নারায়ণগঞ্জ  সোমবার | ২০শে মে, ২০২৪ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ গ্রীষ্মকাল | ১১ই জিলকদ, ১৪৪৫

শিরোনাম
  |   রূপগঞ্জে  নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন  চেয়ারম্যান প্রার্থী হাবিব   |   মিথ্যা সংবাদের প্রতিবাদে নাসিক প্যানেল মেয়র বাবুর সংবাদ সম্মেলন   |   রূপগঞ্জে হত্যাসহ ১৮ মামলার আসামির তান্ডবে অতিষ্ঠ এলাকাবাসী   |   বন্দরে জাপা নেতা সুমন প্রধানের বিরোদ্ধে জমি দখলের অভিযোগ   |   জমিদারতন্ত্র কায়েম করতে আ’লীগ আমি-ডামির নির্বাচন করেছে – জোনায়েদ সাকি   |   বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৮ম কমিটি গঠন   |   ফিলিস্তিনের মুক্তির লড়াইয়ে সংহতি জানিয়ে ছাত্র ফেডারেশন উদ্বোধন   |   বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৮ম সম্মেলন ১৭ মে   |   ১৭ মে এন পি সি’র যুগপূর্তিতে আলোকচিত্রের ক্রমবিকাশ নিয়ে আলোচনা   |   উপজেলা পরিষদ নির্বাচনআদালতকে হয়রানী করায় সেলিম প্রধানকে জরিমানা   |   বাবুরাইল খেলার মাঠ দখলে তদন্ত করে ব্যাবস্থাগ্রহনের নির্দেশ দিলেন পুলিশ সুপার   |   ১৭ মে গুলশান সিনেপ্লেক্সে মুক্তি পাবে পটু সিনেমা | সারা ফেলার প্রত্যাশা   |   প্রতারকদের কাছ থেকে বাবুরাইল খেলার মাঠের জমি যারা কিনছেন, ভুল করেছেন   |   পাগলায় ট্রেনে কাটা পড়ে বন্দরের টেলু’র মৃত্যু   |   বন্দরে ৪টি স্কুলের শিক্ষার মান নিয়ে নানা প্রশ্ন   |   রূপগঞ্জে নকল মশার কয়েলে সয়লাব | স্বাস্থ্য ঝুঁকিতে জনজীবন   |   গিয়াস উদ্দিনের জামিন না-মঞ্জুরে ফতুল্লা থানা বিএনপির তীব্র নিন্দা   |   করোনার রিপোর্ট করায় চীনা সাংবাদিক ৪ বছর জেল খেটে মুক্তি পাচ্ছেন   |   নারী কাউন্সিলরকে মারধরের অবিযোগে  কাউন্সিলর সামসুজ্জোহা বরখাস্ত    |   ভেজালবিরোধী অভিযানে চার প্রতিষ্ঠানকে ৩২ হাজার ৫শ টাকা জরিমানা
 প্রচ্ছদ   শীর্ষ খবর   বিদায় হে প্রিয়মুখ, প্রিয়জন || আহমেদ বাবলু
 282
বিদায় হে প্রিয়মুখ, প্রিয়জন || আহমেদ বাবলু
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩

আহমেদ বাবলুঃ এ শহরে একজন অসিত কুমার ছিলেন। আছে তো আরও কত কেউ কেউ।

কত কত মুখ শুধু আওয়াজ করে যায়, ব্যানারে ব্যানারে জানান দেয়
তারাও আছে। সগৌরবে। আসলে সে থাকা নিষ্ফলা শুধু।

অসিত কুমার শুধু আওয়াজে ছিলেন না, ছিলেন না ব্যানার সর্বস্ব সাংস্কৃতিক পাখি।
তাঁর জমিন নিষ্ফলা ছিল না। তিনি ফসলের শেকড়ে শেকড়ে সুরে সুরে পানি দিতেন,
সে শেকড়ের বৃক্ষরূপ হয়ত দেখা হলো না তাঁর।

 

আদর্শের আয়নায় আমাদের মুখ সুন্দর। আদর্শের ফ্রেমে আমরা প্রেমে বাঁধা পড়ি। মানুষের আদর্শ থাকতে হয়। ডান কিংবা বাম। শুধু মনে রাখা দরকার-

আদর্শ যেন বুকের ভেতর ঘৃণার পাহাড় তৈরি না করে,
যে পাহাড়ের নিচে চাপা পড়ে গিয়ে ক্ষমাশীল পবিত্র আত্মার মৃত্যু হয়।

এ শহরে একজন অসিত কুমার ছিলেন। আমাদের প্রথাগত আদর্শের ফ্রেমে

তাঁকে মাঝে মাঝে হয়ত অপবিত্র মনে হতো। আমরা অনেকেই গর্জে উঠতাম।
গর্জে উঠেছি। তাঁর প্রতি ছুঁড়ে দিয়েছি হয়ত শত শত ঘৃণার তীরও।

তাতে অসিত কুমার হয়ত বিদ্ধ হয়েছেন। ক্ষত বিক্ষত হয়েছেন। কিন্তু

কী আশ্চর্য! আড়ালে আড়ালে অবিচল থেকে নিজস্ব চাষবাসে মগ্ন ছিলেন তবু।
তাহলে কি শুধু ভাব নয়, কাজেরও আলাদা আদর্শ থাকে কোনো?

 

ফ্রেমের বাইরে এসে কি প্রেমে পড়া যায়? যায় তো!
প্রেম তো কখনো ফ্রেমে থাকে না। সংস্কার ভাঙার নামই তো সংস্কৃতি, তাই না?
অতঃপর প্রেমে ফ্রেম ভাঙতে হয়, সংস্কৃতিমানের ভাঙতে হয় সংস্কার।

আমাদের ফ্রেমের বাইরে, সংস্কারের বাইরে একজন অসিত কুমার
কর্মমূখর ছিলেন। শিল্পে যার একাগ্র বসবাস ছিল।

 

তবু এই সত্য জানি-
“আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে
তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে॥
তবু প্রাণ নিত্যধারা, হাসে সূর্য চন্দ্র তারা,
বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে॥”

 

তেমতো কোনো বসন্তের কিংবা হতে পারে তা বরষারও,
হুট ক’রে কোনো রাগ, কোনো সুর, কোনো গান এসে আমাদের মনে করিয়ে দিয়ে যাবে
এ শহরে একজন অসিত কুমার ছিলেন। যিনি অনন্ত অসীমে
হয়ত শিল্পের সাথেই বেঁধেছেন ঘর।

 

সে ঘরে তিনি ভালো থাকুন। ভালোবাসায় থাকুন। বিদায় হে প্রিয়মুখ, প্রিয়জন।

 

লেখকঃ কবি ও সাহিত্যিক আহমেদ বাবলু

নার্সারীতে সফলতা পেয়ে নার্সারী নুরুল ইসলাম সাত বার অর্জন করেছেন জেলা প্রশাসনের সম্মাননা পদক

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...