নারায়ণগঞ্জ  সোমবার | ২০শে মে, ২০২৪ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ গ্রীষ্মকাল | ১১ই জিলকদ, ১৪৪৫

শিরোনাম
  |   রূপগঞ্জে  নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন  চেয়ারম্যান প্রার্থী হাবিব   |   মিথ্যা সংবাদের প্রতিবাদে নাসিক প্যানেল মেয়র বাবুর সংবাদ সম্মেলন   |   রূপগঞ্জে হত্যাসহ ১৮ মামলার আসামির তান্ডবে অতিষ্ঠ এলাকাবাসী   |   বন্দরে জাপা নেতা সুমন প্রধানের বিরোদ্ধে জমি দখলের অভিযোগ   |   জমিদারতন্ত্র কায়েম করতে আ’লীগ আমি-ডামির নির্বাচন করেছে – জোনায়েদ সাকি   |   বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৮ম কমিটি গঠন   |   ফিলিস্তিনের মুক্তির লড়াইয়ে সংহতি জানিয়ে ছাত্র ফেডারেশন উদ্বোধন   |   বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৮ম সম্মেলন ১৭ মে   |   ১৭ মে এন পি সি’র যুগপূর্তিতে আলোকচিত্রের ক্রমবিকাশ নিয়ে আলোচনা   |   উপজেলা পরিষদ নির্বাচনআদালতকে হয়রানী করায় সেলিম প্রধানকে জরিমানা   |   বাবুরাইল খেলার মাঠ দখলে তদন্ত করে ব্যাবস্থাগ্রহনের নির্দেশ দিলেন পুলিশ সুপার   |   ১৭ মে গুলশান সিনেপ্লেক্সে মুক্তি পাবে পটু সিনেমা | সারা ফেলার প্রত্যাশা   |   প্রতারকদের কাছ থেকে বাবুরাইল খেলার মাঠের জমি যারা কিনছেন, ভুল করেছেন   |   পাগলায় ট্রেনে কাটা পড়ে বন্দরের টেলু’র মৃত্যু   |   বন্দরে ৪টি স্কুলের শিক্ষার মান নিয়ে নানা প্রশ্ন   |   রূপগঞ্জে নকল মশার কয়েলে সয়লাব | স্বাস্থ্য ঝুঁকিতে জনজীবন   |   গিয়াস উদ্দিনের জামিন না-মঞ্জুরে ফতুল্লা থানা বিএনপির তীব্র নিন্দা   |   করোনার রিপোর্ট করায় চীনা সাংবাদিক ৪ বছর জেল খেটে মুক্তি পাচ্ছেন   |   নারী কাউন্সিলরকে মারধরের অবিযোগে  কাউন্সিলর সামসুজ্জোহা বরখাস্ত    |   ভেজালবিরোধী অভিযানে চার প্রতিষ্ঠানকে ৩২ হাজার ৫শ টাকা জরিমানা
 প্রচ্ছদ   শীর্ষ খবর   নারী নির্যাতন মামলায় যৌতুকলোভী স্বামী শোয়াইব ও দেবর সামিউর গ্রেফতার 
 172
নারী নির্যাতন মামলায় যৌতুকলোভী স্বামী শোয়াইব ও দেবর সামিউর গ্রেফতার 
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  ৫ লাখ টাকা যৌতুকের দাবিতে এক গৃহবধূকে নির্যাতনের ঘটনায় যৌতুক লোভী স্বামী শোয়াইব রহমান এবং  দেবর সামিউর রহমান শোয়াইব নামের দুইজনকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ । গত শনিবার দিবাগত রাত আড়াইটায় ফতুল্লার দেওভোগ পানির ট্যাংকি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় । গ্রেফতারকৃত শোয়াইব এবং সামিউর দেওভোগ পানির ট্যাংকি এলাকার হাফিজুর রহমানের ছেলে ।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই শহীদুল ইসলাম জানান , ফতুল্লা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত একটি মামলায় শোয়াইব এবং সামিউর রহমান নামের দুইজনকে গ্রেফতার করা হয়েছে । মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে গ্রেফতারকৃতদের ৭ দিনের পুলিশি রিমান্ডের আবেদন চেয়ে আদালতে প্রেরন করা হয়েছে । মামলার বাদী গিয়াসউদ্দিন ফতুল্লা মডেল থানায় দায়েরকৃত মামলায় উল্লেখ্য করেন , গত ৫ বছর পূর্বে ইসলামী শরিয়া মোতাবেক রেজিষ্ট্রি কাবিন মূলে সামাজিক ভাবে শোয়াইবের সাথে তার মেয়েকে পারিবারিক ভাবে বিবাহ দেয়া হয় । বিবাহের সময় মেয়ের সুখের কথা চিন্তা করে বিভিন্ন প্রকার স্বর্ণালংকার ও আসবাবপত্র এবং সাংসারিক জিনিসপত্র সহ ৮ লক্ষ টাকার মালামাল প্রদান করা হয় ।
তাহাদের দাম্পত্য জীবনে একটি পুত্র সন্তান মুসাব রাইয়ান ( ২ ) জন্ম গ্রহণ করে । এরপর কিছুদিন পর থেকে যৌতুকলোভী স্বামী শোয়াইব এবং দেবর সামিউর এবং শাশুরি পাঁচলাখ টাকা যৌতুক দাবী করে তার মেয়েকে শারীরিক ও মানষিক ভাবে নির্যাতন করে আসছিল । তার একমাত্র নাতির কথা চিন্তা করে তার মেয়ে সংসার টিকাইয়া রাখার জন্য সকল অত্যাচার নির্যাতন সহ্য করিয়া আসিতেছিল । এক পর্যায়ে বিবাদীদের অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে যৌতুক লোভী স্বামী শোয়াইবসহ তার পরিবারকে দুই লাখ টাকা প্রদান করা হয় । এর কিছুদিন না যেতেই পূনরায় যৌতুকলোভী স্বামীসহ তার পরিবারের সদস্যরা ৫ লাখ টাকা যৌতুক দাবি করে তার মেয়েকে মানষিক টর্চার করে আসছিল । তার মেয়ে দাবিকৃত যৌতুকের টাকা দিতে অপরাগতা প্রকাশ করায় অভিযুক্ত যৌতুক লোভী স্বামী শোয়াইব ও তার মা এবং ছোট ভাই সামিউর রহমান তার মেয়েকে অমানবিক নির্যাতন করে বাড়ী থেকে বের করে দেয় ।
গুরুতর আহত অবস্থায় মেয়েকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা করা হয় এবং অবস্থার অবনতি হলে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসা শেষে নিজ বাড়ীতে নিয়ে আসেন । ফতুল্লা মডেল থানার ওসি নূরে আযম মামলার সত্যতা স্বীকার করে বলেন , এজাহারভুক্ত ২ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে । এদিকে এগাকাাসী সূত্রে জানা যায় , যৌতুকলোভী স্বামীসহ তার পরিবারের সদস্যরা জামায়াত শিবির রাজনীতির সাথে জড়িত । বিভিন্ন সময় তাদের বাড়ীতে অচেনা ব্যাক্তির আনাগোনা বেড়ে যায় । নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্নস্থানে তাদের নেতৃত্বে নাশকতা করা হয় বলেও অভিযোগ করেন । এছাড়া যৌতুকলোভী স্বামী শোয়াইবসহ তার পরিবারের সদস্যরা তেমন মেলামেশা করতেন না । এলাকাবাসী আক্ষেপের সাথে বলেন , শোয়াইবসহ তার পরিবারের সদস্যরা শিক্ষায় প্রতিষ্ঠা লাভ করলেও সামাজিকভাবে তারা স্বীকৃতি নন । #

নার্সারীতে সফলতা পেয়ে নার্সারী নুরুল ইসলাম সাত বার অর্জন করেছেন জেলা প্রশাসনের সম্মাননা পদক

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...