আশ্বাস দিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক   |   আকিজ এগ্রো ফিড কোম্পানিতে হামলায় ৭ জন আহত, ব্যাপক  ক্ষতিসাধন   |   পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) পালনে নিতাইগঞ্জে মিলাদ, দোয়া ও রান্না খাবার বিতরণ   |   নারায়ণগঞ্জে নব্য কোনো শীর্ষ সন্ত্রাসীর জন্ম হতে দেয়া হবে না – পুলিশ সুপার   |   গাজীপুর থেকে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত পলাতক কয়েদি গ্রেফতার   |   ত্বকী হত্যা মামলায়  পারভেজ নামে এক যুবক গ্রেপ্তার   |   নারায়ণগঞ্জে বিএনপি’র বিরোধে লাভ ক্ষতি কার ?    |   ভালো হয়ে যান, অন্যথায় পালানোর পথ খোঁজে পাবেন না – সেলিম    |   মাজার ও খানকা শরীফে হামলা বন্ধ করে জঙ্গীবাদ নির্মূল করার আহবান জানালেন – সৈয়দ বাহাদুর শাহ   |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে না’গঞ্জে জশনে জুলুস র‍্যালী নানা কর্মসূচি পালিত   |   চিকিৎসকদের উপর হামলাকারীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ    |   ধর্মীয় স্থান, মাজার রক্ষা ও হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিল অন্তর্বর্তী সরকার   |   আড়াইহাজার থানার নুতন ওসি এনায়েত হোসেনের যোগদান   |   অবিলম্বে মাজারে হামলাকারিদের গ্রেফতার করা না হলে দায়ভার সরকারকেই নিতে হবে – তরিকুল সুজন  
 প্রচ্ছদ   শীর্ষ খবর   মামলার তদন্ত না করে অহেতুক কাউকে গ্রেপ্তার করবে না পুলিশ নবাগত পুলিশ সুপার 
মামলার তদন্ত না করে অহেতুক কাউকে গ্রেপ্তার করবে না পুলিশ নবাগত পুলিশ সুপার 
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেছেন , বর্তমানে অনেক হচ্ছে মামলার তদন্ত না করে অহেতুক কাউকে গ্রেপ্তার করবে না পুলিশ। মাদকের ব্যাপারে পুুুুলিশ জিরো টলারেন্সে থাকবে। যদি কোথাও কোনো প্রমাণ পান যে আমার পুলিশের কেউ এর সঙ্গে জড়িত , আমাকে প্রমাণসহ দিতে হবে । আপনি প্রমাণ দিবেন , আমি অবশ্যই ব্যবস্থা নিবো।  কিশোর গ্যাং দমাতেও  পুলিশ কাজ করবে । আগে আমরা প্রয়োজন অনুযায়ী কাজগুলো শুরু করি ।

আপনারা বলেছেন সাংবাদিক ভাইয়েদের নামে মামলা হচ্ছে । আসলে যে কেউ বাদি হয়ে মামলা করতেই পারে । মামলা হওয়ার মানে তো এই না যে তার জেল – হাজত হয়ে যাচ্ছে বা সে অভিযুক্ত হয়ে যাচ্ছে । মামলাটা হলো প্রথমিক পর্যায় । এরপর আমরা ওইটা তদন্ত করবো । তারপর যদি তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায় তাহলে সে অভিযুক্ত হবে , সতত্যা না পাওয়া গেলে তাকে অভিযোগ থেকে বাদ দেওয়া হবে । তদন্ত না করে কাউকে অহেতুক গ্রেপ্তার করবে না পুলিশ । সোমবার ২ সেপ্টেম্বর  সকালে পুলিশ সুপারের কার্যালয়ে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন । তিনি বলেন , আমি নিজেই প্রথম এখানে এসে যানজট দেখে বলেছি , এটাতো কোন শহরের অবস্থা না । আমি সঙ্গে সঙ্গে আমাদের পুলিশদের ডেকেছিলাম , টিআইদের ডেকেছিলাম । তারাও মানসিকভাবে একটু খারাপ অবস্থায় ছিল । আমি তাদের উজ্জীবিত করেছি । আমি বলেছি , প্রথমে যানজটের সমস্যা সমাধান করতে হবে । পাশাপাশি ভলেন্টিয়ার দেয়া যায় কি – না সে বিষয়ে আমরা কথা বলেছি । আপনাদের ভেতর থেকেও কারো ১০ টা সিএনজি বা ১০ টা অটো আছে , এসব নিয়ে তদবির করবেন না প্লিজ । তাহলে আমি কিন্তু কাজ করতে পারবো না । পুলিশ সুপার বলেন , আমি ২৫ তম বিসিএসের একজন কর্মকর্তা । একটি প্রতিকূল পরিস্থিতিতে আমরা এখানে পুলিশের দায়িত্ব নিয়ে এসেছি । এই দায়িত্ব পালনে অনেক প্রতিবন্ধকতা আছে । অনেক চড়াই – উতরাই আছে । কারণ আমাদের + পুলিশের মনোবলটা এখন ভেঙ্গে গেছে ।

গত ৫ আগস্টের পর আমাদের বিভিন্ন থানা – অফিস ভাঙ্গচুর ও লুটপাট করা হয়েছে । পুলিশের মনোবলটাও ভেঙ্গে গেছে ।  আমরা পুলিশের মনোবল ফেরাতে প্রথমে কাজ করবো । পাশাপাশি জনগণের · মধ্যেও পুলিশের প্রতি যে আস্থাহীনতা তৈরি হয়েছিলো , ওই জায়গা থেকে উত্তরণের আমরা সর্বোচ্চ চেষ্টা করবো । এক্ষেত্রে সবার আগে সহযোগীতা প্রয়োজন আপনাদের । আপনারা যদি অতিতের মতো সহযোগীতা না করেন ,তাহলে আমরা সব পুলিশ মিলেও জনগণের আস্থা ফেরানো সম্ভব না । আপনারা আমাকে সহযোগিতা করবেন , আমার পুলিশকে সহযোগিতা করবেন । আপনারা অবশ্যই গঠনমূলক সমালোচনা করবেন , সেটাকে আমি সাধুবাদ জানাবো । এ সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ ) মো : আমীর খসরু , অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ ও অপারেশন ) চাইলাউ মারমাসহ নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানীয় ও জাতীয় সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন । #

নার্সারীতে সফলতা পেয়ে নার্সারী নুরুল ইসলাম সাত বার অর্জন করেছেন জেলা প্রশাসনের সম্মাননা পদক

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!
error: Content is protected !!