নারায়ণগঞ্জ  সোমবার | ২০শে মে, ২০২৪ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ গ্রীষ্মকাল | ১১ই জিলকদ, ১৪৪৫

শিরোনাম
  |   রূপগঞ্জে  নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন  চেয়ারম্যান প্রার্থী হাবিব   |   মিথ্যা সংবাদের প্রতিবাদে নাসিক প্যানেল মেয়র বাবুর সংবাদ সম্মেলন   |   রূপগঞ্জে হত্যাসহ ১৮ মামলার আসামির তান্ডবে অতিষ্ঠ এলাকাবাসী   |   বন্দরে জাপা নেতা সুমন প্রধানের বিরোদ্ধে জমি দখলের অভিযোগ   |   জমিদারতন্ত্র কায়েম করতে আ’লীগ আমি-ডামির নির্বাচন করেছে – জোনায়েদ সাকি   |   বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৮ম কমিটি গঠন   |   ফিলিস্তিনের মুক্তির লড়াইয়ে সংহতি জানিয়ে ছাত্র ফেডারেশন উদ্বোধন   |   বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৮ম সম্মেলন ১৭ মে   |   ১৭ মে এন পি সি’র যুগপূর্তিতে আলোকচিত্রের ক্রমবিকাশ নিয়ে আলোচনা   |   উপজেলা পরিষদ নির্বাচনআদালতকে হয়রানী করায় সেলিম প্রধানকে জরিমানা   |   বাবুরাইল খেলার মাঠ দখলে তদন্ত করে ব্যাবস্থাগ্রহনের নির্দেশ দিলেন পুলিশ সুপার   |   ১৭ মে গুলশান সিনেপ্লেক্সে মুক্তি পাবে পটু সিনেমা | সারা ফেলার প্রত্যাশা   |   প্রতারকদের কাছ থেকে বাবুরাইল খেলার মাঠের জমি যারা কিনছেন, ভুল করেছেন   |   পাগলায় ট্রেনে কাটা পড়ে বন্দরের টেলু’র মৃত্যু   |   বন্দরে ৪টি স্কুলের শিক্ষার মান নিয়ে নানা প্রশ্ন   |   রূপগঞ্জে নকল মশার কয়েলে সয়লাব | স্বাস্থ্য ঝুঁকিতে জনজীবন   |   গিয়াস উদ্দিনের জামিন না-মঞ্জুরে ফতুল্লা থানা বিএনপির তীব্র নিন্দা   |   করোনার রিপোর্ট করায় চীনা সাংবাদিক ৪ বছর জেল খেটে মুক্তি পাচ্ছেন   |   নারী কাউন্সিলরকে মারধরের অবিযোগে  কাউন্সিলর সামসুজ্জোহা বরখাস্ত    |   ভেজালবিরোধী অভিযানে চার প্রতিষ্ঠানকে ৩২ হাজার ৫শ টাকা জরিমানা
 প্রচ্ছদ   শীর্ষ খবর   মার্কেটের নামে রেলওয়ের জমি আত্মসাৎকারী ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ
 135
মার্কেটের নামে রেলওয়ের জমি আত্মসাৎকারী ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২

নারায়ণগঞ্জের খবর রিপোর্টঃ  রেলওয়ের জমি আত্মসাৎকারী ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে ভূমি রক্ষা সম্মিলিত নাগরিক পরিষদ। সমাবেশে শহরের ১ নং রেল গেইট এলাকায় মার্কেট নির্মানের নামে রেলওয়ের ৪৭ হাজার দুই বর্গফুট জমি আত্মসাৎকারী হাত থেকে এ জমি রক্ষার দাবি জানানো হয়। ১১ নভেম্বর শুক্রবার বিকেলে শহরের কেন্দ্রীয় শহিদমিনারে এ সমাবেশ অনুষ্ঠিত হয় । ভূমি রক্ষা সম্মিলিত নাগরিক পরিষদের আহবায়ক রফিউর রাব্বি’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন , নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এড. এবি সিদ্দিক , আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি মোহাম্মদ নূরউদ্দিন , দৈনিক খবরের পাতার সম্পাদক এড . মাহাবুবুর রহমান মাসুম , শিশু সংগঠক রথীন চক্রবর্তী , নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায় , নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলার অসিত বরণ বিশ্বাস , বাসদ নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক নিখিল দাস , ওয়ার্কার্স পার্টি নারায়ণগঞ্জ জেলা সম্পাদক হিমাংসু সাহা , সিপিবি নারায়ণগঞ্জ শহর সভাপতি আবদুল হাই শরীফ , ন্যাপ জেলা সাধারণ সম্পাদক এড . আওলাদ হোসেন , গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক তরিকুল সুজন , বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জেলা সংগঠক নাসির হোসেন , সুশাসনের জন্য নাগরিক ( সুজন ) জেলা সম্পাদক ধীমান সাহা জুয়েল ও সামাজিক সঙগঠন সমমনার সাধারণ সম্পাদক গোবিন্দ সাহা প্রমুখ। এসময় সমাবেশ সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক শাহীন মাহমুদ । সমাবেশে রফিউর রাব্বি বলেন , নারায়ণগঞ্জে রেলওয়ে , রাজউক , বিআইডাব্লিউটিএ , জেলা পরিষদ , রোডস এন্ড হাইওয়ে সহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের অব্যবহৃত জমি আত্মসাতের জন্য দীর্ঘদিন ধরে স্থানীয় কতিপয় ভূমিদস্যু তৎপর রয়েছে । চক্রটি সিন্ডিকেট করে ইতিমধ্যে চাষাঢ়া বালুরমাঠে রাজউকের জমি সহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের বহু ভূমি আত্মসাৎ করেছে । এখন ১ না রেলগেটে ৪৭ হাজার দুইশ বর্গফুট জমি রেলওয়ের অসাধু কর্মকর্তাদরে সাথে যোগসাজসে তথাকথিত ‘ রেলওয়ে কল্যাণ ট্রাস্টের ‘ নামে আত্মসাতের প্রক্রিয়ায় নিয়োজিত হয়েছে । তিনি বলেন , রাজউক দেশের বিভিন্ন জায়গায় জরিপ করে টেকসই উন্নয়নের জন্য নদীবন্দর সংলগ্ন ২১ টি জেলায় নৌ – বন্দর , রেল – স্টেশন ও বাস – টার্মিনাল একই জায়গায় তৈরীর জন্য ডিটেল এরিয়া প্ল্যান ( ড্যাপ ) প্রনয়ণ করেছে । সে পরিকল্পনায় নারায়ণগঞ্জের এই নৌ – বন্দর , রেল – স্টেশনটি ও বাস – টার্মিনালটি রয়েছে । ড্যাপের এ পরিকল্পনা সরকারের স্ট্রেটিজিক ট্র্যান্সপোর্ট প্ল্যান ( এসটিপি ) দ্বারাও অনুমোদিত । অথচ সরকারী প্রতিষ্ঠান হয়েও সরকারের এ পরিকল্পনাকে উপেক্ষা করে রেলওয়ের অসাধু কর্মকর্তারা অনৈতিকভাবে স্থানীয় ভূমিদস্যুদের সাথে নিয়ে এই জায়গাটি আত্মসাতের প্রক্রিয়ায় লিপ্ত করছে । আমরা এর তীব্রপ্রতিবাদ জানাই। সিটি কর্পোরেশনের কাউন্সিল অসিত বরণ বিশ্বাস বলেন , এই মার্কেটটি নির্মানের জন্য কল্যাণ ট্রাস্ট রাজউক বা সিটি কর্পোরেশন কারো কাছ থেকেই অনুমোদন নেয় নাই । তিনি প্রশ্ন রাখেন , অনুমতি ছাড়া সরকারী জায়গায় কী করে এভাবে মার্কেট নির্মাণ হতে পারে ? সমাবেশে বক্তারা বলেন , সরকারী সব প্রতিষ্ঠানের নারায়ণগঞ্জের সকল জমিই সময় নারায়ণগঞ্জবাসীর কাছ থেকে রাষ্ট্রের প্রয়োজনে ব্যবহারের জন্য সরকার অধিগ্রহণ করেছে । কিন্তু সে প্রয়োজনে যে সব জায়গা – জমি ব্যবহৃত হচ্ছেনা তা বিভিন্ন সময় প্রতিষ্ঠানগুলোর অসাধু কর্মকর্তারা আইন ও নিয়ম বহির্ভূতভাবে বিক্রি করে দিচ্ছে । অথচ নারায়ণগঞ্জে নাগরিকদের প্রয়োজনে উন্নতমানের উচ্চতর শিক্ষ প্রতিষ্ঠান , মেডিকেল কলেজ , শিশুদের বিনোদনের জন্য পার্ক , মিউজিয়াম , চিরিয়াখানা সহ বহুকিছুই করা যাচ্ছেনা জায়গার অভাবে । বক্তারা বলেন , নারায়ণগঞ্জবাসী যে কোন মূল্যে ভূমিদস্যুদের হাত থেকে নিজেদের জমি রক্ষা করবে । দ্রুত ১ নং রেলগেটে মার্কেট নির্মাণের কাজ বন্ধের জন্য সরকারের কাছে দাবি জানিয়ে হুশিয়ারি উচ্চারণ করে তারা বলেন , নতুবা উদ্ভূত সকল পরিস্থিতির জন্য সরকারকে দায়ী থাকতে হবে । সমাবেশে বক্তারা যে কোন মূল্যে এই মার্কেট নির্মাণ প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন । সমাবেশ শেষে একটি বিক্ষোভ শহর প্রদক্ষিণ করে । #

নার্সারীতে সফলতা পেয়ে নার্সারী নুরুল ইসলাম সাত বার অর্জন করেছেন জেলা প্রশাসনের সম্মাননা পদক

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...