শিরোনাম
বাসে আগুন / সোনারগাঁওয়ে মহাসড়কে যাত্রীবাহি বাসে আগুন


নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁও টোলপ্লাজা এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একটি গণপরিবহনে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার ১২ জুন দুপুরে তিশা পরিবহনের একটি যাত্রীবাহি বাসে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। বাসটি কুমিল্লা থেকে ঢাকার দিকে আসার পথে মেঘনা টোলপ্লাজা এলাকায় মহাসড়কে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রিয়াজুল হক জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানাগেছে ইঞ্জিন গরম হয়ে হটাৎ চলন্ত বাসে কালো ধুয়া বের হতে থাকে। পরে গাড়ি থামালে সকল যাত্রাী ও বাস চালক হেলপার বাসটি থেকে নেমে পরে।

এসময় বাসটির ইঞ্জিনে আগুন ধরে গেলে আশপাশের লোকজন চালক হেলপাররা তাৎক্ষনিক আগুন নিভিয়ে ফেলে। পরে বাসটি সড়কের পাশে পার্কিং করে রাখা হয়। এ ঘটনায় মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। #
