শিরোনাম
চেকপোস্টে তল্লাশী করে গুলিভর্তি আগ্নেয়াস্ত্র সহ দুজন গ্রেফতার


নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের অস্ত্রসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত আনুমানিক ৩ টায় সিদ্ধিরগঞ্জের নাসিক ৮নং ওয়ার্ডের গোদনাইল ধনকুন্ডা ক্যানাল পাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো নারায়ণগঞ্জ সদর থানাধীন খানপুর জোড়া ট্যাংকি এলাকার গিয়াসউদ্দিনের ছেলে মোঃ আমির হোসেন সনেট (৩৬) এবং নগর খানপুরের গোপাল রায়ের ছেলে সজীব রায় (৩৪)।মোঃ শাহিনুর আলম জানায়, সিদ্ধিরগঞ্জ থানার একটি টহল দল গোদনাইল ধনকুন্ডা এলাকায় রবিবার গভীর রাতে চেকপোস্ট বসিয়ে সন্দেহজনকদের তল্লাশী করছিলো।
এসময় একটি ইজিবাইক কে থামার সংকেত দেয়। এসময় ইজিবাইক থেকে লাফ দিয়ে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সনেট ও সজীব। তখন তাদেরকে দৌড়ে ধরা হয়। এসময় আমির হোসেন সনেটের হাতে থাকা একটি পিস্তল, ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ে করা হচ্ছে। সনেটের বিরুদ্ধে একটি হত্যা মামলা এবং সজীবের বিরুদ্ধে মারামারিসহ একাধিক মামলার প্রাথমিক তথ্য আমরা পেয়েছি। আমরা তাদের বিষয়ে আরো খোঁজ নিচ্ছি। #