নারায়ণগঞ্জ  রবিবার | ১৬ই নভেম্বর, ২০২৫ | ১লা অগ্রহায়ণ, ১৪৩২ হেমন্তকাল | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭

শিরোনাম
  |   প্রীতি ফুটবল ম্যাচে সোনালী সকাল ক্রীড়া ও সেবা সংঘের জয়   |   বিশ্ব ডায়াসেটিক দিবসে সচেতনতা র‍্যালী, বিনামূল্যে স্বাস্থ্য সেবা আলোচনা সভা    |   জনগণ আ’লীগের ডাকা লকডাউনে সামান্য পরিমাণও সাড়া দেয়নি – এ্যাডঃ সাখাওয়াত   |   মসজিদ আল্লাহর ঘরে আইনজীবী, বিচারপ্রার্থী সবাই ইবাদত করবেন – এড. আনোয়ার   |   লকডাউনে নাশকতা এড়াতে র‌্যাবের চেকপোস্ট ও টহল কঠোর নজরদারি   |   লকডাউনের বিরুদ্ধে যুবদল নেতা রিয়াদ ও সাইফুলের অবস্থান কর্মসূচি পালন   |   আওয়ামীলীগের লকডাউন ঠেকাতে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   ৪ আসনে মোহাম্মদ আলীকে এমপি প্রার্থী’র মনোনয়ন চাইলেন তৃনমূল মুক্তিযোদ্ধারা    |   বন্দরে দেশের বিশ্বস্ত ও স্বীকৃত সেফটি ট্রেনিং প্রতিষ্ঠানের শুভ উদ্ধোধন    |   দলের সিদ্ধান্তই আমাদের একমাত্র পথনির্দেশনা – মাসুদুজ্জামান মাসুদ   |   ১৩ নভেম্বর গণহত্যার রায়ে লকডাউন আহ্বানের বিরুদ্ধে টিপু’র বিশাল মিছিল   |   বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ শাহ আলমের গণসংযোগে ব্যাপক সাড়া   |   জুলাই আন্দোলনে শহীদের শিশু সন্তানের হাতে দিয়ে নমিনেশন সংগ্রহ জাবেদ আলম   |   উদাসীনতায় বন্দর ২০নং ওয়ার্ডের ১০০ফিট সড়কে ময়লা-আবর্জণার স্তূপ    |   মাদক মামলায় এজ যুবকের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ   |   মা ও শিশু কল্যান কেন্দ্রে ডিসির মাতৃস্বাস্থ্য নিশ্চিতকরণে কার্যকর উদ্যোগ   |   বিডিএস জরিপে ব্যক্তিগত সম্পত্তি রাস্তা হিসেবে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মানববন্ধন   |   মাসুদুজ্জামানের পক্ষে ধানের শীষ প্রতীক নিয়ে মানুষের বাড়ি বাড়ি হাজির হবেন – সেন্টু   |   শহীদ জিয়া শুধু রণাঙ্গনে যুদ্ধ করেননি দেশের ক্রান্তিকালে হাল ধরেছেন – মুহাম্মদ গিয়াসউদ্দিন   |   পীরজাদা মারুফ সিরাজ শাহর জন্মদিন উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
 প্রচ্ছদ   লীড নিউজ   মামলা বানিজ্যকারীদের পরিণতি স্বৈরাচার হাসিনার মতো হবে
সাংবাদিক জিসানের মুক্তির দাবিতে মানববন্ধন / মামলা বানিজ্যকারীদের পরিণতি স্বৈরাচার হাসিনার মতো হবে
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ সাংবাদিক জিসানের মুক্তির দাবিতে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৯ মে সকালে জেলা দায়রা ও জজ আদালত প্রাঙ্গনে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা সভাপতি ফারহানা মানিক মুনার সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক ইউশা ইসলামের সঞ্চালনায় এ মানববন্ধন কর্মসূচী পালান করা হয়।

মানববন্ধনে বক্তারা জুলাই অভ্যুত্থানের যোদ্ধা, জেলার সাবেক সদস্য ও তরুণ সংবাদকর্মী জিসানের মুক্তির দাবি জানিয়ে বলেছেন, মামলা বানিজ্য করে বিচার ব্যবস্থায় হস্তক্ষেপকারীদের পরিণতিও স্বৈরাচার হাসিনার মতো হবে। সভাপতির বক্তব্যে ছাত্রনেতা ফারহানা মানিক মুনা বলেন, “নারায়ণগঞ্জসহ সারাদেশে মামলা বাণিজ্য ও প্রশাসনকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার যে ধারাবাহিক অপচেষ্টা চলছে, তা গণতন্ত্র ও নাগরিক অধিকারকে হুমকির মুখে ফেলেছে। বাংলাদেশ ছাত্র ফেডারেশন এর সাবেক সদস্য,তরুন সংবাদকর্মী, জুলাই আন্দোলনের সহযোদ্ধা জান্নাতুল ফেরদৌস জিসানকে মিথ্যা হয়রানিমূলক মামলায় রাতের আঁধারে আওয়ামী কায়দায় গ্রেফতার করে দিনের পর দিন তাকে কারাগারে রাখা হচ্ছে, অলৌকিক নির্দেশে জামিন আবেদন নামঞ্জুর করা হচ্ছে। স্বাধীন-ন্যায্য বিচারব্যবস্থার আকাঙ্ক্ষায় গড়া অভ্যুত্থান পরবর্তী এই সময়েও পূর্বের ন্যায় বিচারবিভাগ বিভিন্ন রাজনৈতিক মহলের কাছে, বিভিন্ন ব্যাক্তির কাছে কুক্ষিগত হচ্ছে, যা রাষ্টের স্বকিয়তার জন্য হুমকি। মামলা বানিজ্য নিয়ে হুশিয়ার করে তিনি বলেন, যারা এখনো মামলা বানিজ্য করছেন, বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ করছেন তাদের পরিণতিও স্বৈরাচার হাসিনার মতো হবে।

আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, আইনি প্রক্রিয়ায় জিসানের নামে মিথ্যা হয়রানিমূলক মামলা প্রত্যাহার করে তাকে মুক্তি দিতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পরিক্ষার্থী জিসানের পরবর্তী জীবনে এই কারাবরণের বিরুপ প্রভাব কিংবা বিপর্যয় না ঘটে সেই দায় বহন করে তার  স্বাভাবিকভাবে জীবনের নিশ্চয়তা দিতে হবে।বক্তব্যে অর্থ সম্পাদক শাহিন মৃধা বলেন,”বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক সদস্য, অভ্যুত্থানের লড়াকু যোদ্ধা এবং সংবাদকর্মী জান্নাতুল ফেরদৌস জিসানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশের ইতিহাসে কোনো দমন-পীড়নই মুক্তির আকাঙ্ক্ষাকে স্তব্ধ করতে পারেনি। জিসানের গ্রেফতার নিছক একজন সংবাদকর্মীর বিরুদ্ধে নয়; এটি গোটা গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে প্রতিহিংসার বহিঃপ্রকাশ।তিনি আরও বলেন, “রাতের অন্ধকারে তাকে তুলে নেওয়া শুধু মানবাধিকার লঙ্ঘনের নয়, এটি প্রমাণ করে যে এ গ্রেফতারের পেছনে রাজনৈতিক প্রভাব কাজ করছে। বাংলাদেশের বিচারবিভাগকে সকল রাজনীতির প্রভাবমুক্ত করতে হবে। এর জন্যে প্রশাসনকে কঠোর অবস্থান নিশ্চিত এবং জবাবদিহিতার চর্চায় অনুপ্রবেশ করতে হবে।জিসানের মুক্তি চেয়ে তিনি আরো বলেন, জিসানের অবিলম্বে মুক্তি, তার নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়রানির অবসানের দাবি জানাই। একইসঙ্গে  বিচার ও আইন ব্যবস্থার প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানাই।মানববন্ধনে বক্তব্য রাখেন জেলার অর্থ সম্পাদক শাহিন মৃধ,  তোলারাম কলেজ শাখার সদস্য সচিব মুন্নি আক্তার প্রত্যাশা, নারায়ণগঞ্জ কলেজ শাখার আহ্বায়ক মৌমিতা নূর, কদম রসুল কলেজ শাখার যুগ্ম আহবায়ক অনামিকা চৌধুরী, ভোলাইল আঞ্চলিক কমিটির আহ্বায়ক মাহাদী হাসান।  এছাড়াও উপস্থিত ছিলেন  বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সাধারন সম্পাদক সৃজয় সাহা, দপ্তর সম্পাদক অপূর্ব রয়, প্রচার সম্পাদক রাতুল দেওয়ান, রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক মুক্ত শেখ সহ জেলা কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন শাখার কর্মী-সংগঠকরা।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...