নারায়ণগঞ্জ  সোমবার | ২০শে মে, ২০২৪ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ গ্রীষ্মকাল | ১১ই জিলকদ, ১৪৪৫

শিরোনাম
  |   রূপগঞ্জে  নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন  চেয়ারম্যান প্রার্থী হাবিব   |   মিথ্যা সংবাদের প্রতিবাদে নাসিক প্যানেল মেয়র বাবুর সংবাদ সম্মেলন   |   রূপগঞ্জে হত্যাসহ ১৮ মামলার আসামির তান্ডবে অতিষ্ঠ এলাকাবাসী   |   বন্দরে জাপা নেতা সুমন প্রধানের বিরোদ্ধে জমি দখলের অভিযোগ   |   জমিদারতন্ত্র কায়েম করতে আ’লীগ আমি-ডামির নির্বাচন করেছে – জোনায়েদ সাকি   |   বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৮ম কমিটি গঠন   |   ফিলিস্তিনের মুক্তির লড়াইয়ে সংহতি জানিয়ে ছাত্র ফেডারেশন উদ্বোধন   |   বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৮ম সম্মেলন ১৭ মে   |   ১৭ মে এন পি সি’র যুগপূর্তিতে আলোকচিত্রের ক্রমবিকাশ নিয়ে আলোচনা   |   উপজেলা পরিষদ নির্বাচনআদালতকে হয়রানী করায় সেলিম প্রধানকে জরিমানা   |   বাবুরাইল খেলার মাঠ দখলে তদন্ত করে ব্যাবস্থাগ্রহনের নির্দেশ দিলেন পুলিশ সুপার   |   ১৭ মে গুলশান সিনেপ্লেক্সে মুক্তি পাবে পটু সিনেমা | সারা ফেলার প্রত্যাশা   |   প্রতারকদের কাছ থেকে বাবুরাইল খেলার মাঠের জমি যারা কিনছেন, ভুল করেছেন   |   পাগলায় ট্রেনে কাটা পড়ে বন্দরের টেলু’র মৃত্যু   |   বন্দরে ৪টি স্কুলের শিক্ষার মান নিয়ে নানা প্রশ্ন   |   রূপগঞ্জে নকল মশার কয়েলে সয়লাব | স্বাস্থ্য ঝুঁকিতে জনজীবন   |   গিয়াস উদ্দিনের জামিন না-মঞ্জুরে ফতুল্লা থানা বিএনপির তীব্র নিন্দা   |   করোনার রিপোর্ট করায় চীনা সাংবাদিক ৪ বছর জেল খেটে মুক্তি পাচ্ছেন   |   নারী কাউন্সিলরকে মারধরের অবিযোগে  কাউন্সিলর সামসুজ্জোহা বরখাস্ত    |   ভেজালবিরোধী অভিযানে চার প্রতিষ্ঠানকে ৩২ হাজার ৫শ টাকা জরিমানা
 প্রচ্ছদ   শীর্ষ খবর   সোনারগাঁওয়ে হাওরের ঐতিহ্যবাহী মালজোড়া গানের আসর | গান নিয়ে সেমিনার 
 50
সোনারগাঁওয়ে হাওরের ঐতিহ্যবাহী মালজোড়া গানের আসর | গান নিয়ে সেমিনার 
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
হাসান উল রাকিব – নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ সোনারগাঁ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের বৈশাখী মেলায় হাওরের ঐতিহ্যবাহী মালজোড়া গানের আসর ও গান নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে । সেমিনারে ঐতিহ্যবাহী মালজোড়াগান নিয়ে বিষয়ে মূলপ্রবন্ধ পাঠ করেন লোকসংস্কৃতি গবেষক ও লেখক সুমনকুমার দাশ। এসময় তাকে উত্তরীয় পড়িয়ে সম্মান জানানো হয়।
শুক্রবার ১৯ এপ্রিল বিকেলে বৈশাখী মেলা উপলক্ষে সোনারগাঁয়ের লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ( সোনারগাঁ জাদুঘর ) মালজোড়া গানের আয়োজন করে । সন্ধ্যায় জাদুঘরের সোনারতরী লোকজ মঞ্চে শুরু হয় গুরু- শিষ্যের মালজোড়া । বাউল সাধক কফিলউদ্দিন সরকারের শিষ্য বাউল সূর্যনাল দাস গুরু এবং বাউলসম্রাট শাহ আবদুল করিমের শিষ্য সিরাজ উদ্দিন শিষ্যের ভূমিকায় গান করেন । মালজোড়ার রীতি অনুযায়ী বন্দনা গানের মাধ্যমে শুরু হয় দুই বয়াতির লড়াই ।
ঢোল , বাঁশি , হারমোনিয়াম , বেহালা , খঞ্জনির সঙ্গে তাল মিলিয়ে গানে গানে সেসব প্রশ্নের উত্তর দেন সূর্যলাল । দুই বয়াতির আলোচনা , তর্ক , কৌতুক আর গানের মাধ্যমে জমে ওঠে আসর । মালজোড়ার সুর আর ভিন্ন ঢঙের উপস্থাপনায় মুগ্ধ হয় ছুটির দিনে মেলায় ঘুরতে আসা নারী- পুরুষ ।
এসময় মালজোড়া গানের সেমিনারে উপস্থিত ছিলেন
সোনারগাঁয়ের লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ও ফোকলোরবিদ ড. আমিনুর রহমান সুলতানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব আতাউর রহমান। স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের উপপরিচালক এ কে এম আজাদ সরকার।
সেমিনারে ঐতিহ্যবাহী মালজোড়াগান নিয়ে বিষয়ে মূলপ্রবন্ধ পাঠ করেন লোকসংস্কৃতি গবেষক ও লেখক সুমনকুমার দাশ।
অনুষ্ঠান সঞ্চালন করেন এ কে এম মুজ্জাম্মিল হক মাসুদ। সেমিনার শেষে মালজোড়াগান পরিবেশন করেন বাউলশিল্পী সূর্যলাল দাস ও সিরাজ উদ্দিন।
আলোকচিত্রী : শামসুল আলম সেলিম, সভাপতি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, সিলেট; বিশিষ্ট গীতিকার।
সেমিনারে ঐতিহ্যবাহী মালজোড়াগান নিয়ে বিষয়ে মূলপ্রবন্ধ পাঠ করেন লোকসংস্কৃতি গবেষক ও লেখক সুমনকুমার দাশ বলেন , গত শতাব্দীর ত্রিশের দশকে নেত্রকোনার বাউলসাধক রশিদ উদ্দিনের হাত ধরে মালজোড়া গানের শুরু। নিজস্ব ঢঙ ও বৈশিষ্ট্যের কারণে শুরু থেকেই জনপ্রিয় হয়ে উঠে মালজোড়া গান। পরবর্তীকালে সুনামগঞ্জসহ পুরো হাওরাঞ্চলে ছড়িয়ে যায়।
জালাল উদ্দিন খাঁ, চান মিয়া, উকিল মুন্সি ও তাঁর ছেলে আব্দুস সাত্তার, শাহ আবদুল করিম, কামাল উদ্দিন, দুর্বিন শাহ, কারি আমীর উদ্দিন আহমদ ও মো. শফিকুন্নূরের মতো বাউলসাধকরা মালজোড়া গানের আসর মাতিয়েছেন বলে সুমনকুমার উল্লেখ করেছেন।
সুমনকুমার দাশের আলোচনা থেকেই জানা যায়, কারি আমীর উদ্দিন মালজোড়া গেয়ে এতটাই জনপ্রিয় হয়ে উঠেন যে আশির দশকে তিনি ৫০ হাজার থেকে ১ লাখ টাকা বায়না করে গানের আসরে যেতেন। হাজারো শ্রোতা টিকিট কেটে আসতেন তাঁর গান শুনতে। পৃষ্ঠপোষকতার অভাবে এখন আর তেমন আসর বসে না। লোক ফাউন্ডেশনের এমন সেমিনার ও গানের আসর আমাদের লোকজসংস্কৃতিকে শক্তিশালী করবে। #

নার্সারীতে সফলতা পেয়ে নার্সারী নুরুল ইসলাম সাত বার অর্জন করেছেন জেলা প্রশাসনের সম্মাননা পদক

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...