নারায়ণগঞ্জ  শুক্রবার | ৯ই জানুয়ারি, ২০২৬ | ২৫শে পৌষ, ১৪৩২ শীতকাল | ১৯শে রজব, ১৪৪৭

শিরোনাম
  |   আড়াইহাজারে আগুনে পুড়ে গেল ৩ কৃষকের ৬ বিঘা জমির আখ    |   সারাদেশে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধ    |   বন্দরে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত   |   ১৭ মাসে সড়ক, রেল, নৌ ও আকাশপথ দুর্ঘটনায় ১৩ হাজার ৪০৯ জন নিহত   |   বন্দর প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া   |   বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র মাদক সহ ফাইটার মনিরকে গ্রেফতার করেছে পুলিশ   |   খালেদা জিয়ার মাগফেরাত কামনায় সোহেল ও বন্ধু মহলের মিলাদ দোয়া   |   হাদির হত্যা: বিচারের পথে অগ্রগতি, না কি সময়ক্ষেপণের নতুন কৌশল ?    |   কেন্দ্রীয় জাসাস নেতা সানি হাসপাতালে আরোগ্য কামনায় দোয়া চাইলেন পরিবার    |   খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় মহানগর বিএনপির দোয়া   |   বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় মাসুদুজ্জামানের উদ্যেগে দোয়া   |   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জে ৪০ জন প্রার্থী বৈধ ঘোষণা    |   খালেদা জিয়ার শান্তি কামনায় চাঁন মিয়ার দোয়া মাহফিলে চরম হট্টগোল    |   খালেদা জিয়ার মাগফিরাত কামনায় না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের দোয়া   |   নারায়ণগঞ্জে ৫ টি আসনে মনোনয়নপত্র যাচাই শেষে বৈধ ৩৬ প্রার্থী বাতিল ১৬   |   খালেদা জিয়ার মৃত্যুতে মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল   |   নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ৫ম তলায় ইন্টেরিয়র উন্নয়নের শুভ উদ্বোধন   |   খালেদা জিয়ার মৃত্যুতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে দোয়া   |   নাগবাড়িতে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা   |   নারায়ণগঞ্জ আড়াইহাজার – ২ আসনে ১০ প্রার্থীর মনোনয়নপত্র জমা
 প্রচ্ছদ   লীড নিউজ   ঢাকা – না’গঞ্জ রুটে ১০ টাকা বাস ভাড়া কমানোর দাবিতে কঠোর আন্দোলনের হুসিয়ারী 
বাস ভাড়া কমাতে ডিসি'র প্রতি আহবান / ঢাকা – না’গঞ্জ রুটে ১০ টাকা বাস ভাড়া কমানোর দাবিতে কঠোর আন্দোলনের হুসিয়ারী 
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ আগামী ১০ সেপ্টেম্বর থেকে ঢাকা-নারায়ণগঞ্জে রুটে গণপরিবহনের ভাড়া ১০ টাকা কমিয়ে ৪৫ টাকা করার আল্টিমেটাম দিয়ে কঠোর আন্দোলনের হুসিয়ারী দিয়েছে যাত্রী অধিকার সংরক্ষন ফোরাম।  মঙ্গলবার  বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া কেন্দ্রিয় শহীদ মিনারে যাত্রী অধিকার সংরক্ষন ফোরামের আয়োজিত সমাবেশে বক্তারা ভাড়া কমানোর দাবি জানিয়ে বক্তারা কঠোর আন্দোলনের হুসিয়ারী দিয়েছেন। যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের সমন্বয়কারী রফিউর রাব্বির সভাপতিত্বে ও ধীমান সাহা জুয়েলের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন,
নাগরিক কমিটির সভাপতি এড. এবি সিদ্দিক, খেলাঘর আসরের সাবেক সভাপতি রথিন চক্রবর্তী, সিপিবি জেলা সভাপতি হাফিজুল ইসলাম, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক এড. আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউর ইসলাম কাজল, সাবেক সভাপতি ভবানি সংকর রায়, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দিপু, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক  হিমাংশু সাহা, বাসদ সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, গণসংহতি আন্দোলন জেলা সমন্বয়কারী তরিকুল সুজন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, নারায়ণগঞ্জে আগুন জলার আগে যৌক্তিক দাবি বাস ভাড়া ১০ টাকা কামান।
বিগত সময় নারায়ণগঞ্জে হরতাল করে বাসভাড়া কমানোর ইতিহাস রয়েছে। আজকে শান্তিপূর্ণ সমাবেশ করা হলো। বাস ভাড়া কমানোর দাবি মানা না হলে আন্দোলনের হুসিয়ারী দিয়ে বক্তারা বলেন যা যা করা দরকার আমরা করবো। যাত্রী অধিকার সংরক্ষন ফোরাম কর্তৃক আয়োজিত সমাবেশে সংগঠনটির আহ্বায়ক রফিউর রাব্বি এসব কথা বলেন। এসময় তিনি নারায়ণগঞ্জের জেলা প্রশাসককে উদ্দেশ্যে করে বলেন, আপনি আর দু-চারদিন নারায়ণগঞ্জে আছেন। আজকে আগুন জলার আগে এই ভাড়া কমানোর সিদ্ধান্ত দিয়ে যান। আমরা কিন্তু হরতার করে ভাড়া কমিয়েছি। সেই ইতিহাস আপনি জেনে নেন। ঢাকা নারায়ণগঞ্জ রুটে ভাড়া কমানোর জন্য আমাদের যা যা করা দরকার করবো। এসময় তিনি প্রশাসন ও বিআরটিএকে উদ্দেশ্য করে বলেন, আপনারা এবার ক্ষ্যান্ত দেন। মাফিয়া সরকারের পরিবর্তন হয়েছে। আপনারা আর সেই খুনি সরকারের দোসরদের আর পাহারা দিবেন না। আপনারা জনগণের পক্ষে এসে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে ভাড়া কমানোর ব্যাবস্থা করেন। যদি তা না করা হয় তাহলে আপনি জেলা প্রশাসক তখন সেটি দেখবেন। আমরা আজকে শান্তিপূর্ণ কর্মসুচি পালন করেছি। এর আগে নারায়ণগঞ্জে যে পুলিশ সুপার ছিলো সে মানুষদের ভয় দেখানোর জন্য বিভিন্ন স্থানে বলতো, সে ছাত্রলীগ করে এখানে এসেছে।
তারও কিন্তু বিদায় হয়েছে। এসময় নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপারকে উদ্দেশ্য করে বলেন, নারায়ণগঞ্জের চেহারা ও চরিত্রটা দেখে আপনি সিদ্ধান্ত গ্রহণ করবেন। এটিই আপনার প্রতি আমাদের আহ্বান। ঢাকা নারায়ণগঞ্জের ভাড়া যৌক্তিক ৪৫ টাকা এবং অন্যান্য রুটেও যৌক্তিক ভাড়া নির্ধারনের জন্য দাবী জানানো হয় সমাবেশ থেকে। উল্লেখ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে অন্তবর্তী সরকার ক্ষমতায় আসার পর জ¦ালানি তেলের দাম কমানো হয়। তারই প্রেক্ষিতে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ভাড়া কমানো দাবীতে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম সমাবেশের আয়োজন করেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...