রপ্তানি মুখি নীট গার্মেন্টস মালিকদের শীর্ষ সংগঠন / বিকেএমইএ’র কার্যনির্বাহী সভাপতি হাতেম, ৭ সহ সভাপতি নির্বাচিত


নারায়ণগঞ্জে খবর প্রতিবেদকঃ শতভাগ রপ্তানি মুখি নীট গার্মেন্টস মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ নীটওয়্যার ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিকেএমইএ) এর কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে মোহাম্মদ হাতেম সভাপতি, নির্বাহী সভাপতি ফজলে শামীম হাসান, সিনিয়র সহ-সভাপতি অমল পোদ্দার ও সহ-সভাপতি অর্থ মোহাম্মদ মোরশেদ সারোয়ার সোহেল সহ ২০২৫-২৭ দুই বছর মেয়াদে ৫জন সহ-সভাপতি নির্বাচিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উচ্ছাস আনন্দঘন মুখো পরিবেশে নারায়ণগঞ্জের নগরীর চাষাড়া বিকেএমইএ’র প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষনা করেন বিকেএমইএ’র নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শফিউল্লাহ চৌধুরি। এসময় নির্বাচিতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিকেএমইএ’র সদস্য ও কর্মকর্তারা।পরে নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ হাতেম সাংবাদিকদের এক ব্রিফিংএ জানান, সরকারের সহায়তায় তৈরি পোশাক খাদ রপ্তানি বারবার পাশাপাশি নতুন বাজার তৈরি করা।এছাড়া তিনি জানান, পোশাক খাতের জন্য ব্যাংকিং খাতের পলিসির কারণে এবং অব্যবস্থাপনার কারণে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে গার্মেন্টস সেক্টরে।
এন বি আর এর ট্যাক্স, ভ্যাট কাস্টমস তিনটা ডিপার্টমেন্টের নানারকম সমস্যা রয়েছে। রপ্তানি মুখী তৈরি পোশাকশিল্পে গ্যাস সংকটে চরমে উঠেছে। জ্বালা নিয়ে এবং ক্ষণিক সম্পদ মন্ত্রণালয়ের সাথে আলোচনায় বসা হয়েছে গ্যাস সংকট সমাধানের জন্য। আশা করি তারা দ্রুত গ্যাস সংকট সমাধান করবেন। যেন রপ্তানি ক্ষেত্রে কোন বাধা না থাকে। আর বাংলাদেশ ব্যাংকে অনুরোধ জানানো হয় বিগত সময় যেই ফেসিলিটি ছিল তারপর তাহার করা হয়েছে। বর্তমান সংকটকালে এই ফেসিলিটি গুলো যেন অব্যাহত রাখে সে ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুরোধ জানানো হয়।#