নারায়ণগঞ্জ  সোমবার | ২০শে মে, ২০২৪ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ গ্রীষ্মকাল | ১১ই জিলকদ, ১৪৪৫

শিরোনাম
  |   রূপগঞ্জে  নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন  চেয়ারম্যান প্রার্থী হাবিব   |   মিথ্যা সংবাদের প্রতিবাদে নাসিক প্যানেল মেয়র বাবুর সংবাদ সম্মেলন   |   রূপগঞ্জে হত্যাসহ ১৮ মামলার আসামির তান্ডবে অতিষ্ঠ এলাকাবাসী   |   বন্দরে জাপা নেতা সুমন প্রধানের বিরোদ্ধে জমি দখলের অভিযোগ   |   জমিদারতন্ত্র কায়েম করতে আ’লীগ আমি-ডামির নির্বাচন করেছে – জোনায়েদ সাকি   |   বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৮ম কমিটি গঠন   |   ফিলিস্তিনের মুক্তির লড়াইয়ে সংহতি জানিয়ে ছাত্র ফেডারেশন উদ্বোধন   |   বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৮ম সম্মেলন ১৭ মে   |   ১৭ মে এন পি সি’র যুগপূর্তিতে আলোকচিত্রের ক্রমবিকাশ নিয়ে আলোচনা   |   উপজেলা পরিষদ নির্বাচনআদালতকে হয়রানী করায় সেলিম প্রধানকে জরিমানা   |   বাবুরাইল খেলার মাঠ দখলে তদন্ত করে ব্যাবস্থাগ্রহনের নির্দেশ দিলেন পুলিশ সুপার   |   ১৭ মে গুলশান সিনেপ্লেক্সে মুক্তি পাবে পটু সিনেমা | সারা ফেলার প্রত্যাশা   |   প্রতারকদের কাছ থেকে বাবুরাইল খেলার মাঠের জমি যারা কিনছেন, ভুল করেছেন   |   পাগলায় ট্রেনে কাটা পড়ে বন্দরের টেলু’র মৃত্যু   |   বন্দরে ৪টি স্কুলের শিক্ষার মান নিয়ে নানা প্রশ্ন   |   রূপগঞ্জে নকল মশার কয়েলে সয়লাব | স্বাস্থ্য ঝুঁকিতে জনজীবন   |   গিয়াস উদ্দিনের জামিন না-মঞ্জুরে ফতুল্লা থানা বিএনপির তীব্র নিন্দা   |   করোনার রিপোর্ট করায় চীনা সাংবাদিক ৪ বছর জেল খেটে মুক্তি পাচ্ছেন   |   নারী কাউন্সিলরকে মারধরের অবিযোগে  কাউন্সিলর সামসুজ্জোহা বরখাস্ত    |   ভেজালবিরোধী অভিযানে চার প্রতিষ্ঠানকে ৩২ হাজার ৫শ টাকা জরিমানা
 প্রচ্ছদ   সংস্কৃতি   ২ এপ্রিল ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে অনুশীলনের পথ সমাবেশ
 62
২ এপ্রিল ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে অনুশীলনের পথ সমাবেশ
  সংস্কৃতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১ এপ্রিল, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং সারাদেশে গণমাধ্যমকর্মীদের উপর নিপীড়ন বন্ধের দাবিতে নারায়ণগঞ্জে পথ সমাবেশের ডাক দেয়া হয়েছে। রোববার (২ এপ্রিল) বেলা ১১ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনের সড়কে নারায়ণগঞ্জের গণমাধ্যমকর্মীদের একটি পাঠচক্র গ্রুপ ‘অনুশীলন’ এই পথ সমাবেশের অয়োজন করছে।
সমাবেশে অংশগ্রহণের জন্য গণমাধ্যমকর্মী, শিল্পী, সংস্কৃতিকর্মী, রাজনৈতিককর্মীসহ সমাজের  সকল শ্রেণি-পেশার মানুষকে অনুশীলনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। এই পথ সমাবেশে অংশগ্রহণকারীরা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে গণস্বাক্ষর, পারফরম্যান্স আর্ট, কবিতা আবৃত্তি ও স্বতস্ফূর্ত বক্তৃতায় অংশ নেবেন।
শনিবার অনুশীলনের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৮ সালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারাসহ কয়েকটি ধারা বাতিলের জন্য সারাদেশে যখন দাবি উঠে তখনই সরকার ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করে। প্রথম থেকেই দেশের মানুষ বিতর্কিত এই আইনটির অপপ্রয়োগের শঙ্কায় তা বাতিলের দাবি জানান। আইন বিশেষজ্ঞরাও আইনটিকে মুক্তচিন্তা ও বাকস্বাধীনতার সঙ্গে সাংঘর্ষিক বলে মত দেন। তবে সরকারের পক্ষ থেকে আইনটি বাতিল তো দূরের কথা সংস্কারেরও কোন উদ্যোগ নেওয়া হয়নি।
অনুশীলন তার পর্যবেক্ষণে দেখেছে, বিগত সময়ে গণমাধ্যমের কন্ঠরোধে ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োগ হয়েছে। আইনটির মাধ্যমে দেশের গণমাধ্যমকর্মীরা সবচেয়ে বেশি নিপীড়ন ও ক্ষতির সম্মুখীন হচ্ছেন । অপরাধ, দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের জেরে বিভিন্ন সময় গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে বারবার মামলা হয়েছে।
সবশেষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে করা একটি প্রতিবেদনের জেরে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় দৈনিক প্রথম আলো পত্রিকার এক প্রতিবেদককে গ্রেপ্তার করা হয়েছে। একই ঘটনায় ভিন্ন একটি মামলায় পত্রিকাটির সম্পাদককেও আসামি করা হয়েছে। রেলের দুর্নীতি ও অনিয়ম নিয়ে প্রতিবেদন করায় দৈনিক যুগান্তর পত্রিকার এক প্রতিবেদকের বিরুদ্ধে এই আইনে মামলা হয়েছে। এই আইনে গ্রেপ্তার হয়ে কারাবন্দী অবস্থায় লেখক মুশতাক আহমেদ মারা গেছেন।
ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহার ছাড়াও বিগত কয়েক বছরে সারাদেশে গণমাধ্যমের উপর নানা নিপীড়নের ঘটনাও ঘটেছে। এই নিপীড়ন আরও তীব্রতর হচ্ছে। করোনাকালীন সময়ে সংবাদ প্রকাশের জেরে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে গ্রেপ্তারের ঘটনা আমরা দেখেছি। যুগের চিন্তা, নিউজ নারায়ণগঞ্জ, প্রেস নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ টুডে, সময় নারায়ণগঞ্জ নামে একসাথে নারায়ণগঞ্জের পাঁচটি অনলাইন নিউজ পোর্টালের ডোমেইন ব্লক করার ঘটনাও ঘটেছে।
একদিকে গণমাধ্যম ও গণমাধ্যমকর্মীরা বারবার নিপীড়নের শিকার হচ্ছেন, অপরদিকে হত্যার ১১ বছরেও সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যাকান্ডের তদন্তই শেষ হয়নি। অনুশীলন মনে করে, এইসব কর্মকান্ড মুক্ত ও স্বাধীন মত প্রকাশের জন্য হুমকি। বিজ্ঞপ্তিতে অনুশীলন বলছে, ‘আমরা মনে করি একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় কেবল মত প্রকাশই নয়, মত প্রকাশ করতে গিয়ে ভুল করারও স্বাধীনতা থাকবে। গণমানুষের কন্ঠস্বর হয়ে গণমাধ্যম নির্মোহভাবে সত্য প্রকাশ করবে। ডিজিটাল নিরাপত্তা আইন ও নিপীড়নমূলক আচরণ গণমাধ্যমকর্মীদের সত্য প্রকাশে বাধা হয়ে দাঁড়িয়েছে। আইনটি স্বাধীন বাংলাদেশে মুক্তচিন্তা ও সংবাদপত্রের স্বাধীনতার পরিপন্থী। আমরা ডিজিটাল নিরাপত্তা আইনসহ মুক্তচিন্তার পরিপন্থী সকল নিবর্তনমূলক আইন বাতিলের দাবি জানাই। একই সঙ্গে গণমাধ্যমের উপর নিপীড়নমূলক আচরণ বন্ধের আহ্বান জানাই। #

নার্সারীতে সফলতা পেয়ে নার্সারী নুরুল ইসলাম সাত বার অর্জন করেছেন জেলা প্রশাসনের সম্মাননা পদক

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...