নারায়ণগঞ্জ  রবিবার | ১৬ই নভেম্বর, ২০২৫ | ১লা অগ্রহায়ণ, ১৪৩২ হেমন্তকাল | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭

শিরোনাম
  |   প্রীতি ফুটবল ম্যাচে সোনালী সকাল ক্রীড়া ও সেবা সংঘের জয়   |   বিশ্ব ডায়াসেটিক দিবসে সচেতনতা র‍্যালী, বিনামূল্যে স্বাস্থ্য সেবা আলোচনা সভা    |   জনগণ আ’লীগের ডাকা লকডাউনে সামান্য পরিমাণও সাড়া দেয়নি – এ্যাডঃ সাখাওয়াত   |   মসজিদ আল্লাহর ঘরে আইনজীবী, বিচারপ্রার্থী সবাই ইবাদত করবেন – এড. আনোয়ার   |   লকডাউনে নাশকতা এড়াতে র‌্যাবের চেকপোস্ট ও টহল কঠোর নজরদারি   |   লকডাউনের বিরুদ্ধে যুবদল নেতা রিয়াদ ও সাইফুলের অবস্থান কর্মসূচি পালন   |   আওয়ামীলীগের লকডাউন ঠেকাতে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   ৪ আসনে মোহাম্মদ আলীকে এমপি প্রার্থী’র মনোনয়ন চাইলেন তৃনমূল মুক্তিযোদ্ধারা    |   বন্দরে দেশের বিশ্বস্ত ও স্বীকৃত সেফটি ট্রেনিং প্রতিষ্ঠানের শুভ উদ্ধোধন    |   দলের সিদ্ধান্তই আমাদের একমাত্র পথনির্দেশনা – মাসুদুজ্জামান মাসুদ   |   ১৩ নভেম্বর গণহত্যার রায়ে লকডাউন আহ্বানের বিরুদ্ধে টিপু’র বিশাল মিছিল   |   বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ শাহ আলমের গণসংযোগে ব্যাপক সাড়া   |   জুলাই আন্দোলনে শহীদের শিশু সন্তানের হাতে দিয়ে নমিনেশন সংগ্রহ জাবেদ আলম   |   উদাসীনতায় বন্দর ২০নং ওয়ার্ডের ১০০ফিট সড়কে ময়লা-আবর্জণার স্তূপ    |   মাদক মামলায় এজ যুবকের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ   |   মা ও শিশু কল্যান কেন্দ্রে ডিসির মাতৃস্বাস্থ্য নিশ্চিতকরণে কার্যকর উদ্যোগ   |   বিডিএস জরিপে ব্যক্তিগত সম্পত্তি রাস্তা হিসেবে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মানববন্ধন   |   মাসুদুজ্জামানের পক্ষে ধানের শীষ প্রতীক নিয়ে মানুষের বাড়ি বাড়ি হাজির হবেন – সেন্টু   |   শহীদ জিয়া শুধু রণাঙ্গনে যুদ্ধ করেননি দেশের ক্রান্তিকালে হাল ধরেছেন – মুহাম্মদ গিয়াসউদ্দিন   |   পীরজাদা মারুফ সিরাজ শাহর জন্মদিন উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
 প্রচ্ছদ   জাতীয়   বিশ্ববিদ্যালয়ের তরুণদের জন্য হেলথ প্রমোশন বিষয়ক ইর্ন্টানশীপের সুযোগ
তারুণ্য / বিশ্ববিদ্যালয়ের তরুণদের জন্য হেলথ প্রমোশন বিষয়ক ইর্ন্টানশীপের সুযোগ
  জাতীয় || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও জনস্বাস্থ্য উন্নয়নে তরুণদের দক্ষতা গড়ে তুলতে হেলথ প্রমোশন ইন্টার্নশিপ- ২ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এটি ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (WBB) ট্রাস্ট কর্তৃক আয়োজিত একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি, যেখানে দেশের ৬ টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।

ইন্টার্নশিপটি প্রতি সোমবার ও বৃহস্পতিবার রাত ৮.০০টায় অনলাইনে (জুম প্ল্যাটফর্মে) অনুষ্ঠিত হবে এবং প্রতি মঙ্গলবার শিক্ষার্থীদের সরাসরি অফিসে এসে কাজ করার সুযোগ থাকবে। ২০২৪ সালে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থীদের নিয়ে প্রথম ইন্টার্নশিপ সফলভাবে সম্পন্ন হওয়ার পর, এবার দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের জন্য আরও সমৃদ্ধ ও কার্যকরভাবে কর্মসূচিটি সাজানো হয়েছে।এই ইন্টার্নশিপের মূল সেশনে অংশগ্রহণ করবেন হেল্থ ব্রিজ ফাউন্ডেশন অব কানাডা’র সিনিয়র উপদেষ্টা দেবরা ইফরইমসন। তিনি হার্ভার্ড স্কুল অফ পাবলিক হেলথ থেকে জনসংখ্যা ও আন্তর্জাতিক স্বাস্থ্য বিষয়ে মাস্টার্স করেছেন এবং স্বাস্থ্য প্রচার ও নীতিনির্ধারণী ক্ষেত্রে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন।

হেলথ প্রমোশন বিষয়ক ইন্টার্নশিপের মূল উদ্দেশ্য হলো জনস্বাস্থ্য উন্নয়ন ও হেলথ প্রমোশন সম্পর্কে শিক্ষার্থীদের মৌলিক ধারণা প্রদান করা। ইন্টার্নশিপের মাধ্যমে তারা বসবাসযোগ্য পরিবেশ তৈরির উপায়, স্বাস্থ্য শিক্ষা ও হেলথ প্রমোশনের পার্থক্য, এবং জনগণের স্বাস্থ্য উন্নয়নের সম্ভাবনা বৃদ্ধির বিভিন্ন দিক সম্পর্কে জানতে পারবে।এই ইন্টার্নশিপটিতে শিক্ষার্থীরা আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের কাছ থেকে সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত জানার সুডোগ পাবেন। আলাদা বা গ্রুপভিত্তিকভাবে কাজ করার সুযোগ এবং প্রতিটি সেশনের মধ্যে ছোট ছোট কার্যক্রম পরিচালনা এই কর্মসূচীতে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করবে। এছাড়া, গ্রুপভিত্তিক কাজ, অনলাইন আলোচনা এবং শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে তারা নিরাপদ পরিবেশ, স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ, নিয়মিত শরীরচর্চা, তামাক ও দূষণ রোধ, মানসিক স্বাস্থ্যের উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর বাস্তব অভিজ্ঞতা অর্জন করবে। পাশাপাশি, শিক্ষার্থীরা তাদের শেখা বিষয়গুলো ব্যক্তিগতভাবে বা দলগতভাবে উপস্থাপনের সুযোগ পাবে।  ইন্টার্নশিপ শেষে শিক্ষার্থীদের অর্জিত দক্ষতার স্বীকৃতি হিসেবে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (WBB) ট্রাস্টের পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হবে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...