শিরোনাম
ঢাকা – না’গঞ্জ রুটে ১০ টাকা বাস ভাড়া কমানোর দাবিতে কঠোর আন্দোলনের হুসিয়ারী
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ আগামী ১০ সেপ্টেম্বর থেকে ঢাকা-নারায়ণগঞ্জে রুটে গণপরিবহনের ভাড়া ১০ টাকা কমিয়ে ৪৫ টাকা করার আল্টিমেটাম দিয়ে কঠোর আন্দোলনের হুসিয়ারী দিয়েছে যাত্রী অধিকার সংরক্ষন ফোরাম। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া কেন্দ্রিয় শহীদ মিনারে যাত্রী অধিকার সংরক্ষন ফোরামের আয়োজিত সমাবেশে বক্তারা ভাড়া কমানোর দাবি জানিয়ে বক্তারা কঠোর আন্দোলনের হুসিয়ারী দিয়েছেন। যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের সমন্বয়কারী রফিউর রাব্বির সভাপতিত্বে ও ধীমান সাহা জুয়েলের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন,
নাগরিক কমিটির সভাপতি এড. এবি সিদ্দিক, খেলাঘর আসরের সাবেক সভাপতি রথিন চক্রবর্তী, সিপিবি জেলা সভাপতি হাফিজুল ইসলাম, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক এড. আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউর ইসলাম কাজল, সাবেক সভাপতি ভবানি সংকর রায়, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দিপু, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক হিমাংশু সাহা, বাসদ সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, গণসংহতি আন্দোলন জেলা সমন্বয়কারী তরিকুল সুজন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, নারায়ণগঞ্জে আগুন জলার আগে যৌক্তিক দাবি বাস ভাড়া ১০ টাকা কামান।
বিগত সময় নারায়ণগঞ্জে হরতাল করে বাসভাড়া কমানোর ইতিহাস রয়েছে। আজকে শান্তিপূর্ণ সমাবেশ করা হলো। বাস ভাড়া কমানোর দাবি মানা না হলে আন্দোলনের হুসিয়ারী দিয়ে বক্তারা বলেন যা যা করা দরকার আমরা করবো। যাত্রী অধিকার সংরক্ষন ফোরাম কর্তৃক আয়োজিত সমাবেশে সংগঠনটির আহ্বায়ক রফিউর রাব্বি এসব কথা বলেন। এসময় তিনি নারায়ণগঞ্জের জেলা প্রশাসককে উদ্দেশ্যে করে বলেন, আপনি আর দু-চারদিন নারায়ণগঞ্জে আছেন। আজকে আগুন জলার আগে এই ভাড়া কমানোর সিদ্ধান্ত দিয়ে যান। আমরা কিন্তু হরতার করে ভাড়া কমিয়েছি। সেই ইতিহাস আপনি জেনে নেন। ঢাকা নারায়ণগঞ্জ রুটে ভাড়া কমানোর জন্য আমাদের যা যা করা দরকার করবো। এসময় তিনি প্রশাসন ও বিআরটিএকে উদ্দেশ্য করে বলেন, আপনারা এবার ক্ষ্যান্ত দেন। মাফিয়া সরকারের পরিবর্তন হয়েছে। আপনারা আর সেই খুনি সরকারের দোসরদের আর পাহারা দিবেন না। আপনারা জনগণের পক্ষে এসে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে ভাড়া কমানোর ব্যাবস্থা করেন। যদি তা না করা হয় তাহলে আপনি জেলা প্রশাসক তখন সেটি দেখবেন। আমরা আজকে শান্তিপূর্ণ কর্মসুচি পালন করেছি। এর আগে নারায়ণগঞ্জে যে পুলিশ সুপার ছিলো সে মানুষদের ভয় দেখানোর জন্য বিভিন্ন স্থানে বলতো, সে ছাত্রলীগ করে এখানে এসেছে।
তারও কিন্তু বিদায় হয়েছে। এসময় নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপারকে উদ্দেশ্য করে বলেন, নারায়ণগঞ্জের চেহারা ও চরিত্রটা দেখে আপনি সিদ্ধান্ত গ্রহণ করবেন। এটিই আপনার প্রতি আমাদের আহ্বান। ঢাকা নারায়ণগঞ্জের ভাড়া যৌক্তিক ৪৫ টাকা এবং অন্যান্য রুটেও যৌক্তিক ভাড়া নির্ধারনের জন্য দাবী জানানো হয় সমাবেশ থেকে। উল্লেখ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে অন্তবর্তী সরকার ক্ষমতায় আসার পর জ¦ালানি তেলের দাম কমানো হয়। তারই প্রেক্ষিতে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ভাড়া কমানো দাবীতে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম সমাবেশের আয়োজন করেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। #