নারায়ণগঞ্জ  বৃহস্পতিবার | ২রা অক্টোবর, ২০২৫ | ১৭ই আশ্বিন, ১৪৩২ শরৎকাল | ৯ই রবিউস সানি, ১৪৪৭

শিরোনাম
  |   আইন নিজের হাতে তুলে নেবেন না আড়াইহাজার থানা ওসি   |   মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গনপিটুনিতে ডাকাত নিহত   |   বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে আর্থিক অনুদান দিলেন জাকির খান   |   মহাঅষ্টমীতে শঙ্খ, ঘণ্টা আর উলু ধ্বনির মধ্য দিয়ে কুমারী পূজা অনুষ্ঠিত   |   দুই গ্রুপের টেঁটাযুদ্ধ উভয় পক্ষের ১২জন আহত   |   এই দেশে ধর্ম দিয়ে কাউকে বিচার করা হবে না – আবদুল্লাহ আল আমিন   |   বিএনপিতে যোগদানে সর্বস্তরের শুভেচ্ছায় সিক্ত মাসুদুজ্জামান মাসুদ   |   দেশের মানুষ ওয়ানম্যান- ওয়ান ভোট পদ্ধতিতে চায় – ড. আবদুল মঈন খান   |   লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর  নতুন কমিটির অভ্যর্থনা চার্টার নাইট   |   বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে আল মুজাহিদ মল্লিকের উঠান বৈঠক   |   প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর ছাত্রদলের রক্তদান ও ফ্রী মেডিকেল ক্যাম্পিং   |   বিএনপি একটি বড় দল এই দলের কোন অশুভ শক্তির জায়গা হবে না – সাখাওয়াত   |   সামর্থ্যহীন এমন ২ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সেবা প্রদান   |   শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগদ অর্থ প্রদান করেন মাসুদুজ্জামান মাসুদ   |   বিএনপি – জামাত – এনসিপি কেউ দুর্নীতির বাইরে নয় – জোনায়েদ সাকি   |   আনিসুল ইসলাম সানি’র সাথে জাসাস নেতৃবৃন্দের সাক্ষাৎ   |   সঞ্চয় ও ঋণ গ্রহীতাদের টেকসই সেবা দিতে হবে – প্রধান নির্বাহী জাকির হোসেন    |   সন্ধি সংগঠনের উদ্যোগে ক্যারাম প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত    |   কাশিপুর ইউনিয়ন জাকের পার্টির উদ্যোগে মিলাদ ও দোয়া   |   দেশে বিষমুক্ত কৃষি উৎপাদনে কৃষকদের সচেতনতা জরুরি—মহাপরিচালক
 প্রচ্ছদ   লীড নিউজ   মামলা বানিজ্যকারীদের পরিণতি স্বৈরাচার হাসিনার মতো হবে
সাংবাদিক জিসানের মুক্তির দাবিতে মানববন্ধন / মামলা বানিজ্যকারীদের পরিণতি স্বৈরাচার হাসিনার মতো হবে
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ সাংবাদিক জিসানের মুক্তির দাবিতে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৯ মে সকালে জেলা দায়রা ও জজ আদালত প্রাঙ্গনে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা সভাপতি ফারহানা মানিক মুনার সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক ইউশা ইসলামের সঞ্চালনায় এ মানববন্ধন কর্মসূচী পালান করা হয়।

মানববন্ধনে বক্তারা জুলাই অভ্যুত্থানের যোদ্ধা, জেলার সাবেক সদস্য ও তরুণ সংবাদকর্মী জিসানের মুক্তির দাবি জানিয়ে বলেছেন, মামলা বানিজ্য করে বিচার ব্যবস্থায় হস্তক্ষেপকারীদের পরিণতিও স্বৈরাচার হাসিনার মতো হবে। সভাপতির বক্তব্যে ছাত্রনেতা ফারহানা মানিক মুনা বলেন, “নারায়ণগঞ্জসহ সারাদেশে মামলা বাণিজ্য ও প্রশাসনকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার যে ধারাবাহিক অপচেষ্টা চলছে, তা গণতন্ত্র ও নাগরিক অধিকারকে হুমকির মুখে ফেলেছে। বাংলাদেশ ছাত্র ফেডারেশন এর সাবেক সদস্য,তরুন সংবাদকর্মী, জুলাই আন্দোলনের সহযোদ্ধা জান্নাতুল ফেরদৌস জিসানকে মিথ্যা হয়রানিমূলক মামলায় রাতের আঁধারে আওয়ামী কায়দায় গ্রেফতার করে দিনের পর দিন তাকে কারাগারে রাখা হচ্ছে, অলৌকিক নির্দেশে জামিন আবেদন নামঞ্জুর করা হচ্ছে। স্বাধীন-ন্যায্য বিচারব্যবস্থার আকাঙ্ক্ষায় গড়া অভ্যুত্থান পরবর্তী এই সময়েও পূর্বের ন্যায় বিচারবিভাগ বিভিন্ন রাজনৈতিক মহলের কাছে, বিভিন্ন ব্যাক্তির কাছে কুক্ষিগত হচ্ছে, যা রাষ্টের স্বকিয়তার জন্য হুমকি। মামলা বানিজ্য নিয়ে হুশিয়ার করে তিনি বলেন, যারা এখনো মামলা বানিজ্য করছেন, বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ করছেন তাদের পরিণতিও স্বৈরাচার হাসিনার মতো হবে।

আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, আইনি প্রক্রিয়ায় জিসানের নামে মিথ্যা হয়রানিমূলক মামলা প্রত্যাহার করে তাকে মুক্তি দিতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পরিক্ষার্থী জিসানের পরবর্তী জীবনে এই কারাবরণের বিরুপ প্রভাব কিংবা বিপর্যয় না ঘটে সেই দায় বহন করে তার  স্বাভাবিকভাবে জীবনের নিশ্চয়তা দিতে হবে।বক্তব্যে অর্থ সম্পাদক শাহিন মৃধা বলেন,”বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক সদস্য, অভ্যুত্থানের লড়াকু যোদ্ধা এবং সংবাদকর্মী জান্নাতুল ফেরদৌস জিসানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশের ইতিহাসে কোনো দমন-পীড়নই মুক্তির আকাঙ্ক্ষাকে স্তব্ধ করতে পারেনি। জিসানের গ্রেফতার নিছক একজন সংবাদকর্মীর বিরুদ্ধে নয়; এটি গোটা গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে প্রতিহিংসার বহিঃপ্রকাশ।তিনি আরও বলেন, “রাতের অন্ধকারে তাকে তুলে নেওয়া শুধু মানবাধিকার লঙ্ঘনের নয়, এটি প্রমাণ করে যে এ গ্রেফতারের পেছনে রাজনৈতিক প্রভাব কাজ করছে। বাংলাদেশের বিচারবিভাগকে সকল রাজনীতির প্রভাবমুক্ত করতে হবে। এর জন্যে প্রশাসনকে কঠোর অবস্থান নিশ্চিত এবং জবাবদিহিতার চর্চায় অনুপ্রবেশ করতে হবে।জিসানের মুক্তি চেয়ে তিনি আরো বলেন, জিসানের অবিলম্বে মুক্তি, তার নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়রানির অবসানের দাবি জানাই। একইসঙ্গে  বিচার ও আইন ব্যবস্থার প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানাই।মানববন্ধনে বক্তব্য রাখেন জেলার অর্থ সম্পাদক শাহিন মৃধ,  তোলারাম কলেজ শাখার সদস্য সচিব মুন্নি আক্তার প্রত্যাশা, নারায়ণগঞ্জ কলেজ শাখার আহ্বায়ক মৌমিতা নূর, কদম রসুল কলেজ শাখার যুগ্ম আহবায়ক অনামিকা চৌধুরী, ভোলাইল আঞ্চলিক কমিটির আহ্বায়ক মাহাদী হাসান।  এছাড়াও উপস্থিত ছিলেন  বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সাধারন সম্পাদক সৃজয় সাহা, দপ্তর সম্পাদক অপূর্ব রয়, প্রচার সম্পাদক রাতুল দেওয়ান, রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক মুক্ত শেখ সহ জেলা কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন শাখার কর্মী-সংগঠকরা।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...