শিরোনাম
৫ আসনে মনোনীত করায় বেগম জিয়া তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা / দলের সিদ্ধান্তই আমাদের একমাত্র পথনির্দেশনা – মাসুদুজ্জামান মাসুদ
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনীত প্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক মাসুদুজ্জামান মাসুদ মঙ্গলবার ১১ নভেম্বর নারায়ণগঞ্জ ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থী তালিকা নিয়ে কিছু বিভ্রান্তিকর বক্তব্যের সংশোধন এবং দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের লক্ষ্যে বক্তব্য রাখেন।

সংবাদ সম্মেলনের শুরুতে দলীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “আমাকে নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী হিসেবে মনোনীত করে যে সম্মান দেওয়া হয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া, শ্রদ্ধেয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের সকল নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সুসংগঠিত, দায়িত্বশীল রাজনৈতিক শক্তি। দলীয় সিদ্ধান্তই আমাদের একমাত্র কার্যকর ও বৈধ নির্দেশনা। ব্যক্তিগত বক্তব্য বা অবস্থান দলীয় ঐক্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
https://youtu.be/38Phrg1lVO8?si=IP00C-G5tJW64AVd
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাসুদুজ্জামান মাসুদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সঙ্গে বিভিন্ন রাজনীতিকের ছবি প্রচার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ উদ্দেশ্যমূলক। তিনি বলেন, “আমি কী ছিলাম তা নারায়ণগঞ্জের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের কর্মী, বিএনপি এবং তৎকালীন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা জানেন। আন্দোলনের সময় যারা মাঠে ছিলেন, তারা জানেন আমার অবস্থান কোথায় ছিল। আমার নাম রাজনৈতিক মামলার এজাহারেও তোলা হয়েছিল। বিএনপি একটি বৃহত্তম গণতান্ত্রিক রাজনৈতিক পরিবার। এখানে মতভেদ থাকতে পারে, কিন্তু সেটা হতে হবে সংগঠন ও রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে। আমি বিশ্বাস করি, যারা আজ সমালোচনা করছেন, তারাও দলের কল্যাণ চান। দিনশেষে আমরা সবাই ধানের শীষের লোক দলের সিদ্ধান্তই আমাদের সবার জন্য চূড়ান্ত ও বাধ্যতামূলক নির্দেশনা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, যুগ্ম আহ্বায়ক, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি; আব্দুস সবুর খান সেন্টু, যুগ্ম আহ্বায়ক, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি; আনোয়ার হোসেন আনু, যুগ্ম আহ্বায়ক, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি; হাজী ফারুক হোসেন, সদস্য, আহ্বায়ক কমিটি, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি; মাহাবুব উল্লাহ তপন, সদস্য, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহ্হ্বায়ক কমিটি; অ্যাডভোকেট বিল্লাল হোসেন, সদস্য, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি; মনোয়ার হোসেন শোখন, সদস্য, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি; মোঃ আলমগীর হোসেন, সদস্য, আহবায়ক কমিটি, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি; শহিদুল ইসলাম রিপন, সদস্য, আহ্বায়ক কমিটি, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি; ফারুক আহম্মদ রিপন, সদস্য, আহ্বায়ক কমিটি, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি; অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, সদস্য, আহ্বায়ক কমিটি, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি; বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি হাজী নুরুদ্দিন; শাখাওয়াতুল ইসলাম রানা, সভাপতি, সেচ্ছাসেবক দল, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি; বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ্, বন্দর উপজেলা বিএনপি সভাপতি হিরণ, বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটন, যুবদল সভাপতি মনিরুল ইসলাম সজল, কৃষকদলের সভাপতি এনামুল খন্দকার স্বপন, না’গঞ্জ মহানগর মহিলা দলের সাধারন সম্পাদক আয়েশা আক্তার দিনা। এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর ও বন্দরের বিএনপির সকল সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দরা।
আমরা চাই একটি নিরাপদ, আধুনিক ও শিক্ষাকেন্দ্রিক নারায়ণগঞ্জ গড়ে তুলতে যেখানে নারী-পুরুষ নির্বিশেষে ছাত্র, শিক্ষক, শ্রমিক ও পেশাজীবীসহ সকল শ্রেণি-পেশার মানুষ সমানভাবে এগিয়ে যাবে। তরুণদের উদ্যম ও প্রবীণদের অভিজ্ঞতার সংমিশ্রণে একটি ন্যায়ভিত্তিক ও সম্ভাবনাময় নতুন নারায়ণগঞ্জ গড়াই আমাদের লক্ষ্য।#



