শিরোনাম
ঈদের ছুটি শেষে যানজটমুক্ত মহাসড়কে স্বস্তিতে ফিরছে মানুষ


নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ঈদের ছুটি শেষে রাজধানীতে কর্মস্থলে যোগদিতে যানজটমুক্ত সস্তিতে ফিরতে শুরু করেছে মানুষ।
আজ সকাল থেকে নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে যানজট মুক্ত সড়কে ঢাকায় ফিরছে যাত্রীরা।
এ বিষয়ে নারায়ণগঞ্জ হাইওয়ে পুলিশ পরিদর্শক কাজী ওয়াহেদ মোর্শেদ জানিয়েছেন, আজ ছুটি শেষের দিনে ঢাকা সিলেট ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কোন যানজট নেই।
যাত্রীদের নির্বিঘ্নে যানজট মুক্ত ও নিরাপত্তা নিশ্চিত করতে জেলা ও হাইওয়ে পুলিশের একাধিক টিম মহাসড়কে কাজ করছে।
উল্লেখ্য, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে ৩৩ টি রুটে ঈদের ছুটি শেষে পূর্বাঞ্চলের ১৮ জেলার মানুষ রাজধানীতে ফিরছে। এ গুরুত্বপূর্ণ মহাসড়ক যানজট দুর্ঘটনা ছিনতাই মুক্ত নিরাপদ রাখতে পুলিশ কাজ করছে।#