শিরোনাম
২য় ভাইস গভর্নর পদে মনোনয়নপত্র জমা দিলেন লায়ন এমরান ফারুক মঈন রানা


নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ২০২৫-২৬ লায়ন বর্ষে জেলা ৩১৫এ-২ এর ২য় ভাইস জেলা গভর্নর পদে প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন লায়ন এমরান ফারুক মঈন রানা পিএমজেএফ। বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারী সন্ধ্যায় ঢাকার আগারগাঁওয়ে লায়ন জেলা অফিসের অডিটোরিয়ামে লায়ন জেলা কেবিনেট সেক্রেটারী এজাজ আহমেদের হাতে মনোনয়নপত্র দাখিল করা হয়।

এসময় জেলা ৩১৫এ-২ এর গভর্নর মোহাম্মদ হানিফ এমজেএফ, জেলা ১ম ভাইস গভর্নর শংকর কুমার রায় মনা এমজেএফ, জেলা ২য় ভাইস গভর্নর মহসিন ইমাম চৌধুরী রুনু পিএমজেএফ, সাবেক জেলা গভর্নর জালাল আহমেদ এমজেএফ, সাবেক জেলা গভর্নর মোঃ বশির উল্লাহ সহ জেলা পর্যায়ে বিভিন্ন লায়ন নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন। এসময় লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর প্রেসিডেন্ট লায়ন এ্যাড. আশরাফুল আলম সিরাজী রাসেল মনোনয়নপত্র দাখিল করেন।
এসময় লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ পরিচালক ও নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন,

অনুষ্ঠানে জেলা ৩১৫এ-২ এর ২য় ভাইস জেলা গভর্নর প্রার্থী লায়ন এমরান ফারুক মঈন রানা পিএমজেএফ বলেছেন, সম্মানিত সকল লায়ন সদস্য ও নেতৃবৃন্দকে সালাম জানাচ্ছি। আমি আপনাদের সকলের দোয়া কামনা করছি। আপনাদের দোয়া ও ভালবাসা নিয়ে ২য় ভাইস জেলা গভর্নর প্রার্থী হয়ে মনোনয়নপত্র দাখিল করেছি। আমি লায়ন পরিবারের সান্তান আপনাদের স্নেহ ভালবাসায় লায়নিজম শিখে বড় হয়েছি। আমি আপনাদের কাছে একবার সুযোগ চাই। আমাকে সুযোগ দেন আমি লায়নিজমে আপনাদের মুখ উজ্জল করবো। আমি আপনাদের দোয়া ও ভালবাসায় আপনাদের সেবা করার সুযোগ চাই বলে বক্তব্য শেষ করেন।
পরিচয়ঃ
লায়ন এমরান ফারুক মঈন রানা পিএমজেএফ,
প্রয়াত পিডিজি লায়ন ফারুক মঈন এর সুযোগ্য সন্তান, লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর প্রাক্তন প্রেসিডেন্ট এবং বর্তমান ডিরেক্টর। বিভিন্ন সময় জেলা ৩১৫এ-২ এর কেবিনেটে গুরুত্বপূর্ণ পদে একনিষ্ঠতার সাথে দায়িত্ব পালন করে এসেছেন।#
