আইভীর তিন মামলা শুনানী / আইভী’র ২ মামালায় জামিন নামঞ্জুর, অপরটিতে রিমান্ড ও জামিন শুনানী ২৭ মে


নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী’র বিরুদ্ধে তিনটি মামলায় মধ্যে দুটি মামালায় জামিন আবেদন নামঞ্জুর করে, অপর একটি মামলার রিমান্ড ও জামিন আবেদনের শুনানি আগামী ২৭ মে আদেশ দিয়েছে আদালত। আজ বুধবার ২৮ মে দুপুরে নারায়ণগঞ্জের পৃথক দুটি আদালতে তিনটি মামলার শুনানী শেষে আলাদত এ আদেশ দেন।
নারায়গঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মোঃ কাইয়ুম খান জানিয়েছেন, সাবেক মেয়র আইভীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা একটি হত্যা ও একটি বিস্ফোরণ আইনের মামলায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রে হায়দার আলী আদালতে আবেদন করা হলে আদালত আবেদন শুনানী শেষে জামিন আবেদন নামঞ্জুর করে আদেশ দেন।
এদিকে নারায়ণগঞ্জ জেলা দায়রা জজ শামীম আজাদের আদালতে রাষ্ট্র পক্ষের পাবলিক পসিকিউটর অপর একটি বিস্ফোরক আইনের মামলায় আইভীকে ৭ দিনের রিমান্ড আবেদন করেন, একই সময় এ মামলায় আইভীর আইনজী তার জামিন আবেদন করেন। আদালত দুই পক্ষের আবেদন শুনানী শেষে আগামী ২৭ মে শুনানীর দিন ধায়্য করে আদেশ দিয়েছেন।
আইভীর আইনজীবী এ্যাডভোকেট আওলাদ হোসেন জানিয়েছেন, জামিন আবেদন করা দুটি মামলায় এজাহারে আইভীর নাম থাকলেও তার উপস্থিতির কোন বর্ণনা দেওয়া হয়নি। নিম্ম আদালত জামিন আবেদন নামঞ্জুর করেছে আমরা উচ্চ আদালতে জামিন আবেদন করবো।
আইভীর পক্ষের আইনজীবী এ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম বলেছে, গুলি করে হত্যা মামলায় আইভীর কোন সম্পৃক্ততা নেই। আইভীর জামিন আবেদন শুনানীর সময় আমরা আদালতে উপস্থাপন করে বলেছি, গত কাল একটি হত্যা মামলায় নুসরাত ফারিহাকে জামিন দেওয়া হয়েছে। আইভীকে কেনও আদালত জামিন দিতে পারেন। সংবিধান অনুযায়ী একই বিষয়ে দেশে দুইরকম আইন তাকতে পারেনা।
আমরা এসব বিষয়ে যুক্তি উপস্থাপন করেছি। দেশে একই মামলায় দুইরকম আদালতে
উল্লেখ্য, গত ৯ মে সাবেক মেয়র আইভীকে শহরের পশ্চিম দেওভোগ তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে একটি হত্যা মামলায় আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ১৭ মে আইভীকে ভার্চুয়াল আদালতে হাজির দেখেয়ি সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা বিস্ফোরক আইনের দুটি মামলায় শোন এরেস্টের আদেশ দেন আদালত। #