নারায়ণগঞ্জ  সোমবার | ২০শে মে, ২০২৪ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ গ্রীষ্মকাল | ১১ই জিলকদ, ১৪৪৫

শিরোনাম
  |   রূপগঞ্জে  নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন  চেয়ারম্যান প্রার্থী হাবিব   |   মিথ্যা সংবাদের প্রতিবাদে নাসিক প্যানেল মেয়র বাবুর সংবাদ সম্মেলন   |   রূপগঞ্জে হত্যাসহ ১৮ মামলার আসামির তান্ডবে অতিষ্ঠ এলাকাবাসী   |   বন্দরে জাপা নেতা সুমন প্রধানের বিরোদ্ধে জমি দখলের অভিযোগ   |   জমিদারতন্ত্র কায়েম করতে আ’লীগ আমি-ডামির নির্বাচন করেছে – জোনায়েদ সাকি   |   বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৮ম কমিটি গঠন   |   ফিলিস্তিনের মুক্তির লড়াইয়ে সংহতি জানিয়ে ছাত্র ফেডারেশন উদ্বোধন   |   বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৮ম সম্মেলন ১৭ মে   |   ১৭ মে এন পি সি’র যুগপূর্তিতে আলোকচিত্রের ক্রমবিকাশ নিয়ে আলোচনা   |   উপজেলা পরিষদ নির্বাচনআদালতকে হয়রানী করায় সেলিম প্রধানকে জরিমানা   |   বাবুরাইল খেলার মাঠ দখলে তদন্ত করে ব্যাবস্থাগ্রহনের নির্দেশ দিলেন পুলিশ সুপার   |   ১৭ মে গুলশান সিনেপ্লেক্সে মুক্তি পাবে পটু সিনেমা | সারা ফেলার প্রত্যাশা   |   প্রতারকদের কাছ থেকে বাবুরাইল খেলার মাঠের জমি যারা কিনছেন, ভুল করেছেন   |   পাগলায় ট্রেনে কাটা পড়ে বন্দরের টেলু’র মৃত্যু   |   বন্দরে ৪টি স্কুলের শিক্ষার মান নিয়ে নানা প্রশ্ন   |   রূপগঞ্জে নকল মশার কয়েলে সয়লাব | স্বাস্থ্য ঝুঁকিতে জনজীবন   |   গিয়াস উদ্দিনের জামিন না-মঞ্জুরে ফতুল্লা থানা বিএনপির তীব্র নিন্দা   |   করোনার রিপোর্ট করায় চীনা সাংবাদিক ৪ বছর জেল খেটে মুক্তি পাচ্ছেন   |   নারী কাউন্সিলরকে মারধরের অবিযোগে  কাউন্সিলর সামসুজ্জোহা বরখাস্ত    |   ভেজালবিরোধী অভিযানে চার প্রতিষ্ঠানকে ৩২ হাজার ৫শ টাকা জরিমানা
 প্রচ্ছদ   শীর্ষ খবর   ময়লা পানিতে নেমে অবস্থান ধর্মঘট করার ঘোষণা দিলেন শামীম ওসমান
 131
ময়লা পানিতে নেমে অবস্থান ধর্মঘট করার ঘোষণা দিলেন শামীম ওসমান
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২ জুলাই, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ গত কয়েকদিনের ভারী বর্ষণে ডিএনডি অভ্যন্তরে সৃষ্ট জলাবদ্ধতা থেকে স্থানীয়রা পরিত্রাণ না পেলে নিজেই ময়লা পানিতে নেমে অবস্থান ধর্মঘট করব। কাউকে সা‌থে নি‌য়ে নয় জামাকাপড় পরেই আমি নিজে ময়লা-আবর্জনার পানিতে নেমে যাব। যতক্ষণ পর্যন্ত এই সমস্যার সমাধান না হবে ততক্ষণ পর্যন্তই আমার ধর্মঘট চলবে। মন্ত্রি মহোদয়ের সাথে আমি কথা বলেছি। তিনি আমার কাছে কয়েক দিন সময় চেয়েছে। না হলে আমি আজকেই পানিতে নেমে যেতাম।

রবিবার (২জুলাই) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি অভ্যন্তরে জলাবদ্ধতার খোজঁ নিতে এসে শিমরাইল এলাকায় ডিএনডি পাম্প হাউজে এসব কথা বলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান। এসময় সাংসদ শামীম ওসমান আরো বলেন, ডিএনডি এলাকার প্রায় ত্রিশ লাখ লোক পানি বন্দি হয়ে আছে। কিছু কিছু কালভার্ট দেরিতে নির্মাণ হচ্ছে এবং সে সব জায়গায় প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে বলে এই পানি জমছে। এ সময় সাংসদ জলাবদ্ধতার সমস্যার সমাধান কিভাবে এবং কত সময়ের মধ্যে হবে তা জানতে প্রকল্প সংশ্লিষ্টদের কাছে প্রশ্ন করেন।

শামীম ওসমানের এই প্রশ্নের প্রেক্ষিতে শিমরাইল পাম্প হাউজে উপস্থিত পানি উন্নয়ণ বোর্ডের নির্বাহী প্রকৌশলী খন্দকার মাইনুর রহমান বলেন, আসলে পুরো প্রকল্প এলাকায় আসলে জলাবদ্ধতা সৃষ্টি হয় নাই। কিছু কিছু জায়গায় প্রকল্পের কাজ চলমান থাকায় এই সমস্যাটার সৃষ্টি হয়েছে যে সব স্থানগুলোতে কাজ চলছে সেখানে আমরা বিকল্প যাতায়াত ব্যবস্থা ও পানি প্রবাহের ব্যবস্থা রেখেছি। কিন্তু গত কয়েকদিনের ভারী বর্ষণের কারণে এই জলাবদ্ধতা তৈরী হয়েছে। এসব সমস্যার কারণে আমরা এই প্রকল্পের সাথে সংশ্লিটরা ঈদের ছুটিও বাতিল করে কাজ করছি। আমরা নিশ্চিত করতে চাই যে আজকে (রবিবার ২ জুলাই) সন্ধ্যার আগেই এই জলাবদ্ধ পরিস্থিতি থেকে পরিত্রাণ পারে ডিএনডিবাসী। প্রকল্পের কাজ কতোদিনের মধ্যে শেষ করা হবে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা জানান, প্রকল্পটির নির্মাণ শেষ করার জন্য আগামী বছরের জুন পর্যন্ত সময় বাড়ানোর আবেদন করেছি। যদিও সাংসদ শামীম ওসমানের পক্ষ থেকে প্রকল্পটি ডিসেম্বরের মধ্যে শেষ করার জন্য বলা হয়েছে। আমরা আশা করছি যতটুকু কাজ বাকি আছে তার বেশির ভাগ কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করার একটি সিডিউল ইতোমধ্যে তৈরী করেছি। তবে ডিসেম্বরে কাজ শেষ আনুসঙ্গিক আরো কাজের জন্য আগামী বছরের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

নতুন করে এই প্রকেল্পর জন্য আরো অর্থ বৃদ্ধি করা হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এই কর্মকর্তা বলেন, নতুন করে এই প্রকল্পে আর অর্থ বাড়ানোর কোন সুযোগ নেই। এবং আমাদেরও প্রয়োজন নাই। উপরন্তু যেই পরিমাণ অর্থ বরাদ্ধ আছে কাজ শেষ হওয়ার পর আরও উদ্বৃত্ত অর্থ থাকবে।
এর আগে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে ডিএনডি অভ্যন্তর এলাকার জলাবদ্ধতার খোজঁ নেন এবং প্রকল্প সংশ্লিষ্টদের সাথে কথা বলেন। ২০১৭ সালে এই এলাকার জলাবদ্ধতা নিরসনে এক মেগা প্রকল্পের শুরু হয়। প্রথমে এই প্রকল্পের জন্য ৫৮২ কোটি টাকা বরাদ্ধ দেয়া হয়। পরবর্তীতে এই প্রকল্পের কাজের কারণে বরাদ্ধ বাড়িয়ে করা হয় প্রায় ১৩শত কোটি টাকা। ইতোমধ্যে প্রকল্পের ৭৩ শতাংশ কাজ শেষ হয়েছে। #

নার্সারীতে সফলতা পেয়ে নার্সারী নুরুল ইসলাম সাত বার অর্জন করেছেন জেলা প্রশাসনের সম্মাননা পদক

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...