শিরোনাম
সিদ্ধিরগঞ্জ থানায় লুট হওয়া আগ্নেয়াস্ত্র গোলাবারুদ উদ্ধার করেছে র্যাব – ১১
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জ থানায় লুট হওয়া আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র্যাব – ১১। শনিবার ১০ জুলাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,
গত ৫ আগস্ট ২০২৪ ইং তারিখ দুর্বৃত্তদের দ্বারা সিদ্ধিরগঞ্জ থানা আক্রমণ, লুটপাট, ভাংচুরসহ অগ্নিসংযোগের ঘটনায় থানা থেকে লুট হওয়া অস্ত্র-গোলাবারুদসহ বিভিন্ন সরকারী জিনিসপত্র র্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক উদ্ধার।
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দায়িত্বপূর্ণ এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড দমনের লক্ষ্যে র্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও আইনের আওতায় আনার জন্য নিয়মিত সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে থাকে।
বাংলাদেশে সরকারী চাকুরীতে কোটা সংস্কারের দাবীতে শিক্ষার্থীদের ৩৬ দিন ব্যাপি আন্দোলনে শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী। ছাত্রদের এই কোটা বিরোধী আন্দোলন এক সময়ে গণঅভ্যুত্থানে রূপ নেয়। যার ফলে গত ৫ আগস্ট ২০২৪ খ্রিঃ তারিখ দুপুরে সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগ করে বিদেশে পালিয়ে যায়। ছাত্র-জনতা যখন বিজয় উল্লাস করছিল তখন কিছু সুযোগ সন্ধানী দুষ্কৃতকারীরা গণভবনসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ন সরকারী স্থাপনায় হামলা, ভাংচুর, অগ্নিসংযোগসহ লুটপাট করে। এরই ধারাবাহিকতায় গত ৫ আগস্ট ২০২৪ খ্রিঃ তারিখ সন্ধ্যায় দুর্বৃত্তরা সিদ্ধিরগঞ্জ থানায় আক্রমণ, ভাংচুরসহ অগ্নিসংযোগ করতঃ লুটপাট করে। লুটপাটের এক পর্যায়ে দুর্বৃত্তরা থানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র-গোলা বারুদসহ বিভিন্ন সরকারী সম্পদ লুট করে নিয়ে যায়।
পরবর্তীতে র্যাব ১১, নারায়ণগঞ্জ এর একটি চৌকোস গোয়েন্দা টীম থানা হতে লুট হওয়া সরকারী সম্পদ উদ্ধারের জন্য সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এরই প্রেক্ষিতে নিজস্ব গোয়েন্দা তৎপরতার মাধ্যমে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ০১টি চায়না রাইফেল (বাট ভাঙ্গা), ০১টি সিজেট পিস্তল, ২টি ম্যাগাজিন, ২০ রাউন্ড সিজেট পিস্তলের গুলি, ০১টি গ্যাস গান, ০৫টি গ্যাস সেল, ২১টি রাবার বুলেট, ২১টি লেড বল, ০১টি এক নলাবন্দুক, ০১টি রিভলবার, ১০ রাউন্ড রিভলবারের গুলি, ০৪টি সাউন্ড গ্রেনেড, ০৩ টি হ্যান্ডকাপ, ০২টি মটর সাইকেল, ০১ টি ডিভিআরসহ লুট হওয়া বিভিন্ন সরকারী জিনিসপত্র উদ্ধার করতে সক্ষম হয়। #