বিকেএমইএ ৬ টি পুলিশ ভ্যান হস্তান্তর করেছে / মাসুদুজ্জামান নির্বাচন থেকে সরে যাওয়া এটা তার ব্যক্তিগত ইচ্ছা – স্বরাস্ট্র উপদেষ্টা
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ স্বরাস্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নারায়ণগঞ্জ ব্যস্ততম শিল্পনগরী আইনশৃঙ্খলা বাহিনীকে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার আহবান জানিয়েছেন।

নিরাপত্তার ইস্যুতে নারায়ণগঞ্জ ৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ নির্বাচন থেকে সরে দাঁড়ানো বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাস্ট্র উপদেষ্টা বলেছেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানো যার যার ব্যক্তিগত ইচ্ছা। সে কেন করবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এই বিষয়ে আমাদের কোন মন্তব্য নেই।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জে বিকেএমইএ এর পক্ষ থেকে ৬ টি পুলিশ ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বিদেশে চিকিৎসারত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর জন্য দোয়া চেয়েছেন। বিকেএমইএ এর সভাপতি মোহাম্মদ হাতেম এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী, জেলা প্রশাসক রায়হান কবির, শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি গাজী জসিন উদ্দিন ও জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি সহ অনেকে। এ অনুষ্ঠানের বিকেএমইএ ৬ টি পুলিশ ভ্যান পুলিশ ও শিল্প পুলিশকে হস্তান্তর করে। #



