নারায়ণগঞ্জ  সোমবার | ২০শে মে, ২০২৪ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ গ্রীষ্মকাল | ১১ই জিলকদ, ১৪৪৫

শিরোনাম
  |   রূপগঞ্জে  নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন  চেয়ারম্যান প্রার্থী হাবিব   |   মিথ্যা সংবাদের প্রতিবাদে নাসিক প্যানেল মেয়র বাবুর সংবাদ সম্মেলন   |   রূপগঞ্জে হত্যাসহ ১৮ মামলার আসামির তান্ডবে অতিষ্ঠ এলাকাবাসী   |   বন্দরে জাপা নেতা সুমন প্রধানের বিরোদ্ধে জমি দখলের অভিযোগ   |   জমিদারতন্ত্র কায়েম করতে আ’লীগ আমি-ডামির নির্বাচন করেছে – জোনায়েদ সাকি   |   বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৮ম কমিটি গঠন   |   ফিলিস্তিনের মুক্তির লড়াইয়ে সংহতি জানিয়ে ছাত্র ফেডারেশন উদ্বোধন   |   বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৮ম সম্মেলন ১৭ মে   |   ১৭ মে এন পি সি’র যুগপূর্তিতে আলোকচিত্রের ক্রমবিকাশ নিয়ে আলোচনা   |   উপজেলা পরিষদ নির্বাচনআদালতকে হয়রানী করায় সেলিম প্রধানকে জরিমানা   |   বাবুরাইল খেলার মাঠ দখলে তদন্ত করে ব্যাবস্থাগ্রহনের নির্দেশ দিলেন পুলিশ সুপার   |   ১৭ মে গুলশান সিনেপ্লেক্সে মুক্তি পাবে পটু সিনেমা | সারা ফেলার প্রত্যাশা   |   প্রতারকদের কাছ থেকে বাবুরাইল খেলার মাঠের জমি যারা কিনছেন, ভুল করেছেন   |   পাগলায় ট্রেনে কাটা পড়ে বন্দরের টেলু’র মৃত্যু   |   বন্দরে ৪টি স্কুলের শিক্ষার মান নিয়ে নানা প্রশ্ন   |   রূপগঞ্জে নকল মশার কয়েলে সয়লাব | স্বাস্থ্য ঝুঁকিতে জনজীবন   |   গিয়াস উদ্দিনের জামিন না-মঞ্জুরে ফতুল্লা থানা বিএনপির তীব্র নিন্দা   |   করোনার রিপোর্ট করায় চীনা সাংবাদিক ৪ বছর জেল খেটে মুক্তি পাচ্ছেন   |   নারী কাউন্সিলরকে মারধরের অবিযোগে  কাউন্সিলর সামসুজ্জোহা বরখাস্ত    |   ভেজালবিরোধী অভিযানে চার প্রতিষ্ঠানকে ৩২ হাজার ৫শ টাকা জরিমানা
 প্রচ্ছদ   শীর্ষ খবর   রাসেল পার্ক ও মেয়র আইভীকে নিয়ে আউয়ালের অশালীন বক্তব্যে এনসিসি’র নিন্দা ও প্রতিবাদ
 42
রাসেল পার্ক ও মেয়র আইভীকে নিয়ে আউয়ালের অশালীন বক্তব্যে এনসিসি’র নিন্দা ও প্রতিবাদ
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ মাওলানা আব্দুল আউয়াল শেখ রাসেল নগর পার্ককে মিনি পতিতালয় উল্লখ করে মেয়র আইভী ও তাঁর পরিবারের মানহানি ও ভাবমূর্তি ক্ষুন্ন করে অশালীন বক্তব্য ও হুমকি প্রদানের ঘটনায়  নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
গত ২১ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,
গত ১০/০২/২০২৪ খ্রি . তারিখে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কর্তৃক নির্মিত শেখ রাসেল পার্কের অভ্যন্তরে অবস্থিত পার্ক লাউঞ্জের সামনে এস.এস.সি ৯৫ ব্যাচের গ্রুপ “ ইউনাইটেড ৯৫ ” এর পূর্ণমিলনী , র‍্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান , পার্কের খেলার মাঠে সোনালী ব্যাংক – নারায়ণগঞ্জ এর প্রিন্সিপাল অফিসের বার্ষিক ক্রীড়া ব্যাংকার্স ডে এবং শেখ রাসেল পার্কের অভ্যন্তরে অবস্থিত নারায়ণগঞ্জ চারুকলা ইন্সটিটিউটের বসন্তবরণ অনুষ্ঠানের কার্যক্রমের প্রস্তুতি চলছিল ।
ঐ সময় গান বাজনার অভিযোগে ডি.আই.টি রেলওয়ে জামে মসজিদের ১০০-১৫০ জন দাড়ি – টুপি জুব্বা পরিহিত উচ্ছৃঙ্খল যুবক সংঘবদ্ধ হয়ে বেআইনিভাবে পার্কের অভ্যন্তরে প্রবেশ করে হামলা ও ভাংচুর চালিয়ে পার্কের ব্যাপক ক্ষয়ক্ষতি করে । ঘটনার পরদিন বিভিন্ন পত্রিকায় যাহা গুরুত্বের সাথে প্রকাশিত হয় । ঘটনার প্রেক্ষিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন তদন্ত কমিটি গঠন করে । পরবর্তীতে গত ২০/০২/২০২৪ খ্রি . তারিখে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ঘটনার বিস্তারিত উল্লেখ্য করে অভিযোগ দায়ের করে । থানায় অভিযোগের প্রেক্ষিতে কার্যকর কোন আইনি পদক্ষেপ গ্রহণ না করায় গত ০৩/০৪/২০১৪ খ্রি . তারিখে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী ১ নং আদালত ,
নারায়ণগঞ্জে সি.আর মামলা নং -৬২ / ২০২৪ দায়ের করা হয় । মামলার প্রেক্ষিতে গত ১৯/০৪/২০১৪ খ্রি . তারিখে ডি.আই.টি মসজিদে ওলামা পরিষদের ব্যানারে মাওলানা আব্দুল আউয়াল গং সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বার বার নির্বাচিত জনপ্রিয় মাননীয় মেয়র ডা . সেলিনা হায়াৎ আইভী ও তাঁর পরিবারের মানহানি ও ভাবমূর্তি ক্ষুন্ন এবং ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে অশালীন বক্তব্য ও হুমকি প্রদান করে । উল্লেখ্য মাননীয় মেয়র বর্তমানে পরিবারের সাথে বিদেশে অবস্থান করছেন । তাঁর অনুপস্থিতিতে ঘটনার দীর্ঘদিন পর সংবাদ সম্মেলন উদ্দেশ্য প্রনোদিত ।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান । এই প্রতিষ্ঠানের কোনো স্থাবর অস্থাবর সম্পত্তির ক্ষয়ক্ষতি হলে আইনের আশ্রয় গ্রহণ করা একান্ত বাঞ্চনীয় ও আবশ্যক । বিচারাধীন বিষয়ে হুমকি প্রদান করে বক্তব্য দেয়া বেআইনি । তথাপি ওলামা পরিষদের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলাম বাংলাদেশ , নারায়ণগঞ্জ জেলার সভাপতি ও ডি.আই.টি মসজিদের খতিব মাওলান আব্দুল আউয়াল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের নামে নির্মিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধনকৃত শেখ রাসেল পার্ককে মিনি পতিতালয় হিসেবে উল্লেখ্য করেছেন । তিনি নির্বাচিত মেয়র কে উচ্ছেদ ও হত্যার হুমকিসহ অশালিন ও মানহানিকর বক্তব্য প্রদান করেছেন । তিনি নারায়ণগঞ্জ চারুকলা ইন্সিটিটিউটের বিরুদ্ধে উষ্কানিমূলক মন্তব্যসহ ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বক্তব্য দিয়েছেন । নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি । স্বাক্ষরিত ( মোহাম্মদ জাকির হোসেন ) প্রধান নির্বাহী কর্মকর্তা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। #

নার্সারীতে সফলতা পেয়ে নার্সারী নুরুল ইসলাম সাত বার অর্জন করেছেন জেলা প্রশাসনের সম্মাননা পদক

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...