নারায়ণগঞ্জ  সোমবার | ২০শে মে, ২০২৪ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ গ্রীষ্মকাল | ১১ই জিলকদ, ১৪৪৫

শিরোনাম
  |   রূপগঞ্জে  নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন  চেয়ারম্যান প্রার্থী হাবিব   |   মিথ্যা সংবাদের প্রতিবাদে নাসিক প্যানেল মেয়র বাবুর সংবাদ সম্মেলন   |   রূপগঞ্জে হত্যাসহ ১৮ মামলার আসামির তান্ডবে অতিষ্ঠ এলাকাবাসী   |   বন্দরে জাপা নেতা সুমন প্রধানের বিরোদ্ধে জমি দখলের অভিযোগ   |   জমিদারতন্ত্র কায়েম করতে আ’লীগ আমি-ডামির নির্বাচন করেছে – জোনায়েদ সাকি   |   বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৮ম কমিটি গঠন   |   ফিলিস্তিনের মুক্তির লড়াইয়ে সংহতি জানিয়ে ছাত্র ফেডারেশন উদ্বোধন   |   বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৮ম সম্মেলন ১৭ মে   |   ১৭ মে এন পি সি’র যুগপূর্তিতে আলোকচিত্রের ক্রমবিকাশ নিয়ে আলোচনা   |   উপজেলা পরিষদ নির্বাচনআদালতকে হয়রানী করায় সেলিম প্রধানকে জরিমানা   |   বাবুরাইল খেলার মাঠ দখলে তদন্ত করে ব্যাবস্থাগ্রহনের নির্দেশ দিলেন পুলিশ সুপার   |   ১৭ মে গুলশান সিনেপ্লেক্সে মুক্তি পাবে পটু সিনেমা | সারা ফেলার প্রত্যাশা   |   প্রতারকদের কাছ থেকে বাবুরাইল খেলার মাঠের জমি যারা কিনছেন, ভুল করেছেন   |   পাগলায় ট্রেনে কাটা পড়ে বন্দরের টেলু’র মৃত্যু   |   বন্দরে ৪টি স্কুলের শিক্ষার মান নিয়ে নানা প্রশ্ন   |   রূপগঞ্জে নকল মশার কয়েলে সয়লাব | স্বাস্থ্য ঝুঁকিতে জনজীবন   |   গিয়াস উদ্দিনের জামিন না-মঞ্জুরে ফতুল্লা থানা বিএনপির তীব্র নিন্দা   |   করোনার রিপোর্ট করায় চীনা সাংবাদিক ৪ বছর জেল খেটে মুক্তি পাচ্ছেন   |   নারী কাউন্সিলরকে মারধরের অবিযোগে  কাউন্সিলর সামসুজ্জোহা বরখাস্ত    |   ভেজালবিরোধী অভিযানে চার প্রতিষ্ঠানকে ৩২ হাজার ৫শ টাকা জরিমানা
 প্রচ্ছদ   শীর্ষ খবর   না’গঞ্জ প্রেস ক্লাবের যে কোনো প্রয়োজনে পাশে থাকবো – মেয়র আইভী
 78
না’গঞ্জ প্রেস ক্লাবের যে কোনো প্রয়োজনে পাশে থাকবো – মেয়র আইভী
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৫ জুন, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সাথে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নব নির্বাচিত কার্যকরী পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাতের সময় বলেন, এই শহরের উন্নয়নের স্বার্থে সকলের সাথে বসবো, কথা বলবো এবং কাজ করবো। তিনি নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের যে কোনো প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। রবিবার (২৫ জুন) দুপুরে নগরভবনে মেয়রের কার্যালয়ে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।


এ সময় মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, আমি আমার বাবার আদর্শের অনুসারী হয়েই কাজ করি এই শহরে। কারো সাথে আমার কোনো শত্রæতা নেই, বন্ধুত্ব সকলের সাথে। ব্যক্তিগত ভাবে কারো সাথে আমার কোনো রেষারেষি নেই। এই শহরের সকল মানুষের সাথে মিলেমিশে কাজ করার চেষ্টা করি। তিনি আরও বলেন, মাঝে মাঝে সত্য কথা বলতে হয়, আর ঐ সত্য কথা বলার কারণে হয়তো বন্ধুত্বের সংখ্যা কমে যায়। কিন্তু সত্য থেকে আমি সরে আসতে পারবো না, সত্য অনেক কঠিন। তার মানে এই না যে, নারায়ণগঞ্জের স্বার্থে কারো সাথে বসবো না, কথা বলবো না, তা কিন্তু নয়।

তার প্রমাণ কিন্তু আপনারা একাধিকবার পেয়েছেন। আমার এই আসনের এমপি, সেলিম ওসমান সাহেব কিন্তু সিটি কর্পোরেশনের বাজেট অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানে এসেছেন। এছাড়া ২০০৪ সালে যখন বন্যা হলো, তখন কিন্তু মাসুদ (সাংবাদিক আবু সাউদ মাসুদ) ভাই ও দিপু (সাংবাদিক আরিফ আলম দিপু) ভাইকে সাথে নিয়ে সেলিম ভাই (সেলিম ওসমান) এসে নারায়ণগঞ্জ পৌরসভায় ১০০০ টন চাল ও দুধ দিয়ে গেছেন। নারায়ণগঞ্জের স্বার্থের জন্য আমি কখনো পিছ পা হইনি। তাঁর সাথে সাক্ষাত করতে আসায় প্রেস ক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদক সহ কার্যকরী পরিষদের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নব নির্বাচিত সভাপতি আরিফ আলম দীপু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন পরিষদের পক্ষে নেতৃত্ব দেন। প্রেস ক্লাবের পক্ষ থেকে পরিষদের নব নির্বাচিত নেতৃবৃন্দ মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান ও ক্রেষ্ট উপহার প্রদান করেন। সাক্ষাতকালে প্রেস ক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনের পূর্বে আমাদের প্রধান প্রতিশ্রুতি ছিলো নারায়ণগঞ্জের উন্নয়ণে দলমত নির্বিশেষে আমরা সকলকে নিয়ে কাজ করবো।

আমাদের এই প্রতিশ্রুতিতে আস্থা রেখে ভোটাররা তাঁদের মূল্যবান ভোট প্রদান করে আমাদের পূর্ণ প্যানেলকে বিশাল ভোটের ব্যবধানে নিরঙ্কুশভাবে জয়ী করেছেন। ফলে প্রেস ক্লাবের উন্নয়নে আমাদের দায়িত্বও বেড়ে গেছে। নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের উন্নয়নে আমরা আপনাকে পাশে চাই। সাংবাদিকদের কল্যাণে একটি কল্যাণ ফান্ড করার প্রতিশ্রুতিও নির্বাচনী ইশতেহারে ছিলো উল্লেখ করে সাংবাদিক কল্যাণ ফান্ডে সহযোগিতা করার দাবি তুলে ধরে প্রেস ক্লাবের সার্বিক উন্নয়নে সিটি কর্পোরেশন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে সবসময় পাশে পাবার প্রত্যয় ব্যক্ত করেন প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক।সাক্ষাতকালে আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের নব নির্বাচিত সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সম্পাদক আহসান সাদিক, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, কার্যকরী পরিষদ সদস্য আবু সাউদ মাসুদ, একেএম মাহফুজুর রহমান, আব্দুস সালাম, আফজাল হোসেন পন্টি, আবু আল আমিন খান মিঠু, স্থায়ী সদস্য প্রণব কৃ রায়, মো: শফিকুল ইসলাম, হাসান উল রাকিব প্রমুখ। #

নার্সারীতে সফলতা পেয়ে নার্সারী নুরুল ইসলাম সাত বার অর্জন করেছেন জেলা প্রশাসনের সম্মাননা পদক

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...