নারায়ণগঞ্জ  সোমবার | ২০শে মে, ২০২৪ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ গ্রীষ্মকাল | ১১ই জিলকদ, ১৪৪৫

শিরোনাম
  |   রূপগঞ্জে  নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন  চেয়ারম্যান প্রার্থী হাবিব   |   মিথ্যা সংবাদের প্রতিবাদে নাসিক প্যানেল মেয়র বাবুর সংবাদ সম্মেলন   |   রূপগঞ্জে হত্যাসহ ১৮ মামলার আসামির তান্ডবে অতিষ্ঠ এলাকাবাসী   |   বন্দরে জাপা নেতা সুমন প্রধানের বিরোদ্ধে জমি দখলের অভিযোগ   |   জমিদারতন্ত্র কায়েম করতে আ’লীগ আমি-ডামির নির্বাচন করেছে – জোনায়েদ সাকি   |   বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৮ম কমিটি গঠন   |   ফিলিস্তিনের মুক্তির লড়াইয়ে সংহতি জানিয়ে ছাত্র ফেডারেশন উদ্বোধন   |   বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৮ম সম্মেলন ১৭ মে   |   ১৭ মে এন পি সি’র যুগপূর্তিতে আলোকচিত্রের ক্রমবিকাশ নিয়ে আলোচনা   |   উপজেলা পরিষদ নির্বাচনআদালতকে হয়রানী করায় সেলিম প্রধানকে জরিমানা   |   বাবুরাইল খেলার মাঠ দখলে তদন্ত করে ব্যাবস্থাগ্রহনের নির্দেশ দিলেন পুলিশ সুপার   |   ১৭ মে গুলশান সিনেপ্লেক্সে মুক্তি পাবে পটু সিনেমা | সারা ফেলার প্রত্যাশা   |   প্রতারকদের কাছ থেকে বাবুরাইল খেলার মাঠের জমি যারা কিনছেন, ভুল করেছেন   |   পাগলায় ট্রেনে কাটা পড়ে বন্দরের টেলু’র মৃত্যু   |   বন্দরে ৪টি স্কুলের শিক্ষার মান নিয়ে নানা প্রশ্ন   |   রূপগঞ্জে নকল মশার কয়েলে সয়লাব | স্বাস্থ্য ঝুঁকিতে জনজীবন   |   গিয়াস উদ্দিনের জামিন না-মঞ্জুরে ফতুল্লা থানা বিএনপির তীব্র নিন্দা   |   করোনার রিপোর্ট করায় চীনা সাংবাদিক ৪ বছর জেল খেটে মুক্তি পাচ্ছেন   |   নারী কাউন্সিলরকে মারধরের অবিযোগে  কাউন্সিলর সামসুজ্জোহা বরখাস্ত    |   ভেজালবিরোধী অভিযানে চার প্রতিষ্ঠানকে ৩২ হাজার ৫শ টাকা জরিমানা
 প্রচ্ছদ   শীর্ষ খবর   মেয়র আইভী একজন মেধাবী চিকিৎসক থেকে সফল রাজনীতিবিদ
 138
মেয়র আইভী একজন মেধাবী চিকিৎসক থেকে সফল রাজনীতিবিদ
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২১ আগস্ট, ২০২৩

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ দরকার দৃষ্টিভঙ্গির পরিবর্তন —মেয়র সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তিন – তিনবার নির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী । একজন মেধাবী চিকিৎসক থেকে সফল রাজনীতিবিদ । দৈনিক কাল বেলা পত্রিকায়লি খেছেন রীতা ভৌমিক।

রাজনীতি মানেই মানুষের সেবা । একজন মেয়র করছি । পরিবার থেকেই মেয়েরা প্রথম অবহেলার শিকার হয় । পরিবারই মেয়েদের গৃহবন্দি করে রাখে । মেয়েদের ক্ষেত্রে মায়েদের দৃষ্টিভঙ্গি এখনো তেমন পরিবর্তন হয়নি । যে মায়েদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে , সেই মায়েদের মেয়েরাই অনেকদূর এগিয়ে গেছে । সর্বপ্রথম আমাদের যদি কিছু পরিবর্তন করতে হয় , তাহলে দরকার আমাদের দৃষ্টিভঙ্গি , মানসিকতার পরিবর্তন । নিজের কষ্ট অনুভব করেই মেয়েকে কষ্ট দেওয়া যাবে না । ছোটবেলায় নিজের বিয়ে হয়েছে বলে মেয়েকে বাল্যবিয়ে দেওয়া যাবে না । জমি বিক্রির টাকায় মেয়েকে বিয়ে নয় , লেখাপড়া শেখাতে হবে । নিজে লেখাপড়া করতে না পারলেও মেয়েকে লেখাপড়া করাতে হবে । লেখাপড়া , খেলাধুলা , চলাফেরা , চাকরি , মতামত প্রকাশের ক্ষেত্রে মেয়েকে সহযোগিতা করা । এটাই হবে আমাদের নারী সমাজের স্লোগান — বললেন নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভী । সামাজিকভাবে নিজের অবস্থান দৃঢ় করতে হলে ঘরে বাইরে নারীকে শক্তিশালী হতে হবে । যুদ্ধ করেই পরিবার , সমাজ , রাষ্ট্রে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে । যে নারী সাহসী , সে – ই সামনে এগিয়ে যেতে পারবে । তবে প্রতিটি কাজই সততার সঙ্গে করতে হবে ।

পরিবার থেকে কর্মক্ষেত্র সব জায়গায় নারীরা সততার সঙ্গে কাজ করে বলে মনে করেন সেলিনা হায়াৎ আইভী । নারীরা যাতে স্বাবলম্বী হয় , পরিবার , সমাজ , রাষ্ট্রে নিজের বলিষ্ঠ অবস্থান তৈরি করতে পারে , এ জন্য নারীদের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন তিনি । ইউএনডিপির সহযোগিতায় স্থানীয় সংগঠনের মাধ্যমে নারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন । এ ব্যাপারে সেলিনা হায়াৎ আইভী বলেন , নারায়ণগঞ্জ এলাকায় গার্মেন্ট সেক্টরকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে । নারীরা গার্মেন্টে কাজ করলেও অনেকে মেশিন চালাতে পারেন না । তাদের মেশিন চালানোর প্রশিক্ষণ দেওয়া হয় । যিনি ড্রাইভিংয়ে আগ্রহী তিনি ড্রাইভিংয়ের প্রশিক্ষণ নেন । এ ছাড়া পুরুষদেরও ড্রাইভিংয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে । অনেক নারী মুদিদোকান , ব্যবসা করতে আগ্রহী , কিন্তু পুঁজি নেই । আমরা তাদের পুঁজির ব্যবস্থাও করে দিই । নারায়ণগঞ্জ সদরে এক রাজনৈতিক পরিবারে জন্ম সেলিনা হায়াৎ আইভীর , ১৯৬৬ সালের ৬ জুন । ছাত্রজীবনে বাবা আহমদ চুনকার হাত ধরে আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত হন । ১৯৮৪ সালে বাবাকে হারান । ১৯৮৫ সালে সোভিয়েত রাশিয়ার স্কলারশিপ নিয়ে ডাক্তারি পড়তে যান । কিন্তু সেখানে পড়তে যাওয়ার ক্ষেত্রে অনেক সামাজিক বাধা আসে । পরিবার , আত্মীয়স্বজন সবাই চাচ্ছিলেন তিনি ঢাকায় ডাক্তারি পড়েন । এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন বিরোধী দলের নেত্রী । রাজনীতির কারণে তিনিও তাকে ঢাকায় লেখাপড়া করার পরামর্শ দেন । কিন্তু তার মা তাকে সোভিয়েত রাশিয়ায় পড়ার পক্ষে সম্মতি দেন । মা বলেছিলেন , আইভী যেখানে পড়তে চায় সেখানেই পড়বে । কেউ তাকে বাধা দেবে না । অথচ তার মা ঘরের চার দেয়ালের ভেতরেই বড় হয়েছেন । বাইরের জগৎ সম্পর্কে ধারণা ছিল না । স্বামীর সেবা আর মানুষকে রান্না করে খাওয়াতেই জীবন পার করেছেন । সেই মা মেয়ের পাশে দাঁড়িয়েছিলেন বলেই আজকে আইভী হতে পেরেছেন । লেখাপড়া খুব বেশি না জানলেও তিনি অসম সাহসী ছিলেন । মায়ের মতো আইভীর মধ্যেও সাহসিকতার পরিচয় মেলে । দৃঢ় চেতনার আইভী ১৯৮৫ সালে রাশিয়ায় পড়তে যান । এমবিবিএস ডিগ্রি নিয়ে ১৯৯২ সালে দেশে ফিরে ইন্টার্নি করেন । ১৯৯৫ সালে মিটফোর্ড এবং নারায়ণগঞ্জ হাসপাতালে অনারারি চিকিৎসক হিসেবেও কিছুদিন দায়িত্ব পালন করেন । ২০০৩ সাল । সেলিনা হায়াৎ আইভী পৌর চেয়ারম্যান নির্বাচনে অংশ নিয়ে নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নারী চেয়ারম্যান নির্বাচিত হন ।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম নারী মেয়র তিনি । যিনি পরপর তিনবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন । রাজনীতিতে আসা নিয়েও অনেক প্রতিবন্ধকতার শিকার হয়েছেন । অনেকেই তার সম্পর্কে মন্দ কথা বলতে কুণ্ঠাবোধ করেননি । কেউ কেউ তাকে বদমেজাজি , খারাপ , বাবার মতো হয়নি ,

ডাক্তারি পড়েছে রাজনীতির সে কী বুঝবে ! দুদিন পর তাকে এখান থেকে চলে যেতে হবে , এক বছরও যাবে না সে এখান থেকে পালাবে ইত্যাদি নানা মন্তব্যও তাকে শুনতে হয়েছে । তার বিরুদ্ধে বিকৃত পোস্টার লাগিয়ে পুরো নারায়ণগঞ্জ ভরে দিয়েছে । এতকিছুর পরও তাকে দমানো যায়নি । এ প্রসঙ্গে সেলিনা হায়াৎ আইভী বলেন , আমার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল তাদের বলেছিলাম , আমার নামে কুৎসা রটাবে , আমি ভয় পেয়ে মুখ লুকিয়ে চলে যাব , তা হবে না । নারী বলে আমাকে প্রতিহত করার চেষ্টা করা হয়েছিল , সেদিন সংকল্প নিয়েছিলাম , আমাকে যত কিছুই বলুক আমি এখান থেকে যাব না । কারণ আমি সততার সঙ্গে মানুষের জন্য কাজ করতে চেয়েছি । আমি নারায়ণগঞ্জের রাজনীতি পরিবর্তন করতে চেয়েছি । গণমানুষের কাছে যেতে চেয়েছি । ভয়ভীতি ত্রাসের রাজত্ব ভাঙতে চেয়েছি । এর ফলে শত নারী আমার পাশে দাঁড়িয়েছেন । তিনি আলী আহমদ চুনকা ফাউন্ডেশন এবং নারায়ণগঞ্জ হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি । রাজনীতিতে বিশেষ অবদানের জন্য ২০১৬ সালে অনন্যা শীর্ষ দশ সম্মাননায় ভূষিত হন । ২০২২ – এর আগস্টে প্রজ্ঞাপন অনুযায়ী , ডা . সেলিনা হায়াৎ আইভী প্রতিমন্ত্রীর পদমর্যাদা পান । #

নার্সারীতে সফলতা পেয়ে নার্সারী নুরুল ইসলাম সাত বার অর্জন করেছেন জেলা প্রশাসনের সম্মাননা পদক

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...